Be a Trainer! Share your knowledge.
Home » Offers » RedotPay একাউন্ট খুললেই $5 বোনাস

RedotPay একাউন্ট খুললেই $5 বোনাস

আসসালামু আলাইকুম
আমরা যারা অনলাইনে কিছু কিনি বা কার্ড ব্যবহার করে কেনাবেচার অভ্যাস রয়েছে। যেমন- ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড ব্যবহার।

অনেকেই এইরকম ভার্চুয়াল কার্ডগুলোর মাধ্যমে অনলাইনে কিছু ক্রয় করার পর পেমেন্ট করে থাকেন। তো তাদের জন্যই আজকের এই পোস্ট শেয়ার করা। তাই শুরুতেই বলে রাখি , যারা এখান থেকে ইনকামের কথা ভাবছেন তারা ভুল ভাবছেন।

তবে যারা অনলাইনে ভার্চুয়াল কার্ড দিয়ে কেনাবেচা করে তাদের হয়তো লাভ হবে ভেবেই এই পোস্ট। বর্তমানে RedotPay একটা অফার চলছে। যারা একাউন্ট করবে প্রত্যেকেই ৫ ডলার বোনাস পাবে।

তবে এখানে রয়েছে অনেক ক্রিটিক্যাল নিয়ম কানুন। চলুন প্রথমে জেনে নেওয়া যাক নিয়ম-কানুন গুলো কি কি? অর্থাৎ আপনার ৫ ডলার বোনাস পেতে কি কি করা লাগবে।

আইডি কার্ড: যে কারো আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স সহ তার চেহারা ভেরিফিকেশন প্রয়োজন হবে।
ডিপোজিট: আপনাকে এখানে মিনিমাম ৫ ডলার ডিপোজিট করতে হবে। তারপর আপনি পাঁচ ডলার বোনাস ব্যবহার করতে পারবেন।

RedotPay বোনাস শর্ত

এই দুইটা প্রধান গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল বিষয়। যদি আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথেই ৫ ডলার বোনাস পেয়ে যাবেন। তবে সেটা ব্যবহার করতে আপনাকে অবশ্যই উপরের দুটি শর্ত পূরণ করতে হবে। আর আমি আগেই বলে দিয়েছি যে যারা ভার্চুয়াল কার্ড ব্যবহার করা অনলাইনে পেমেন্ট করেন এটা শুধুমাত্র তাদেরই উপকারে আসবে। তাই অযথা কেউ ভুল বুঝবেন না।
আপনি যদি চান তাহলে এখানে একটা একাউন্ট করতে পারেন। আপনি যদি ভবিষ্যতে ভার্চুয়াল কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে চান। তাহলে এখানে অ্যাকাউন্ট করে রাখতে পারেন। পরবর্তীতে যখন ভার্চুয়াল কার্ড ব্যবহার করবেন তখন কাজে লাগাতে পারবেন(সম্ভবত ব্যালেন্স এর মেয়াদ আছে) । আর প্রথমবার এখান থেকে কার্ড নেওয়ার ক্ষেত্রে আপনি সতর্কভাবে ডিপোজিট করবেন। কারণ এখানে অনেক শর্ত রয়েছে। শেষের দিকে এগুলো নিয়ে আলোচনা করব। চলুন তাহলে দেখে আসি কিভাবে একাউন্ট করবেন।

কিভাবে RedotPay একাউন্ট করবেন

প্রথমে প্লে স্টোর থেকে RedotPay অ্যাপসটি ডাউনলোড করে নেবেন।

প্রথমে অ্যাপস টি ওপেন করে Register/Login অপশনে ক্লিক করবেন।

এবার আপনার জিমেইল, পাসওয়ার্ড ও invention কোড(v8mww) দিতে হবে। তারপর NEXT অপশন এ ক্লিক করবেন।

