আসসালামুয়ালাইকুম প্রিয় Trickbd

এর সকল সদস্যগণ।

কেমন আছেন সবাই

আশা করছি ভালোই আছেন

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

ভালো আছি বলেই নতুন কিছু শেয়ার করার

জন্য আবারও চলে আসলাম আপনাদের মাঝে l

বর্তমানে গত কয়দিন আগে মুক্তি প্রাপ্ত একটা

সিনেমা নিয়ে তুলনামূলক হাইপ চলছে।

সিনেমাটি হলো

“Carter”

এই সিনেমা মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফ্রম নেটফ্লিক্স এ

মুক্তির পর পর একটা অসাধারন সাড়া পাওয়া যাচ্ছে,,

যা,, স্কুইড গেম সিরিজ এর সময় দেখা গিয়েছিল,,,

সিনেমা টা দেখে মনে হতে পারে আপনি

কোনো বিগ বাজেটের কোনো ভিডিও গেম

নিজের চোখের সামনে দেখছেন।

আমি নিজে বিশেষ করে একশন থ্রিলার ধাঁচের সিনেমা

পছন্দ করি,,, এই সিনেমা এর প্রায় প্রতিটি মিনিটেই

রহস্য রোমাঞ্চকর এবং একশন রয়েছে,,,

এই সিনেমা তে মারপিট এর দৃশ্য বেশি লক্ষ করা গেছে,,

আকাশে,মাটিতে,গাড়িতে, বিমানে, কোনো জায়গা

তেই এই সিনেমা এর পরিচালক মনে হয় মারপিট এর

দৃশ্য বাদ রেখে নী।

এই সিনেমার মূল গল্প ভাইরাস নিয়ে,,, সচারাচর

কোরিয়ান সিনেমা গুলোর বেশির ভাগ এই ভাইরাস, বা অন্য

কোনো বিষয় নিয়ে তৈরি হয়,, যেমন “All of us are Dead”

সিনেমায় আমরা দেখেছি,,।

এই ভাইরাস এর প্রতিষেধক হলো

একটা বাচ্চা মেয়ের রক্ত,,

আর মূল বিষয় হলো এই সিনেমার কাহিনী হলো

সেই বাচ্চাটিকে নিরাপদে কোরিয়ার অন্য প্রান্তে

নিয়ে যেতে হবে,,, যার জন্য রীতিমত একটা যুদ্ধের

মত পরিস্থিতি অবস্থা,,

বাচ্চা টাকে যেকোনো

পরিস্থিতি এর মধ্যে থেকে বাঁচাতে হবে,,

যায় হোক,, পুরো বিষয় টি বুঝতে হলে

অবশ্যই সিনেমাটি দেখতে হবে,,,

আমরা অনেকেই

ওটিটি প্লাটফ্রম এর সাবস্ক্রিপশন কিনে

দেখতে পারি না তাই সবার সুবিধার জন্য

নিচে,, ডাউনলোড লিংক দিয়ে দিলাম,,

ডাউনলোড করে দেখতে থাকুন।

এইখানে ক্লিক করে ডাউনলোড করে নিন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

যদি পোস্ট এর কোথাও

ভুল ত্রুটি থাকে ধরিয়ে দেবেন

অবশ্যই ঠিক করে নিবো

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

13 thoughts on "নেটফ্লিক্সে মুক্তি প্রাপ্ত কোরিয়ান সিনেমা Carter সিনেমার হিন্দি লিংক নিয়ে নিন ফ্রিতে!!"

  1. mrfarhanisrak Levi Author says:
    অর্ধেক দেখে রেখে দিয়েছি।আর দেখার ইচ্ছা করতেছে না।
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ওহ আচ্ছা,,, এটা তো ভালই লাগলো
    2. mrfarhanisrak Levi Author says:
      মুভি টা প্রথম থেকে ভালই লাগতেছিলো,কিন্তু মাঝে এসে আর দেখার ইচ্ছা করতেছে না।অন্যান্য মুভির মতই মনে হচ্ছে।
  2. Avatar photo Rakib Author says:
    একের ভিতর তিন
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Hmm?
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Tnq so much
  3. Avatar photo Sohag21 Author says:
    বাহ। একের ভিতর তিন ? Buy 1 get 2 free ?
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Hmm?
  4. Avatar photo Shakib Expert Author says:
    Asha kori asteh asteh post aro improve hobe, keep it up?
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Hmm,,, next post is dhamaka comming soon

Leave a Reply