আসসালামুয়ালাইকুম প্রিয় Trickbd এর সকল সদস্যগণ।
কেমন আছেন সবাই।
আশা করছি ভালোই আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
তাই তো নতুন একটি পোষ্ট নিয়ে হাজির
হলাম আপনাদের মাঝে।
আজকে আমি আলোচনা করবো বর্তমান সময় এর আলোচিত
সিনেমা “Who am I No system is safe”
মুভি সম্পর্কে।
মূলত এই সিনেমা টি রিলিজ হয় ২০১৪ সালে।
আমার জানামতে এটি রাশিয়ান বা সাউথ কোরিয়ান মুভি।
এই মুভিটি হ্যাকিং রিলেটেড মুভি,
যারা হ্যাকিং রিলেটেড মুভি পছন্দ করেন তাদের জন্য
পারফেক্ট একটা মুভি এটা।
MRX হলো পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকার।
যার অস্তিত্ত কেউ খুঁজে বের করতে পারে নী।
তাকে Dark Net এর সম্রাট বলা হয়।
ইনভেস্টিগেশন টিম কখনও তাকে খুজে বের করতে পারে নী।
এই মুভিতে বেঞ্জামিন নামে একটা সাধারণ মানুষ আছে
যার ইচ্ছা ছিল সুপার হিরো হবে তবে সে তার কাজ কর্মে
বার বার ব্যার্থ হয়। সে MRX সম্পর্কে জানতে পারে
তারপর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে
সে নিজে হ্যাকিং নিয়ে কাজ করতে থাকে
তবে শেষ পর্যায়ে MRX তাকে পাত্তাই দেই না।
এই মুভিটা শুরু থেকে আপনার কৌতূহল জাগবে পরে
কি হবে,
এই মুভি এর আসল টুইস্ট হলো শেষ এর দিকে,,
অবাক হয়ে যাবেন আপনি শেষ পর্যন্ত দেখলে।
আমি আজ পর্যন্ত যতগুলো হ্যাকিং রিলেটেড মুভি দেখেছি
তার মধ্যে এটা আমার অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম
আপনাদের মাঝে শেয়ার করি।
নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে
যতটুকু প্রয়োজন ছিল ততটুকু দিয়েছি,,,
আপনার ভালো না লাগলে ইগনোর করতে পারেন
হ্যাকিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ‘সোশ্যাল ইন্জিনিয়ারিং’ এই মুভি’তে দেখানো হয়েছে। এক কথায় অসাধারণ একটা মুভি।
যাদের হ্যাকিং নিয়ে ইন্টারেস্ট আছে তাদের জন্য মাস্ট ওয়াচ একটা মুভি।