Site icon Trickbd.com

??বিকাশে ১৫ টাকা রিচার্জে ৪৫ টাকা ক্যাশব্যাক এবং ১০ টাকা রিচার্জে ৩০ টাকা ক্যাশব্যাক ??

Unnamed

বছরের শেষে বিকাশ নিয়ে এলো ধামাকা মোবাইল রিচার্জ ক্যাশব্যাক অফার। বিকাশ দিচ্ছে ১৫ টাকা রিচার্জে ৪৫ টাকা ক্যাশব্যাক এবং ১০ টাকা রিজার্জে ৩০ টাকা ক্যাশব্যাক??। বেশি কিছু বলতে চাচ্ছি না। সরাসরি দেখাচ্ছি কিভাবে এই অফারটি নিবেন। 

আপডেটেডঃ অফারটি সবাই পাবেন না। অফারটি শুধু নির্দিষ্ট কিছু গ্রাহক জন্য

প্রথমে বিকাশ অ্যাপে লগিন করুন। এরপর নিচের মতো দুইটি একটি অফার দেখতে পারবেন। সেখানে লেখা থাকবে ১৫ রিচার্জে ৪৫ টাকা ক্যাশব্যাক আর আরেকটিতে ১০ টাকা রিচার্জে ৩০ টাকা ক্যাশব্যাক।

অর্থাৎ আপনারা দুটো অফারই নিতে পারবেন। তো আমি একটা দিয়ে দেখাচ্ছি। 

→ অফারের উপর ক্লিক করুন

→ এরপর নাম্বার এবং অপারেটর দিয়ে টাকা ১৫ টাকা দিন।

→ এরপর আপনার পাসওয়ার্ড দিন।

→ এরপর ট্যাপ করে ধরুন

এবার ৩০ মিনিট থেকে ১ ঘন্টা অপেক্ষা করুন তাহলে ক্যাশব্যাক পেয়ে যাবেন??

Exit mobile version