কয়েকমাস আগে BDIX tester এপ থেকে এই সাইটটি পেয়েছি। এটি আর দশটা নরমাল মুভির সাইটের মত নয়। এখান থেকে মুভি ডাউনলোড করতে গেলে আপনাকে কোন bdix স্পিড বাইপাস করা লাগবে না। নরমালি 6-30 এমবিপিএস স্পিড পাবেন। তবে কিছু অসুবিধা রয়েছে

অসুবিধা:
1. এটি শুধুমাত্র WiFi ব্যবহারকারীদের জন্য। তবে WiFi ব্যবহারকারীদের জন্য হলেও সব WiFi সাপোর্ট করে না। অর্থাৎ আপনার WiFi এ কাজ না করলে অন্য কারো WiFi থেকে চেষ্টা করে দেখতে পারেন।
2. মুভিগুলো সাধারনত 1-5 জিবির মধ্যে হয়। তাই স্টোরেজ দ্রুত শেষ হয়।

সুবিধা:
1. মাত্র এক ক্লিকে ডাউনলোড
2. কোন ads এর ঝামেলা নেই
3. WiFi এর সর্বোচ্চ স্পিড টানতে পারে
4. হাজার হাজার মুভির বিশাল কালেকশন
5. breaking bad, game of thrones, ertugrul, osman, mirzapur থেকে শুরু করে এমন কোন সিরিজ নেই যা আপনি এখানে পাবেন না

6. মোবাইল থেকে শুরু করে কম্পিউটারের হাজার হাজার পাইরেটেড সফটওয়্যার পাবেন ফ্রিতে

7. কয়েকশো প্রিমিয়াম কোর্স পাবেন। যেগুলো হয়তো আপনার কাছে স্বপ্নের মতো মনে হতে পারে যদি ফ্রিল্যান্সিং শেখার ইচ্ছা থাকে আপনার।

8. রেসলিং কার্টুন থেকে শুরু করে এনিম সব কিছু পাবেন এখানে

প্রথমে এই লিংকে ঢুকুন

তারপর যা ইচ্ছা ডাউনলোড করতে থাকুন

নিচে কিছু স্ক্রিনসট দিয়ে দিলাম। লাস্টের স্ক্রিনসটে আমার স্পিড দেখে নিয়েন








আবারো বলে দিচ্ছি এটা সব WiFi এ কাজ করবে না।
নিচের স্ক্রিনসটটি দেখুন। মেসেঞ্জারে জিজ্ঞাস করার পরে একজন বলতেছে কাজ করছে না। আরেকজন ঠিকই ঢুকতে পারছে। তাই আপনার WiFi এ কাজ না করলে বন্ধুর WiFi তে চেষ্ট করে দেখতে পারেন

47 thoughts on "এখন থেকে মুভি ডাউনলোড করুন মাত্র এক ক্লিকে তাও আবার 6-30 mbps স্পিডে!"

  1. tanvir7486 Contributor says:
    Good post bro ?
    1. Emran Contributor says:
      Sob wifi a kaj kore na. er theke telegram er @bdixcloudbd better
  2. abir130 Subscriber says:
    Lol sob wifi diye access pauya jabe na.
    1. Ferdous Ahmed Author Post Creator says:
      পোস্টটা পড়েছেন?
  3. Md. Omar Faruk Author says:
    নতুন নতুন wifi ব্যবহার করলে যা হয় আর কি।
    1. Ferdous Ahmed Author Post Creator says:
      আপনাদের সমস্যাটা কি সেটাই বুঝতে পারলাম না।পোস্টে সব বলেই দিয়েছি এটা সব ওয়েফাইয়ে সাপোর্ট করবে না।আর এটা আমার ওয়েফাই যারা দিয়েছে তাদের Ftp সার্ভারও না।রেন্ডমলি খুজে পেয়েছি আর সার্ভিস ভালো পেয়েছি তাই শেয়ার করেছি
  4. Trickbd Support Moderator says:
    সব Broadband লাইনেই সাপোর্ট করবে না। ISP এর নিজস্ব কিছু ftp থাকে, সেগুলো ছাড়া বাকি গুলো কাজ করে না। আপনার এই সার্ভার আমার নিজেরই সাপোর্ট করতেছে না। পোস্ট এর শুরুতে এসব বিষয় ক্লিয়ার করে লিখুন।
    1. Ferdous Ahmed Author Post Creator says:
      জি পোস্টের শুরুতেই বলে দিয়েছি এটি সব ওয়েফাইয়ে সাপোর্ট করবে না।তবে এই সার্ভারের কালেকশন অনেক বেশি তাই শেয়ার করলাম
    2. Ferdous Ahmed Author Post Creator says:
      আমার isp থেকে যে সার্ভারের লিংক দিয়েছিল সেখানে কালেকশন কম থাকায় bdix tester এপ থেকে খুজে এই সার্ভার্টি পেয়েছি।সার্ভিস ভালো তাই শেয়ার করেছি।তারপরেও যদি ভুল হয়ে থাকে তাহলে পোস্ট ডিলিট করে দেন
  5. Roxxino Contributor says:
    আপনার পোস্ট দেখার পর আসলেই বুঝলাম MLWBD এর দিন শেষ… এটা খুবই কষ্টদায়ক ব্যাপার ?
    1. Asif Iqbal Contributor says:
      ভাই Bnet নতুন আসেনাই যে Mlwbd এর দিন শেষ হবে । বহু পুরান সার্ভার
    2. KingRishad Contributor says:
      আমাদের মত FTP বিহীন Wifi user দের জন্য না।
  6. mdmamunrahman Contributor says:
    Kosto paici mlwbd aabi aabi jindha karon ami data user
    No chance apnaar ta use korar
    Mb er problem nei but
    Jante chacci
    Data diye use possible ? ki na
    1. Ferdous Ahmed Author Post Creator says:
      না।এটা ftp সার্ভর।শুধুমাত্র ওয়েফাই ব্যবহারকারীদের জন্য
  7. 3 number point e vul ase. Ram na hobe storage.
  8. Asif Iqbal Contributor says:
    চুপচাপই চালাইতেন , ভাইরাল করতে গেলেন কেন তাইলে ?
    আরেকটা লেন , fs.ebox.live
  9. MD FAYSAL Contributor says:
    Valo but….
  10. MD FAYSAL Contributor says:
    Valo but….
  11. Md. Omar Faruk Author says:
    হইছে কি Mlwbd সাথে তুলনা করছেন সেটায় প্রশ্ন। কারণ mlwbd সব যায়গা থেকেই চলে। তাই টাইটেল চেঞ্জ করেন।
  12. Md. Omar Faruk Author says:
    আর ভাইরল হয়ে গেলে স্পিড কমে যাবে এটাও ভুল। তাই তো বলেছি নতুন নতুন wifi user ?
  13. Rakib Author says:
    new wifi user.. ftp somporke janlen ?
    1. Ferdous Ahmed Author Post Creator says:
      3year+ running.আসলে আপনাদের প্ররবলেমটাই আমি বুঝি না।বলেই দিলাম পোস্টে আরো অনেকগুলো ftp সার্ভার ট্রাই করেছি।কোথাও বেশি কালেকশন নেই।তাই শেয়ার করেছি এমনকি পোস্টেও উল্লেখ করে দিয়েছি সবার ওয়েফাই থেকে এক্সেস পাওয়া যাবে না তারপরেও আপনাদের প্রবলেম
    2. Rakib Author says:
      nh bhai last a kiso leksen. hasi paise
  14. Ashikuzzaman Angkon Contributor says:
    Apnar Fb messenger group e add dea jabe?
  15. Sagarop1 Contributor says:
    vai amar wifi diya toh pobesh korea nah emon asea https://ibb.co/cNmV8Vy
    1. THE JOB Contributor says:
      এটা শুধু বিনেট এউজারের জন্য,হুদাই গুতাগুতি করে লাভ নাই।তারচেয়ে বরং আপনার আইএসপির এফটিপি সার্ভার কোনটা সেটা খুজে বের করেন।
  16. abir Author says:
    Bro মাত্র একটা নিয়ে পোস্টার কেমন জানি হয়ে যায় না। কারণ সব ওয়াইফাইতে access দিবে তাই যদি ৩/৪ নিয়ে করতে ভালো হয় ।আমার দেওয়া 300+ FTP server নিয়ে পোস্ট আছে দেখেন।
    https://trickbd.com/broadband-tricks/744721/amp
    1. THE JOB Contributor says:
      ব্রো উনার পোস্টের কিছুই তো ঠিক নাই।টাইটেলের সাথে পোস্টের মিল নাই আবার উনি কি নিয়ে পোস্ট করতেছেন সেটাও ভালো করে জানেন না?
  17. Naim islam Contributor says:
    কি পোস্ট ??
    1. Sk Sakib al hasan Contributor says:
      B-net isp User cara ei ftp server bebohar kora jabena
  18. Nehad Contributor says:
    Anik network Mymensingh er jonno sobceye hhigh-speed ftp server kunta karo jana ace?
    1. THE JOB Contributor says:
      ওদের সাইটে এফটিপির ইনফর্মেশন দেয়া নাই।আপনি ওদের ফোন দিয়ে/মেসেজ দিয়ে সরাসরি জিজ্ঞেস করেন,ওরা বলে দিবে।
  19. Abedin Contributor says:
    Kon kon isp theke ftpbd access neya jai oi isp gulor name karo jana ase ? Aage to sob isp theke ftpbd 2am-2pm porjonto access neya jeto kintu akhon r cole na..
    1. THE JOB Contributor says:
      যেসব আইএসপির পার্টনার আইএসপি বিনেট সেসব আইএসপি বিনেটের এফটিপির এক্সেস পাবে।আপনি ওয়াই-ফাই ইউজার হলে আপনার আইএসপির নাম জানা থাকলে এফটিপি সহজেই বের করতে পারবেন।
      speedtest.net এ গিয়ে এফটিপির নাম বের করতে পারবেন।
  20. Shakib Expert Author says:
    Keep Sharing?
  21. xinli Contributor says:
    আমার জানামতে বাংলাদেশে সেরা ৩ টা ftp server এর মধ্যে এইটা একটা………. কালেকশন বেশি, তবে বেশিরভাগ ISP তেই সাপোর্ট করে নাহ…………… আর ইউজার বেশি হলে তারা অন্যান্য ISP বন্ধ করে দেবে…….. তবে তাদের স্পিড কম হবে নাহ ।
    .
    আমার আগের ISP তে কাজ করতো, এখন আর করে নাহ ।
    তবে, http://www.timepassbd.live/ এইটা সুুপার স্পিডে কাজ করে । ??
  22. Arafat Hossen Contributor says:
    ধন্যবাদ শেয়ার করার জন্য। এই সাইটের মুভি গুলু(ইংলিশ) ডুয়েল অডিও?
  23. THE JOB Contributor says:
    এটা বিজনেস নেটওয়ার্কের(বিনেট) এফটিপি সার্ভার।যারা বিনেটের ইউজার বা যেসব আইএসপি বিনেটকে পার্টনার আইএসপি বানায় রাখছে তারা আরামসে ইউজ করতে পারবে।আর আগে রাত২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনেটের এফটিপি সব আইএসপির জন্য খোলা থাকতো যা কয়েকমাস আগে বন্ধ করে দিসে।যদিও আবার খুলে দিবে বলছিলো আর খুলে নাই।
    আপনার এই পোস্টের মানে বুঝলাম না।আপনি কি বুঝে পোস্ট করছেন নাকি না বুঝে।সব আইএসপির-ইতো এফটিপি সার্ভার আছে,এখন সবাই আপনার মতো পোস্ট দিবে.!!
  24. Saimum Raihan Author says:
    সবার নেগেটিভ কমেন্ট এর প্রধান কারণ হচ্ছে আপনার পোস্ট এর শুরু তে একটা ট্যাগ দিয়ে দিতে পারতেন [ftp] লিখে, তারপর পোস্ট এ উল্লেখ করতে পারতেন যে এটা কোন নেটওয়ার্ক এর এফটিপি,
    যাহোক ভাই
    ভালো লিখেছেন!
    1. Saimum Raihan Author says:
      আর শেষের কথা গুলো একটু হাস্যকর ? কারণ এটা ওয়েবসাইট নয় ফাইল ট্রান্সফার প্রোটোকল সার্ভার!!!
  25. Nadimmoon Contributor says:
    Sobar wifi a ki cholbea???
    1. Nadimmoon Contributor says:
      Jamon onek a to alada alada wifi line use korea??
    2. Ferdous Ahmed Author Post Creator says:
      না।সবার ওয়েফাইয়ে চলবে না পোস্টে বলেই দিছি।না চললে অন্য কারো ওয়েফাই দিয়ে ট্রাই করুন
  26. Tanvir 33 Contributor says:
    এটা হলো বিজনেস নেটওয়ার্ক আইএসপি নিজস্ব সার্ভার,আপনার লোকাল আইএসপি তাদের সাথে কানেক্টেড থাকলে ব্যবহার করতে পারবে এছাড়া এদের লাইভ টিভি সার্ভার ও otv.ftpbd.net আছে, আমার কাছে ছিলো এর প্রক্সি পোর্ট মোবাইল ডাটা দিয়ে ব্যবহার করতে পারতাম আর ওইফাই তে bdix বাইপাস হতো নিউ ফোন নেয়ায় হারিয়ে ফেলসি প্রক্সি গুলো।
  27. sanjaydas11 Contributor says:
    2ta wifi check korsi kaj hoy na
  28. Anik SikdEr Author says:
    Why only 6-30Mbps?
    আপনার ব্রডব্যান্ড কানেকশনে বিডিআইএক্স স্পিড কম বলে কি সবার কানেকশনই আপনার মত 6 থেকে 30 Mbps পর্যন্ত স্পিড?
    ভালো আইএসপি থেকে কানেকশন নেন 100Mbps+ স্পিডে ডাউনলোড করতে পারবেন।
    আর শুধুমাত্র এই সার্ভার থেকেই না, BDIX এর যে কোন FTP সার্ভার থেকে ডাউনলোড করতে গেলেও স্পিড বাইপাস করতে হয় না।
    আর আমার একটু আফসোস হচ্ছে, আপনি প্রথমবারের মতো যখন এই পোস্টটা পাবলিশ করেছেন তখন কেন আমি পোস্টটা দেখলাম না? হাজার টা কারেকশনের পর চোখের সামনে আসলো, এর পরও আমার মনে হচ্ছে আপনার পোস্টটি আরো হাজারটা কারেকশন করতে হবে। ?
  29. Mizanur1996 Contributor says:
    এটা আমার লাইনে আগে কাজ করতো,, এখন আর কাজ করে না,,

Leave a Reply