Site icon Trickbd.com

গ্রামিণ সিমে বিকাশ একাউন্ট থেকে নিজে বা প্রিয় জনকে Mobile Recharge করে দিয়ে জিতে নিন ৩০০ থেকে ১০০০ টাকা ক্যাশব্যাক

বিকাশ গ্রাহকরা গ্রামীণফোন নাম্বারে রিচার্জেই করে নিয়ে নিন মেগা ক্যাশব্যাক অফার। নিজের বা প্রিয়জনের গ্রামীণফোন নাম্বারে রিচার্জ বিকাশ করে প্রতিদিন ৭০০ জন সর্বোচ্চ রিচার্জকারী বিকাশ গ্রাহক জিতে নিচ্ছেন ১,০০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

অফার চলাকালে বিকাশ থেকে যেকোনো গ্রামীণফোন প্রিপেইড, পোস্টপেইড ও স্কিটো নাম্বারে রিচার্জ করা যাবে।

বিকাশ অ্যাপ ও *247# ডায়াল করে মোবাইল রিচার্জে করে এই অফারটি উপভোগ করা যাবে। সফল লেনদেনের ৩ কর্মদিবসের মাঝে ক্যাশব্যাক পাবেন।

আফার চলবে আগামী ৩১এ ডিসেম্বর পর্যন্ত দিন রাত ২৪ ঘন্টা মোবাইল Recharge করতে পারবেন কোনো ধরনের লিমিট নেই.!

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