আসসালামুয়ালাইকুম প্রিয় মেম্বার গণ

কেমন আছেন সবাই।

আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আপনাদের মাঝে আমি বর্তমানে

সবচেয়ে আলোচিত সিনেমা

777 Charlie

এর রিভিউ নিয়ে আলোচনা করবো।

কেমন ছিল 777 charlie?

কুকুর আর মানুষের সম্পর্ক

এত গভীর হতে পারে এই মুভিটা না দেখলে বুঝতাম না

মুভির প্রতিটি দৃশ্য, সংলাপ

একদম মন ছুঁয়ে যাওয়ার মত

কুকুরটি যেভাবে তার মালিক এর

সাথে সব সময় পাশে থাকতো মনে হচ্ছিল

যেনো তার সাথে তার মনিবের

একটা রক্তের সম্পর্ক আছে।

কুকুরটির ,এক্সপ্রেশন অবাক করার মত

সিনেমা টা আপনাকে হতাশ করবে না।

এই সিনেমা টা আমার মতে সবার দেখা উচিত।

কারণ শিক্ষামূলক বিষয় আছে এখানে ।

আসলে সত্যি বলতে সাউথ ইন্ডিয়ান মুভি ডিরেক্টররা

আসলেই একটা জিনিস, কিভাবে সিনেমা

মানুষ এর মন মত হবে তারা ঠিক সেইভাবে সিনেমা

তৈরি করে।

তাই তাদের সিনেমা এত বেশি হিট।

সিনেমা টা আসলে অনেক ইমোশনাল ।

সত্যি বলতে সিনেমা টা দেখে আমার চোখ দিয়ে

অজান্তেই পানি চলে এসেছিল।

যাইহোক সব সিক্রেট যদি

আমি বলে দেই সিনেমা দেখে মজা পাবেন না।

তাই দেখে নিতে পারেন

এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ডাউনলোড করতে টেলিগ্রাম অ্যাপ

ব্যাবহার করুন।

টেলিগ্রাম ছাড়া ডাউনলোড করতে পারবেন না।

আর যারা দেখেছেন জানাবেন কমেন্ট এর মাধ্যমে

কেমন লেগেছে সিনেমা টা আপনাদের।

আল্লাহ্ হাফেজ সবাইকে।

দেখা হচ্ছে নতুন

পোস্ট নিয়ে খুব শীঘ্রই।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

Leave a Reply