Bkash অ্যাপ এ Visa কার্ড সেভ করে প্রথম বার অ্যাড মানি করলে পাচ্ছে ১০০ টাকা বোনাস.!

এখন বিকাশ অ্যাপ এ Visa কার্ড সেভ করুন নিমেষে আর বার বার কার্ড এর তথ্য দিয়ে অ্যাড মানি করতে হবে বা আর বিকাশ অ্যাপ Visa কার্ড এর সকল তথ্য সেভ করে প্রথম দুই বার অ্যাড মানি করলে পাচ্ছেন ১০০ টাকা বোনাস।

Visa কার্ড সেভ করে প্রথম বার ১০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলে পাবে ৫০ টাকা বোনাস এবং অফার চলাকালীন দুই বার ১০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলে পাবেন ৫০+৫০=১০০ টাকা বোনাস।

অ্যাড মানি করতে বিকাশ অ্যাপ এ ঢুকে অ্যাড মানি অপশন সিলেষ্ট করুন।

তার পর কার্ড টু বিকাশ অপশন সিলেষ্ট করুন

তার পর ভিসা অপশন সিলেষ্ট করুন

তার পর টাকা পরিমাণ দিয়ে proceed এ ক্লিক করুন।

তার পর Save অপশন এ ক্লিক করুন।

তার পর কার্ড এর তথ্য সঠিক ভাবে দিয়ে অ্যাড মানি সম্পন্ন করে নিন।

অফার এর শর্ত.!

  • অফারটি সে সকল গ্রাহক পাবে যে সকল গ্রাহক এর আগে ভিসা কার্ড থেকে আগে অ্যাড মানি করেনি.!
  • যার এর আগে ভিসা কার্ড থেকে আগে অ্যাড মানি করেছে তারা আর অ্যাড মানি করলে বোনাস পাবেন না.!
  • সেভ অপশনে ট্যাপ করে অ্যাড মানি করার পর বোনাস পাবেন আর সেভ অপশনে ট্যাপ না করলে কিন্তু বোনাস পাবেন না.!
  • অফার চলাকালীন প্রতিবার ৫০ টাকা করে সর্বমোট ১০০ টাকা বোনাস পাওয়া যাবে.!
  • অফার চলাকালীন দুইবার অফারটি উপভোগ করা যাবে.!
  • গ্রাহকের বিকাশ একাউন্টে লেনদেনের ৩ কার্যদিবসের মধ্যে বোনাস পাওয়া যাবে.!
  • অফারটি চলবে আগামি ৩১ মার্চ পর্যন্ত.!

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

2 thoughts on "Bkash অ্যাপ এ Visa কার্ড সেভ করে প্রথম বার অ্যাড মানি করলে পাচ্ছে ১০০ টাকা বোনাস.!"

    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ধন্যবাদ

Leave a Reply