ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম।



যেহেতু টাইটেল দেখেছেন, তাই বাড়তি কথা না বলে সোজা মেথডে আসি।

প্রথমে আপনাকে যেতে হবে নিচের লিংকে।

লিংকে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন

লিংকে প্রবেশ করার পর এখানে উপরে register for Microsoft 365 এ ক্লিক করুন

Username অনেক বেশি আনকমন আর random দিবেন।‌ যেমন: haiaka এ ধরনের। কারন common name ব্যবহৃত হলে ডুপ্লিকেট হিসেবে কাউন্ট করে রিজেক্ট মেরে দেয়। এরপর সেখানে get activation code এ ক্লিক করুন।

ছবির মতো কোডটি দেখাবে। এটি multi window এ অপেন হবে। আপনারা কপি করে back না দিয়ে multi window দিয়ে আগের পেইজে যাবেন।
এরপর im not robot এ ক্লিক করে register এ ক্লিক করুন।

ছবির মতো আইডি পাসওয়ার্ড screenshot+ copy করে নিবেন। এখান থেকে সাথে সাথে লগ‌ইন এ ক্লিক করুন।

আপনি login করবেন। তারপর পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলে এমন দেখাবে। কারন সদ্য generated তাই new password দিয়ে সেট করে নিবেন।

এরপর sign in এ ক্লিক করবেন। এরপর সব window ক্লিয়ার করবেন।


তারপর আবার Microsoft office এ লগ‌ইন করবেন।
এখানে বাম পাশে সবার উপরের ডটে ক্লিক করুন।

সেখান থেকে আউটলুকে ক্লিক করবেন।

এখন perplexity নেওয়ার পালা

এটি দুভাবে নিতে পারবেন। একটি আমার রেফারে আরেকটি আমার রেফার ছাড়া।রেফার করলে আমি আপনি দুজনেই ১ মাস ফ্রি পাবো। তবে রেফার ছাড়া খালি আপনি পাবেন। আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করি এই ছোট্ট উপকারটি করবেন।

রেফার সহ লিংক https://plex.it/referrals/KCNYWBGJ

যদি চান আপনি আমাকে ছাড়াই জয়েন করবেন তাহলে রেফার ছাড়া লিংক
https://www.perplexity.ai/referrals/join

এরপর ছবিতে আপনার edu mail দিন। অবশ্য‌ই আরেকটি ব্রাউজারে অপেন করবেন। সেটি ক্লেইম করলেই আপনার outlook এ মেইল চলে আসবে। সেটি দিয়ে perplexity login করূন।

দেখুন আমার perplexity pro চলে আসছে।


নোট: অবশ্য‌ই আপনাকে perplexity তে লগ‌ইন করতে হবে edu mail দিয়ে। অনেকে ভুল বুঝবেন আপনার edu mail এর সাথে সাথে মেসেজ আসার ব্যাপারটি।
১.perplexity তে edu mail দিয়ে লগ‌ইন
২. লিংক থেকে অফার ক্লেইম
৩. তারপর আবার perplexity তে edu mail দিয়ে লগ‌ইন।

তো, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের উপকারে আসবে। জলদি ক্লেইম করুন বন্ধ হয়ে যাওয়ার আগে। ধন্যবাদ।
আজকের ডেইটের মধ্যেই ক্লেইম করার ট্রাই করুন।

11 thoughts on "Microsoft এপ্রুভ .edu মেইল+ perplexity one month মেথড [জলদি করুন 🔥🔥]"

  1. Avatar photo Cyber Grindelwald Author Post Creator says:
    কারো‌ code এ সমস্যা হলে vpn ব্যবহার করূন+ ব্রাউজার ক্লিয়ার করুন।

    সাথে cookie দিলাম। J2TEAM extension যোগ করে ব্যবহার করতে পারেন

    https://mega.nz/file/NGsgnSra#DZpmdHxmIO9Zo-uaX8ZnD00Sajs1H7Yd9KrlQkHBrVY

  2. Avatar photo Tech Lover Author says:
    Microsoft 365 কি প্রিমিয়াম হবে এই প্রসেস এ?
  3. Avatar photo Md Kayum Islam Contributor says:
    Activation code koi pabo
    1. Avatar photo Cyber Grindelwald Author Post Creator says:
      Server crash করেছে। Fix হলে। কমেন্টে cookie দেয়া আছে। Import করে perplexity premium ইউজ করতে পারবেন
  4. Avatar photo Md Kayum Islam Contributor says:
    vpn use korleo to hoina. Error 1101 Ray ID: 94c0b92b2bf75f54 • 2025-06-07 14:08:45 UTC
    Worker threw exception ase
  5. Avatar photo Cyber Grindelwald Author Post Creator says:
    Site all fixed & live now.
  6. Avatar photo Tareq Aziz Author says:
    এই mail দিয়ে কী কী সুবিধা পাওয়া যাবে?
  7. Avatar photo Fazle Rabby Contributor says:
    Activation code error ashe
    1. Avatar photo Cyber Grindelwald Author Post Creator says:
      রাতের দিকে ট্রাফিক থাকে বেশি। সকালে ট্রাই করিয়েন।
  8. Avatar photo Nishat Contributor says:
    Sei chilo

Leave a Reply