আসসালামুয়ালাইকুম প্রিয় Trickbd এর
সকল মেম্বার গণ
কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজকে আপনাদের মাঝে একটি ওয়েবসিরিজ
এর রিভিউ নিয়ে
হাজির হলাম ??
নাম “শাটিকাপ”
এই মুভির একটা রিভিউ দিয়েছিলেন উজ্জ্বল মাহমুদ
ভাই কিন্তু
উনি আমাদের ডাউনলোড লিংক দেন নি
এই জন্য অনেক এ এই ওয়েব সিরিজটি দেখতে পারেন নি।
মূলত এই ওয়েব সিরিজটি
“Chorki”
অ্যাপ এ পাবলিশ করা হয়েছিল ১৩ জানুয়ারি ২০২২
এই ওয়েবসিরিজটি বাংলাদেশ এর উত্তরবঙ্গের
মাদক চোরাচালান নিয়ে তৈরি করা।
শাটিকাপ নাম টি রাজশাহী অঞ্চলে অনেক
পরিচিত তাই এই নাম টি ইউজ করা হয়েছে।
এই ওয়েবসিরিজটি তে যারা অভিনয় করেছে তারা সবাই
রাজশাহীর বাসিন্দা।
বলা যায় সবার মধ্যে একটা দারুন ক্রিয়েটিভিটি আছে।
আমি বলবো বাংলাদেশ এ এইরকম মুভি খুব কম
রয়েছে যেখানে বাস্তবতা তুলে ধরা হয়েছে।
তবে এই সিরিজটিতে ১৮+ কিছু বিষয় আছে
তাই পরিবার এর সামনে এই সিরিজটি দেখবেন না
১৮+ বলতে কিছু গালাগালি আছে আর অস্ত্র নিয়ে
মারামারি আছে।
যদি পারেন হেডফোন লাগিয়ে শুনবেন
এখানে রাজশাহী এর অরিজিনাল ভাষা ব্যাবহার
করা হয়েছে তাই আমার কাছে অনেক ভালো লেগেছে
শাটিকাপ ওয়েবসিরিজ এর মোট ৮ টি পর্ব আছে।
আমি আপনাদের সুবিধার জন্য সরাসরি ডাউনলোড লিংক
দিয়ে দিচ্ছি সবাই
দেখতে থাকুন ।
তো বন্ধুরা এই ছিল পোস্ট যদি ভুল ত্রুটি থাকে ধরিয়ে দেবেন
শুধরে নেওয়ার চেষ্টা করব।
আল্লাহ্ হাফেজ।
যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে