নগদ এ ফাটাফাটি অফার ২০০ টাকা বোনাস। এই অফারটি নগদ এর সকল গ্রাহক উপভোগ করতে পারবেন।

নগদ একাউন্ট এ নগদ অ্যাপ দিয়ে প্রথমবার ভিসা কার্ড সেভ করে ২০০০ হাজার বার তার বেশি পরিমাণ এর টাকা অ্যাড মানি করলে পাবেন ২০০ টাকা বোনাস। অফারটি শুধু মাত্র ভিসা কার্ড থেকে প্রথম বার অ্যাড মানি করলে বোনাস পাওয়া যাবে।

এর আগে নগদ একাউন্ট থেকে অ্যাড মানি করলে বোনাসটি আর পাওয়া যাবে। এক জন গ্রাহক শুধু মাত্র একবারি বোনাস পাবেন। আপনি যদি সঠিক ভাবে অ্যাড মানি সম্পন্ন করে থাকেন তো অ্যাড মানি করার দিন থেকে ৩ দিন এর মধ্যে বোনাস আপনার নগদ একাউন্ট এ পেয়ে যাবে.?

 

অফারটি চলবে আগামি ১৫ জুলাই পর্যন্ত।

নগদ অ্যাপ এ ঢুকে অ্যাড মানি অপশন এ ক্লিক করুন।

কার্ড টু নগদ এ ক্লিক করুন।

Visa তে ক্লিক করুন।

তার পর এখানে ক্লিক করুন।

তার পর টাকার পরিমাণ আর E-mail Address দিয়ে পরবর্তী তে ক্লিক করুন

তার পর আপনার ভিসা কার্ড এর তথ্য দিয়ে অ্যাড মানি করে নিন ( নিজের Security & Privacy এর জন্য দেখালাম না)

প্রমাণঃ

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

4 thoughts on "Nagad Account থেকে ফ্রি তে ২০০ টাকা বোনাস নিয়ে নিন সবাই পাবেন (শর্ত প্রযোজ্য)"

  1. Avatar photo Anisur Rahman Apu Contributor says:
    সবাই এই জিনিস টা খেয়াল করিয়েন যে একটা ভিসা দিয়ে একবারই বোনাস পাবেন!
    1. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      হ্যাঁ
  2. Avatar photo MD Nazmul Hasan Contributor says:
    Cellphin থেকে এড মানি করলে কি এই বোনাস পাবো?
    1. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      Na shudhu visa

Leave a Reply