এবার আবার লগ ইন পেজে যাবেন। প্রথমে আপনার দেওয়া পাসওয়ার্ডটি দিবেন।
তারপর Get code অপশনে ক্লিক করে আপনার ইমেইলে যাওয়া কোডটি কপি করে আনবেন। এখানে পেস্ট করে নেক্সট ওখানে ক্লিক করবেন। সাথে সাথে একাউন্টটা লগইন হয়ে যাবে।

তারপর আপনি আপনার একাউন্টে বোনাস ব্যালেন্স দেখতে পাবেন।

KYC ভেরিফিকেশন

অ্যাকাউন্ট খোলার পরে আপনি ডিপোজিট এবং কোন কার্যক্রম করতে পারবেন না। তার জন্য আপনার একাউন্টের কেওয়াইসি ভেরিফিকেশন লাগবে। অর্থাৎ আইডি কার্ড ও চেহারা দিয়ে ভেরিফিকেশন।

এখানে নতুনদের জন্য ভেরিফিকেশনের অপশন দেওয়া থাকবে। যেটা আমি করে ফেলেছি তাই বিষয়টা সরাসরি দেখাতে পারছি না। তার জন্য আমি দুঃখিত। তবে আমি স্টেপগুলো বলতে পারি।

  1. প্রথমে এখান থেকে Go to verify অপশনে ক্লিক করবেন।
  2. তারপর আবার ইমেইল ভেরিফিকেশন করতে হবে।
  3. তারপর আপনার ফোন নাম্বার দেবেন।
    এবং তারপর ফোন নাম্বার ভেরিফিকেশন করলে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে যাবে।
  4. এবার একই জায়গা থেকে Go to verify অপশনে আবার ক্লিক করবেন।
  5. তারপর আপনার এনআইডি কার্ড এর সকল তথ্য অনুযায়ী ফরমটি পূরণ করবেন। এখানে নাম জন্মতারিখ ও আইডি কার্ড সিলেক্ট করে নেক্সট অপশন এ ক্লিক করবেন।
  6. এবার আপনাকে আইডি ভেরিফিকেশন করতে হবে। Identify verification অপশনে ক্লিক করুন।
  7. প্রথমে আইডি কার্ডের সামনের এবং তারপর পিছনের ফটো তুলে সিলেক্ট করবেন।
    সাবমিট করার পর আপনার চেহারা ভেরিফিকেশনের অপশন আসবে। তাদের দেখানো সিগনাল অনুযায়ী চেহারা ভেরিফিকেশন করবেন।

ব্যাস তাহলেই কিছুক্ষণের মধ্যে আপনার একাউন্ট তারা এপ্রুভ করে নিবে।
আপনার একাউন্ট ভেরিফিকেশন হয়ে গেলে একাউন্টের ডিপোজিট করতে পারবেন। আর ডিফোজিট করার পর আপনি একটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

কার্ডের জন্য আবেদন

তাদের মূলত দুইটি কাজ রয়েছে। প্রথমটির অ্যাক্টিভেশন ১০ ডলার এবং দ্বিতীয়টির ১০০ ডলার। অর্থাৎ আপনি যদি ৫ ডলার ডিপোজিট করেন তাহলে আপনি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে ডিপোজিট এর সময় সতর্ক থাকবেন। আর ডিপোজিট এর ক্ষেত্রে usd পাঁচ ডলার ডিপোজিট করলেই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু usdt বা অন্য মাধ্যমে ডিপোজিট করলে আপনার প্রয়োজন হবে ১০ ডলার।
এবার ডিপোজিট করে কার্ডের জন্য আবেদন করলে কিছুদিনের মধ্যে আপনার কার্ড পেয়ে যাবেন। এবং এই কার্ডটি দিয়ে কেনাকাটা করতে পারবেন। যেমন নেমচিপ থেকে ডোমেইন হোস্টিং, দারাজ ইত্যাদি।
আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। কোথাও কোন সমস্যা হলে আপনার জন্য রয়েছে কমেন্ট বক্স। তাছাড়া আপনি যদি একাউন্ট করার কথা ভাবেন তাহলে যেকোনো সমস্যায় টেলিগ্রাম এ যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য নিচে টেলিগ্রাম ইউজারনেম দেওয়া হয়েছে।

