আসসালামুয়ালাইকুম
আমি TRICKBD তে
নতুন তাই পোস্ট এ কোনো ভুল হলে দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না।
আমি কথা বেশি বাড়াবো না। সরাসরি মূল কথায় আসি। বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান সিনেমা valimai মুক্তি পেয়েছে 24 শে ফেব্রুয়ারি 2022। এটি ভারতীয় তামিল সুপারস্টার অজিত কুমার এর সিনেমা।
মূলত এই সিনেমাটা বাইক নিয়ে নির্মিত বেশিরভাগ সিনে বাইক রিলেটেড বিষয়গুলো দেখানো হয়েছে
এই এসিপি আর্যুন হচ্ছে অজিত কুমার
অনেক চেষ্টা করার পরে ধরতে পারেন এই বাইক গ্যাংএর লিডার কে
কিন্তু সব সেক্টরের এই বাইক গ্যাংএর লিডারের হাত ছিল এজন্য অজিত কুমার কে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে
এরপরে যখন অজিত কুমার এই বাইক গ্যাং এর লিডার কে নিয়ে কোর্টে যেতে লাগে ঠিক তখন অনেক বাইকার আসে তাদের লিডারকে মুক্ত করার জন্য
তখন সেই জায়গাতে সেই লেভেলের একশন দৃশ্য রয়েছে
আপনারা দেখলেই বুঝতে পারবেন।
আশাকরি সিনেমাটা দেখে ভালো লাগবে
এই সিনেমাটা এখনও সিনেমা হলে চলছে, তাই এটার এইচডি ভার্শন এখনো রিলিজ করা হয়নি
zee5 এ এটার এইচডি ভার্শন চলে আসবে আগামী কিছুদিনের মধ্যে, যখন এইচডি ভার্শন আসবে তখন আমি সেটা নিয়ে আরো বড় করে পোস্ট করব
তবে চিন্তার কোন কারণ নেই এখনও এইচডি ভার্সন আসেনি তো কি হয়েছে আপনাদের জন্য আমি হল প্রিন্ট নিয়ে এসেছি
এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিবেন
যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে
আমার ফেসবুক আইডি
4 thoughts on "বহুল প্রতীক্ষিত সাউথ ইন্ডিয়ান মুভি Valimai নিয়ে নিন হিন্দি ডাবিং সহ"