RRR (Rise Roar Revolt) মুভি
ট্রিপল আর ভারতের সবচেয়ে বড় অ্যাকশন ড্রামা ফিল্ম। এস এস রাজামৌলি পরিচালিত রাইজ রোর রিভল্ট আরআরআর। আরআরআর চলচ্চিত্রের গল্প লিখেছেন কেভি বিজয়েন্দ্র প্রসাদ। এনটি রামা রাও জুনিয়র এবং রাম চরণ আরআরআর সিনেমার মোট বাজেট ৪০০ কোটি। রাইজ রোর রিভোল্ট রানিং টাইম 180 মিনিট। এমএম কিরাভানি আরআরআর সিনেমার সুরকার। জুনিয়র এনটিআর, রাম চরণ RRR সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।
RRR মুভিটি এস এস রাজামৌলির পরিচালনায় জুনিয়র এনটিআর এবং রাম চরণের একটি বহু-প্রতীক্ষিত মাল্টি-স্টারার।
DVV Danaya DVV এন্টারটেইনমেন্ট প্রোডাকশন ব্যানারের অধীনে এই মেগা মুভিটি প্রযোজনা করেছেন যখন এমএম কিরাভানি সঙ্গীত করেছেন এবং সুদালা অশোক তেজা এই মুভিটির জন্য গান লিখেছেন।
তরুণ টাইগার এনটিআর কোমরাম ভীমের ভূমিকায় এবং মেগা পাওয়ার স্টার রাম চরণ অভিনয় করছেন আলুরি সীতারামরাজুর ভূমিকায়। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট রামচরণের বিপরীতে অভিনয় করেছিলেন যখন হলিউড অভিনেত্রী ডেইজি এডগার জোনস এনটিআর-এর সাথে জুটি বেঁধেছিলেন।
এই সিনেমায় একটি শক্তিশালী চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। তামিল অভিনেতা সামুথিরাকানি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
গল্প
RRR সিনেমা হল একটি কাল্পনিক গল্প যা দুই কিংবদন্তি মুক্তিযোদ্ধা, আলুরি সীতারামারাজু এবং কোমারাম ভীমের উপর ভিত্তি করে। 1920 সালে সেট করা। দেশের জন্য লড়াই শুরু করার আগে সিনেমাটি তাদের দুজনকেই বাড়ি থেকে দূরে (দিল্লিতে) উন্মোচন করে।
মার্কেটিং
14 মার্চ সকাল 11:30 টায় RRR চলচ্চিত্রের প্রথম প্রেস মিট অনুষ্ঠিত হয়।
বাজেট
প্রযোজক DVV Danayya নিশ্চিত করেছেন RRR সিনেমার বাজেট 350 থেকে 400 কোটি
মুক্তির তারিখ
25 মার্চ, 2022-এ RRR মুভিটি 10টি ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পায়েছে
filmymaza.xyz এ গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন
বিঃদ্রঃ এই মুভি ডাউনলোড লিংক বিভিন্ন ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে আর এই গুলো গুগল ড্রাইভ এ আপলোড হয় তাই নিদিষ্ট কোনো ডিরেক্ট ডাউনলোড লিংক দেয়া যাচ্ছে না।