$5 withdraw

আপনি যদি সেখান থেকে একটি কার্ড সফলভাবে পেয়ে যান। তাহলে আপনি পাঁচ ডলার উইথড্র করার চেষ্টা করতে পারেন। আসলে তাদের ক্রিটিক্যাল নিয়ম কানুনের জন্য বিষয়টি কঠিন হলেও। আমরাও কম যাই না। আপনার দুটি মাধ্যমে উইথড্র করার চেষ্টা করতে পারেন।
(বিঃদ্রঃ উইথড্রোহ সম্পন্ন হওয়ার গ্যারান্টি দিতে পারি না। কারণ আমি এই বিষয়টি শুধু শুনেছি)
Bkash marcent: কিসে ইউটিউবার ভাইদের থেকে শুনেছি বিকাশ মার্চেন্ট একাউন্ট থাকলে নাকি উইথড্র করা সম্ভব। আসলে আমি ব্যাপারটা জানি না। তবে আপনি চাইলে চেষ্টা করতে পারেন। অবশ্যই ইউটিউব ফলো করবেন।

card to bkash : বিকাশের এই ফিচারের মাধ্যমে আপনি কার্ডের ডলারগুলো সরাসরি টাকায় বিকাশ আনতে পারেন। এই বিষয়েও আপনি ইউটিউব ঘাঁটাঘাটি করতে পারেন। তবে আপনি যে উইথড্র পারবেন এই গ্যারান্টি আমি কখনোই দেবো না।

সমস্যা

আসলে তাদের নিয়ম কানুন গুলো খুবই বাজে।
ডিপোজিট করার জন্য তেমন বেশি কারেন্সি নেই।
Usd থেকে অন্য কোন টোকেনে কনভার্ট করা যায় না।
উইথড্র সরাসরি মিনিমাম ১০ ডলার সাথে ফি কাটবে এক ডলার।
তাই শুধুমাত্র ভার্চুয়াল কার্ড ব্যবহার করার ইচ্ছা থাকলে কাজটি করবেন।আর এই অফার সম্পর্কে অনেকেই জানেন, আমি মূলত যারা জানেনা তাদের জন্য লিখলাম।

শেষ কথা

অনেকদিন পরে লিখতে বসলাম। Trickbd এখন আগের মত আসা হয় না। শেষ একটি ক্যাম্পেইনের পর trickbd হারিয়ে গেছে। শুধু ট্রিকবিডি নয়, এডসেন্স মার্কেটিং এখন YouTube ও chatgpt র পেটে।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর এইরকম অফার পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন।
টেলিগ্রাম চ্যানেল: Learn to Earn
যোগাযোগ: MDMAHABUBKHAN
ভিজিট: TRICKMI

3 days ago (Dec 29, 2024)

About Author (70)

Md Mahabub Khan
author

There is no age limit to education, you just need to be interested. Come to TrickBD to find out. My website Trickmi.com

Trickbd Official Telegram

4 responses to “RedotPay একাউন্ট খুললেই $5 বোনাস”

  1. Omar Faruk Contributor says:

    #Reported.
    টাইটেলে যা লিখলেন ভিতরে এসে দিলেন শর্ত। টাইটেলে উল্লেখ করা উচিত ছিলো।

    • Md Mahabub Khan Author Post Creator says:

      টাইটেল অনুযায়ী, একাউন্ট করলেই বোনাস পাবেন। আর না পাইলে আমি দিব।

      🤨

  2. cawen82950 Contributor says:

    Card nite koto dollar lagbe?

Leave a Reply

Switch To Desktop Version