Site icon Trickbd.com

Chup Chup Ke: মন ভালো থাকুক আর খারাপ, মুভি দেখার সময় হাসতে হাসতে পেট বেথা হবে দ্যাটস শিওর!

Unnamed

প্রিয়াদর্শনের অন্য সব মুভির মতোই এই মুভিটিও টক, ঝাল, মিষ্টির এক সংমিশ্রণ। কাহিনীটি মূলত একটি মালায়াম মুভির কাহিনী থেকে নেয়া। মূল চরিত্র গুলোতে অভিনয় করেছেন সাহিদ কাপুর, কারিনা কাপুর,সুনিল সিঠি,নেহা দুপিয়া,রাজপাল যাদব,পরেশ রাওয়াল।…ব্যক্তিগত ভাবে আমার কাছে রাজপাল যাদবের কমেডি অভিনয় সবচেয়ে ভালো লেগেছে।

মুভির নামঃ Chup Chup Ke(2006).

অনলাইন প্ল্যাটফর্মঃ নেটফ্লিক্স।

জনরাঃ ড্রামা,কমেডি।

আইএমডিবিঃ ৬.৯/১০

কাস্টঃ শহীদ কাপুর,কারিনা কাপুর,রাজপাল যাদব,পরেশ রাওয়াল,নেহা ধুপিয়া,শুনিল শেট্টি প্রমুখ।

Screenshot

Chup Chup Ke প্রিয়াদর্শনের ডিরেক্ট করা সুন্দর একটি কমেডি ড্রামা মুভি।মুভির প্রথমদিকে বেশ এভারেজ লাগলেও কাহিনীতে ঢোকার পরে ভালো লেগেছে।আর কমেডিগুলো ছিলো অস্থির।

যদি মন খারাপ অবস্থায় মুভিটি দেখতে বসেন তাহলে মন ভালো হয়ে তো যাবেই তার সাথে হাসতে হাসতে পেট ব্যথা হবে দ্যাটস শিওর।

প্লটঃ জিতু একজন বেচারা।ব্যবসা করার জন্য অনেক মানুষ থেকে অনেক অনেক টাকা ধার নিয়েছে কিন্তু আজ পর্যন্ত একটা ব্যবসায়ও সফল হয়নি।এই ধারের একটুও তার পক্ষে শোধ করা সম্ভব নয়।তাই,সে আত্নহত্যা করার সিদ্ধান্ত নেয়,যাতে তার বাবা তার ইন্সুরেন্সের টাকা দিয়ে ধার দেনা শোধ করতে পারে।ওদিকে এক ঘাটে বান্ডিয়া মাছ ধরতে গেলে তার জালে উঠে আসে জিতু।

বান্ডিয়া,গুন্ডিয়া নামের মাছ ব্যবসায়ীর আন্ডারে কাজ করে।ওরা নিজেরাও ধার দেনায় আক্রান্ত।জিতুকে পাওয়ার পরে ওরা মনে করে ও যদি বড়লোক হয় তাহলে ওর জীবন বাচানোর প্রতিদানে টাকা পাওয়া যেতে পারে।কিন্তু,জিতু ওদের সাথে শুরু করে আরেক নাটক।কাহিনী শুরু হয় এখান থেকেই।

মুভির সবকিছুই যথেষ্ট ভালো।কমেডিগুলো সেরা।অভিনয়ের দিক দিয়ে আমার মতে রাজপাল যাদব সবচেয়ে বেশি ভালো করেছে।এই মুভিতে তার এক্টিং দেখেই আমি তার ফ্যান হয়েছি।প্রাইম শহীদ কাপুর খুব ভালো অভিনেতা।কারিনা বরাবরের মতো।সব মিলিয়ে দেখার মতো একটা মুভি।

তাই, প্রিয়াদর্শনের ডিরেকশনে দুর্দান্ত এই কমেডি মুভিটা এখনও না দেখে থাকলে দেখে নিতে পারেন আশা করি সময় নষ্ট হবেনা আর দেখে থাকলেও আবার দেখতে পারেন ভালই লাগবে।

Link: Chup Chup Ke Full Movie