Site icon Trickbd.com

নেটফ্লিক্স এ মুক্তি প্রাপ্ত হিন্দি জম্বি সিরিজ Ghoul এর ডাউনলোড লিঙ্ক নিয়ে নিন!!

Unnamed

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

সিনেমা হলো মানুষ এর বিনোদন এর খোরাক যোগায়, অনেকেই আছেন আমাদের মধ্যে অবসর সময়ে সিনেমা দেখতে পছন্দ করি।

কেউ আছেন রোমান্টিক সিনেমা বা কেউ আছেন একশন থ্রিলার ধাঁচের সিনেমা দেখতে পছন্দ করে, আবার অনেকেই ক্রাইম থ্রিলার সিনেমা পছন্দ করে।

এই সিনেমাগুলো আমাদের অবসর সময় কাটাতে সাহায্য করে। আজকে আমি আপনাদের দারুন একটা সিনেমা সম্পর্কে বলবো

যা দেখে আপনার অবসর সময় টা কে বেশ ভালো মত উপভোগ করতে পারবেন আপনি।

আজকে আমি কথা বলবো নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সিনেমা “Ghoul” নিয়ে।

আমাদের মধ্যে অনেকেই আছেন জম্বি টাইপ সিনেমা দেখা পছন্দ করেন, বিশেষ করে বেশির ভাগ জম্বি সিনেমা গুলো দক্ষিণ করিয়া তে তৈরি হয়।

তবে এই সিনেমা দেখে আপনি ইন্ডিয়ান হিন্দি সিনেমা তে জম্বি এর স্বাদ পাবেন।

মূলত এটা একটা ওয়েবসিরিজ যার প্রথম সিজন শেষ হয়েছে। আশা করা যায় খুব জলদি পরবর্তী সিজন আসতে পারে।

সেনা বাহিনী এর একটা নতুন অফিসার আসেন তার নাম হলো নিধা, যিনি একজন জঙ্গি বা টেরোরিস্ট কে জিজ্ঞাসাবাদ করতে আসেন।

তার জিজ্ঞাসা বাদ এর সময় হটাৎ করেই বিভিন্ন বিষয় সামনে আসতে থাকে।

কেউ মারা যাচ্ছে, তো আবার নতুন কোনো দৃশ্য আসছে সামনে, অনেক অজানা তথ্য পাওয়া যাচ্ছে।

কিন্তু কে করছে এই সব দুর্ধর্ষ কাহিনী, শেষ পর্যন্ত বাঁচা মরা এর লড়াই করে কি ইন্টারোগেশন করা শেষ করা হয়েছিল?

মূলত ধারাবাহিক ভাবে ৩ টা পর্বের মাধ্যমে পুরো গল্পকে বেশ ইউনিকভাবে উপস্থাপন করা হয়েছে। যা সত্যি প্রশংসার দাবিদার।

তবে কিছুটা হরর সিন আছে এবং যারা নৃশংস দৃশ্য দেখতে পারেন না তাদের এটা avoid করা উচিত।

তবে আমার কাছে ব্যাক্তিগতভাবে ভালো লেগেছে, ইন্ডিয়ান সিরিজ হিসেবে এইরকম ইউনিক কাজ কম দেখা যায় আজকাল।

আপনাদের সুবিধা এর জন্য আমি গুগল ড্রাইভ লিংক দিয়ে দিলাম ডাউনলোড করে দেখে নিতে পারেন নেটফ্লিক্স এর এই দারুন ওয়েব সিরিজ টি।

ডাউনলোড করতে ক্লিক করুন

Zip ফাইল এর জন্য দেখতে অসুবিধা হলে zarciver অ্যাপ দিয়ে এক্সট্র্যাক্ট করে দেখে নিতে পারবেন। আশা করি সকলেই এক্সট্র্যাক্ট করতে পারেন।

যদি না পারেন কমেন্ট করুন আমি শিখিয়ে দিবো।

তো, এই ছিল বিস্তারিত ধন্যবাদ জানাই এত কষ্ট করে পড়ার জন্য।

আমার ফেসবুক আইডি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং trickbd এর সাথেই থাকবেন

Exit mobile version