Site icon Trickbd.com

The matrix 1999 অসাধারণ একটি মুভি নিয়ে নিন হিন্দি ডাবিং সহ!!

Unnamed

আসসালামুয়ালাইকুম প্রিয় Trickbd মেম্বরগণ

কেমন আছেন সবাই।

আশা করছি ভালোই আছেন সবাই।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ অনেকদিন পর আবার Trickbd তে চলে

এলাম নতুন কিছু নিয়ে।

আমরা প্রায় সবাই মুভি দেখতে ভালোবাসি।

কিন্তু দেখা যায় যে আমরা যেইসব মুভি দেখি

প্রায় সব গুলোই একই রকমের

তাই আমরা অনেকসময় বোরিং ফিল করি ।

কিন্তূ আজকের এই মুভিটি আপনাকে হতাশ করবে না।

বলছিলাম ১৯৯৯ সালে মুক্তি প্রাপ্ত হলিউড মুভি

The matrix নিয়ে।

এই সিনেমা এর গল্প হলো, একটি মায়াজাল নিয়ে।

পৃথিবীতে এমন একটা সময় হবে যখন

মানুষ এর শাসন করার ক্ষমতা থাকবে না

সব রোবট দের মাধ্যমে চলবে।

রোবটরা মানুষ কে তাদের কাজে ব্যাবহার করবে কিন্তু

তাদের বুঝতে দিবে না।

কিন্তু তখনও কিছু মানুষ থাকবে যারা এই বিষয় টা

বুঝতে পারবে করা তাদের কন্ট্রোল করছে।

মূলত মানুষ দের নিয়ন্ত্রণ করার জন্য,, পৃথিবীতে এজেন্ট

থাকবে ।

তারা তাদের কার্যক্রম লক্ষ করবে।

আমাদের এই মুভি এর নায়ক নিও

একটা অফিস এ কাজ করে + সে একজন কম্পিউটার

হ্যাকার।

সে বুঝতে পারে এই দুনিয়াতে কিছু একটা সমস্যা আছে,

তারপর তার সাথে পরিচয় হয় মর্ফিয়াস এর সাথে

সে জানতে চায় এই মায়াজাল সম্পর্কে।

কিন্তু সেই সময় এজেন্টরা জানতে পারে,, নিও সম্পর্কে।

নিও অফিসে ছিল, তারপর তাকে খুঁজতে আসে এজেন্টরা

তখন মর্ফিয়াস তাকে সাহায্য করতে

থাকে কিন্তু সে উচুঁ জায়গা থেকে লাফ দিতে না

পরার জন্য সে ধরা পড়ে যায়।

এরপর এজেন্টরা তাকে জেরা করে

সে বলে না, তখন তার শরীর এর মধ্যে তারা একটি

চিপ সেট করে দেয় ।

এবং কিভাবে নিও এই মায়াজাল সম্পর্কে জানতে পারে

,কিভাবে সে এই পৃথিবী কে বাঁচাতে পারে এইটা জানতে

হলে অবশ্যই সিনেমাটি দেখতে হবে।

আপনাদের জন্য অনেক খুজে হিন্দি ডাবিং নিয়ে এসেছি

এই সিনেমা টির।

এবং অরিজিনাল গুগল ড্রাইভ লিংক তাই

কোনো প্রকার ঝামেলা ছাড়া, ডাউনলোড করতে পারেন।

১৯৯৯ সালের মুভি কিন্তু অত সুন্দর কালার

কোরিওগ্রাফি করেছেন পরিচালক

দেখে মনেই হবে না এত আগের সিনেমা গুলো

এত সুন্দর মনের ছিল।

দেখতে হলে

এখানে ক্লিক করুন

এরপর

ডাউনলোড করুন।

ধন্যবাদ সবাইকে।

আল্লাহ্ হাফেজ।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি