Site icon Trickbd.com

Bob Biswas: “কাহিনী” মুভিতে সিরিয়াল কিলার হিসেবে অভিনয় করা শাশ্বত চট্টোপাধ্যায়ের বায়োপিক নিয়ে নির্মিত অসাধারণ মুভি।

Bob Biswas (2021)

Genre : Crime /Thriller

IMDb : 7.3

Personal Rating : 8/10

Run Time : 2 hours 11 Minutes

 

আমার মনে হয় এ বছর বলিউড এ যে কয়টা সেরা মুভি দেখেছি Bob Biswas তাদের মাঝে একটা।

বলতে গেলে সেরা পাচঁ টা মুভির একটা। প্রশংসার জোয়ারে ভাসছে মুভিটি।

আর আমি যদি এত সুন্দর মুভিটা নিয়ে কিচ্ছু না লিখি তাহলে তো আমার একদম ভালো লাগবে না।

অসাধারণ একটা মুভি দেখে শেষ করলাম। আচ্ছা আমরা সবাই “Kahaani”মুভিটা দেখেছিলাম নিশ্চই!

মুভিতে খুব অল্প সময়ের জন্য একজন পার্ট টাইম কন্ট্রাক্ট কিলার কে দেখেছিলাম।মনে আছে! অল্প একটু সময়ের জন্য এসেছিলেন তিনি।

অথচ পুরো টা সময় আতংকে ভরিয়ে রেখেছিলেন।জি ঠিক ধরেছেন। আমি শাশ্বত চ্যাটার্জী এর কথা বলছি।

এবার রিভিউয়ের শুরুতে আমি উনার কথা কেনো বলছি সে প্রশ্নের উত্তর মুভিতেই পাবেন। মুভিতে অভিষেক বচ্চন দুর্দান্ত অভিনয় করেছেন।

এর আগে তিনি কোন মুভিতে এত ভালো পারফর্ম করেছেন কিনা আমার মনে পরছে না।

তবে LUDO মুভিতে তার অভিনয় ছিলো দেখার মত। যাই হোক, মুভিটা এত ভালো লাগার পেছনে আরো একটা বড় কারন হচ্ছে এই মুভিতে বেশ কিছু নাম করা বাঙালী অভিনেতা অভিনেত্রী রয়েছেন।

যেমন কাঞ্চন মল্লিক, পরান বন্দোপাধ্যায়, রজতাভ দত্ত সহ আরো অনেকেই।সবার অভিনয়ই আমার কাছে খুব ভালো লেগেছে।

মুভির কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিলো যথেষ্ট প্রশংসনীয়। মুভিটির ডিরেক্টর ছিলেন অন্নপূর্ণা ঘোষ।

এবার Bob চরিত্রে অভিষেক কে নিয়ে কিছু লিখি। উনার কথা বলার ধরন,হেয়ার স্টাইল, বডি মুভমেন্ট এক কথায় অসাধারণ।

আর আমার তো মুভটা দেখার পর মনে হচ্ছে অভিষেক ছাড়া আর কেউ এত সুন্দর করে Bob চরিত্র টি হয়তো ফুটিয়ে তুলতে পারতেন না। এবার আমি অল্প করে মুভির প্লট নিয়ে লিখছি।

বাকি সব কাস্ট যার যার অবস্থান থেকে খুব ভালো অভিনয়ই করেছেন।

সিনেমাটোগ্রাফি, লোকেশন,ব্যাকগ্ৰাউন্ড মিউজিক সবকিছুই ছিল ঠিকঠাক।

এখন এগিয়ে যাব কাহিনীর দিকে : বব বিশ্বাস এক্সিডেন্ট তার অতীত সম্পর্কে সব ভুলে যায় ।

মাঝখানে প্রায় আট বছর ছিল কোমায় । বব তার অতীত ভুলে গেলেও কি অতীত তাকে ভুলতে পারবে? মোটেও না!!!!

কিন্তু অন্য দিকে সবকিছু ছেড়ে পরিবারের সাথে নতুন জীবন শুরু করতে চাওয়া বব বিশ্বাস। এই সবকিছুরই প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে পুরো মুভি জুড়ে।

বলিউডে স্পিন-অফ মুভি খুব একটা হয়না।

সে হিসেবে ভালো এক চেষ্টা ছিল। এবং সফল ও বলা যায়।

সবমিলিয়ে, ইঞ্জয়েবল একটা মুভি।

Link: Bob Biswas Movie