বাংলাদেশে এই প্রথম বার একমাত্র উত্তরবঙ্গের সীমান্ত এলাকার গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ যার নাম হচ্ছে শাটিকাপ। শাটিকাপ শব্দের অর্থ হচ্ছে ঘাপটি মেরে বসে থাকা। শাটিকাপ রাজশাহী ও উত্তরবঙ্গের এলাকার আঞ্চলিক শব্দ
শাটিকাপ ওয়েব সিরিজ..!
★ সিজনঃ- ০১
★ পর্ব সংখ্যাঃ- ০৮ টি
★ দৈর্ঘ্যঃ- ০২ ঘণ্টা ৩০ মিনিট +
★ প্রযোজকঃ- রেদওয়ান রনি
★ মুক্তিপ্রাপ্ত প্লাটফর্মঃ- চরকি
এই ওয়েব সিরিজ এ প্রায় ১৩৭ জন অভিনয় করেছেন, যারা সবাই হচ্ছে রাজশাহীর
এই ক্রাইম ড্রামা সিরিজটি ১৩ জানুয়ারি, ২০২২ তারিখে মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে
যারা বলে বাংলাদেশ ভালো বাজেট নেই বলে ভালো কন্টেন বানানো হয় না তাদের শাটিকাপ দেখে এবং পরিচালনা মোহাম্মদ তাওকির ইসলাম এর কাছ থেকে শিক্ষা নিয়া দরকার যে ভালো কন্টেন বানাতে ভালো বাজেট এর দরকার পড়ে না
১৮+ ট্যাগ থাকায় এই ওয়েব সিরিজ এ কোন উত্তেজক দৃশ্য নেই (কুশটা কুশটি কাপড় খুলা খুলি নেই) কিন্তু অস্ত্র প্রদর্শন ও প্রচন্ড গালাগালির শুনা যাবে। তাই চরকি আগেই দর্শকদের কে এই ওয়েব সিরিজ পরিবারের সঙ্গে বসে দেখতে নিষেধ করেছেন
উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় চলে অবাধে চোরাচালান, অস্ত্র আর মাদকের কারবার এর সাথে জড়িত ছোট-বড় নানা গ্রুপ এমনকি আইন-শৃঙ্খলা বাহিনী। রাজশাহী শহরের একটি এলাকা,যেখানে দাপটের সাথে চলে মাদক ব্যবসা । একজন মাদক সম্রাটের প্রচুর পরিমাণে মাদক নিয়ে যায় কেউ তারপর সেই সম্রাট এর বিডিআই অর্থাৎ ব্যুরো অব ড্রাগ ইনভেস্টিগেশন এর মাধ্যমে তার মাদক উদ্ধারের চেষ্টা । আর যারা মাদক নিয়ে শাটিকাপ মেরেছে তাদের টিকে থাকা নিয়ে এই ওয়েব সিরিজ
পুরোপুরি আঞ্চলিক ভাষায় অসাধারণ সিনেমাটোগ্রাফি, সমসাময়িক বাস্তবতার সাথে মিলে যাওয়া কনটেন্ট, মনোমুগ্ধকর ব্যাকগ্রাউন্ড স্কোর
এই ওয়েব সিরিজ টি দেখতে হলে কিছু টাকা খরচ করে ওটিটি প্ল্যাটফর্ম চরকি অ্যাপ ডাউনলোড করে দেখতে হবে.!
চরকি অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন.!