Site icon Trickbd.com

দেখুন কিভাবে মাত্র ৩৫০ টাকায় কিভাবে ১ বছরের জন্য .com Domain নিবেন

Unnamed

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে দারুন একটি অফার শেয়ার করবো।
একটি Website বানানোর জন্য Domain খুব প্রয়োজনীয় জিনিস। সেই ডোমেইনটি যদি TLD ( TOP LEVEL DOMAIN) হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। .com Domain হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় TLD Domain. এই ডোমেইন কেনার জন্য আপনাকে এক বছরের জন্য নিলে 6-12$ অব্দি খরচ করতে হয়। বেশির ভাগ 8/9$ লাগে প্রায় জায়গায়। দেশিও প্রোভাইডার থেকে নিলে ৮০০-১০০০ এর মত লাগে।

তবে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি সাইট শেয়ার করবো যেখান থেকে আপনি মাত্র 350 Tk টাকা দিয়ে ১ বছরের জন্য .com Domain নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে নিবেন।

প্রথমে এই লিংকে গিয়ে একটি নতুন Account খুলে লগিন করে নিন।
Click Here – Click Here

এবার বাম পাশের মেনু তে ক্লিক করে Domains লিখায় ক্লিক দিয়ে
Register a New Domain এ ক্লিক দিন।

আপনার পছন্দের Domain Select করে Add to Cart করে Continue করুন

এবার একটু নিচেরদিকে নেমে আসুন। Promotion Section এ Coupon হিসেবে COM350 বসিয়ে Validate Code এ ক্লিক দিন।

আপনার Domain এর প্রাইস 650 থেকে 350 টাকা হয়ে যাবে। মানে 300 Tk Discount পাবেন।

তারপরে নিচের দিকে এসে আপনি যেভাবে পেমেন্ট করতে চান সেটা সিলেক্টেড করুন। Amar Pay এর মাধ্যমে সহজেই পেমেন্ট করতে পারেন।

Additional Information এ Trickbd Afnan দিবেন। তাহলে আপনার অর্ডার খুব তাড়াতাড়ি এক্টিভ হবে।

পেমেন্ট কম্পলিট করে আবার My Domain এ আসলে আপনার Domain দেখতে পারবেন Pending এ আছে। কিছুক্ষণ অপেক্ষা করুন

যে মেইল দিয়ে একাউন্ট খুলেছিলেন সেটায় Domain Confirmation Email পাবেন Domain Active হবার পরে।

এখানে আপনি একসাথে অনেকরকম সুবিধা পাবেন। আপনি খুব কম দামে ভালো স্পিড এর হোস্টিং ও নিতে পারবেন। এছাড়া আপনি চাইলে নিজে রিসেলার হোস্টিং কিনে নিজের হোস্টিং সার্ভিস চালু করতে পারেন।
আমি নিজে ৩ বছর ধরে এদের সার্ভিস নিচ্ছি।সবসময়ই ভালো সাপোর্ট পাবেন। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি অনেকের এই অফারটা কাজে লাগবে।
More Post : Free Netflix Account

তো এই পোস্ট এখানেই শেষ করছি।কোনো ভুল থাকলে তা দেখিয়ে দিবেন।আর বুঝতে অসুবিধা হলে বা কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।

Connect With Me

Facebook  –  Ahmed Afnan

YouTube CCXEN ( ভালো লাগলে SubsCribe করবেন।

  এরকম আরো Tips & Trick পেতে জয়েন করুন আমার Telegram গ্রুপে 

Join Telegram Channel  –  CCXEN COMMUNITY