Site icon Trickbd.com

মহাকাশের ঝাড়ুদার! Space Sweepers ২০২১ সালের ব্যতিক্রম ধর্মী একটা মুভির রিভিউ + লিংক (Hindi Dubbed)

Unnamed

অনেকদিন ওয়াচ লিস্টে থাকা একদম সলিড রাইড আর ফান একটি মুভি দেখে ফেললাম গতকাল রাতে। সাই-ফাই, একশন, এডভেঞ্চার জনরায় এবছরের রিফ্রেশিং মুভি।

 

 

Space Sweepers 2021

 

Imdb: 6.6

 

Rotten Tomatoes: 69%

 

Google: 87%

 

ভাষা: ইংরেজি (হিন্দি)

 

Screenshot




 

No spoilers

 

 

২০৯২ সাল। মানুষ ধিরে ধিরে পৃথিবীর বাহিরে মহাকাশে কলোনি স্থাপন শুরু করেছে। মহাকাশে ধংস হয়ে থাকা পুরোনো স্যাটেলাইট আর স্পেসশিপ বিপদজনক ভাবে ভেসে বেরায়।
একদল ক্রু প্রায় অনেকের মতই তাদের শিপ নিয়ে অনেকটা যুদ্ধ করে সেগুলো কালেক্ট করে বেরায় টাকার জন্য। এমনি এক স্পেসশিপে তারা একদিন এক ছোটো মেয়েকে খুঝে পায়। মিডিয়াগুলোতে তাকে মানুষরূপী বিপদজনক বোম্ব হিসেবে প্রচার করা হয়। কিন্তু তারা বুঝতে পারে যে এই মেয়ের কিছু স্পেসাল অথবা সুপারহিউম্যাম ক্ষমতা আছে।

 

 

আলাদা কোনো প্রত্যাশা ছিলো না। কেবল সময় পার করার জন্যই দেখা এবং আমি যথেষ্ট সন্তুষ্ট।
রিফ্রেশিং ন্যারিটিভ সাথে ভালো ক্যারেক্টার ডেভেলপমেন্ট। প্রত্যকের কাজের পেছনে মোটিভ তুলে ধরা হয়েছে। যা আমার কাছে খুবই গুরুত্বপূর্ন। 

 

 

মুভির শুরুটা সলিড ছিলো, মাঝখানের অংশ কিছুটা স্লো আর শেষ অংশ মোটামুটি। তবে ইমোশনাল রাইড ভালো ছিলো। অর্থাৎ মুভি দেখতে বোরিং লাগবে না একদমই।
কিছু ভালো একশন সিকুয়েন্স এবং সাথে ভালো স্পেস ভিজুয়ালাইজেসন ছিলো। তবে হ্যা এই মুভি হিন্দি ডাব চাইলে দেখাত পারেন।
কারন মুভিতে ডায়লগের পরিবর্তন না করে তার সাথে ইমোশনাল ইম্পেক্ট ঠিক রাখার চেষ্টা করেছে।

 

 

মুভির অভিনয় এভারেজ থাকলেও তা তেমন সমস্যার কারন হয় না। কিছু কিছু বেলায় বলিউড টাইপ চিজি একটা ভাইব পাওয়া যায়। তবে তা সামান্য।

 

 

ধনী, গরিবের লাইফ স্টাইলের পার্থক্য সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

 

 

তবে সবচাইতে ইম্পরট্যান্টলি এই মুভি যথেষ্ট ফান মুভি। বন্ধু রোবট, একশন আর মহাকাশ এডভেঞ্চার একসাথে থাকলে আর কি লাগে।

 

 

তো এমন সময় তাদের সাথে ঘটে যায় বিচিত্র ঘটনা, কি কি ঘটে তা দেখতে হলে মুভিটি দেখতে হবে।

 

 

মুভিটিতে অনেক দেশের মানুষ জাতি বর্ণ দেখানো হয়েছে । ন্যানো রোবট সহ আরও অনেক কিছু আছে।

 

 

মুভিটি কোরিয়ান হলেও মুভিটির এডিটিং ছিল হলিউড লেভেলের, guardians of the galaxy এর সাথে তুলনা করছি না কিন্তু তেমনি একটা ফিল আসবে মুভিটি দেখতে যেয়ে।
তাছাড়া স্টার ওয়ারস এর ও বিভিন্ন এলিমেনটস দেখতে পাবেন মুভিতে।

 

 

একদম আহামরি লেভেলের কিছু না হলেও যথেষ্ট ভালো একটি মুভি। তাই দেখার সাজেশন থাকলো।

 

 

মুভিটিতে ইংরেজি, hindi আর কোরিয়ান ভাষার ব্যাবহার করা হয়েছে।

 

Link: Space Sweepers Movie

ধন্যবাদ