Site icon Trickbd.com

দেশের সব অপারেটর নিয়ে আসলো আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজ

বিটিআরসি এর অনুমতি সপক্ষে দেশের সব সিম অপারেটর নিয়ে এসে আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ। নির্দিষ্ট ইন্টারনেট প্যাক কিনলে থাকবে না কোনো ধরনের মেয়াদ। যা দিন রাত ২৪ ঘন্টা ব্যবহার করতে পারবেন।

আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ বিটিআরসি এর অনুমতিতে যে সকল সিম অপারেটর চালু করে তা হচ্ছে দেশে ১ নাম্বার সিম অপারেটর গ্রামিণফোন, রবি, বাংলালিংক এবং টেলিটক কিন্তু আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে এয়ারটেল এর কাছ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাওয়া যাইনি.!

Gp Internet Packages with Unlimited Validity:

গ্রামিণফোন বর্তমান ২টি ইন্টারনেট প্যাকেজ চালু করেছেম একটি টি হচ্ছে আনলিমিটেড মেয়াদে আর অন্য হচ্ছে প্রতিদিনের জিবি প্যাক।

★ আনলিমিটেড প্যাকেজ এর মেয়াদ থাকবে ৩৬৫ দিন যা দিন রাত ২৪ ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং এমবি যতক্ষণ শেষ হইনি ততক্ষণ ব্যবহার করতে পারবেন।

★ প্রতিদিনের জিবি প্যাক প্যাকেজ এ একটু ভিন্নতা রয়েছে। প্রতিদিনের জিবি প্যাক প্যাকেজ এর মেয়াদ থাকবে ৩০ দিন কিন্তু প্রতি দিন ১ জিবি করে ব্যবহার করতে পারবেন এর বেশি না

আনলিমিটেড প্যাকেজ

★ ৫ জিবি ইন্টারনেট ৪৪৯ টাকায় আনলিমিটেড মেয়াদে (৩৬৫ দিন)

★ ১৫ জিবি ইন্টারনেট ১০৯৯ টাকায় আনলিমিটেড মেয়াদে (৩৬৫ দিন)

 

প্রতিদিনের জিবি প্যাক

★ ডেইলি ১ জিবি প্যাক ৩৯৯ টাকা ৩০ দিন মেয়াদে (১ জিবি/দিন)

★ ডেইলি ২ জিবি প্যাক ৬৪৯ টাকা ৩০ দিন মেয়াদে (২ জিবি/দিন)

 

আরো বিস্তারিত জানতে Grameenphone এর Website

 

Robi Internet Packages with Unlimited Validity:

রবি বর্তমান ১টি আনলিমিটেড মেয়াদে প্যাক চালু করেছে

★ ১০ জিবি ইন্টারনেট ৩১৯ টাকায় আনলিমিটেড মেয়াদে (৩৬৫ দিন)

 

Banglalink Internet Packages with Unlimited Validity:

বাংলালিংক বর্তমান ১টি আনলিমিটেড মেয়াদে প্যাক চালু করেছে

★ ৫ জিবি ইন্টারনেট ৩০৬ টাকায় আনলিমিটেড মেয়াদে (৩৬৫ দিন)

বিস্তারিত পরে আসতেছে

 

Teletalk Internet Packages with Unlimited Validity:

টেলিটক বর্তমান ২টি আনলিমিটেড মেয়াদে প্যাক চালু করেছে

★ ২৬ জিবি ইন্টারনেট ৩০৯ টাকায় আনলিমিটেড মেয়াদে

★ ৬ জিবি ইন্টারনেট ১২৭ টাকায় আনলিমিটেড মেয়াদে

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