Site icon Trickbd.com

স্কয়ার ও থাইরোকেয়ারের স্বাস্থ্য পরীক্ষার খরচ নগদের মাধ্যমে পরিশোধ করলেই পাচ্ছেন ক্যাশব্যাক (দীঘমেয়াদী অফার)

Unnamed

স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য চিকিৎসার পেমেন্ট করলেই পাচ্ছেন ক্যাশব্যাক(দীঘমেয়াদী অফার)


মোবাইল ব্যাংকিংয়ের আরও একটি নাম হলো নগদ । ইউজারদের সুবিধাথে নানা ধরনের ব্যাবস্থা করে চলেছে বাংলাদেশের এই অন্যতম প্রতিষ্ঠান । মোবাইল রিচাজ থেকে শুরু করে পেমেন্ট করার ব্যাবস্থা আয়োজন করেছে নগদ । শুধু তাই নয়, পেমেন্ট করার পর আপনি ক্যাশব্যাকও পেতে পারেন ।

বতমানে বাংলাদেশের অধিকাংশ মানুষই বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় জজরিত হয়ে পড়েছেন । আর এজন্য তাদেরকে প্রতিনিয়ত প্রচুর অথও খরচ করতে হচ্ছে যা তাদের আয়ের সমতুল্যও হচ্ছে না । তাদের জন্যই দীঘমেয়াদী কিছু ক্যাশব্যাক অফার চালু করেছে নগদ । নগদের অফারসমূহ নিম্নে বণিত করা হলো :-

হেলথ চেকআপে ক্যাশব্যাক :-

স্কয়ার হসপিটাল থেকে
নির্দিষ্ট হেলথ চেকআপ প্যাকেজে নগদ পেমেন্টে করলে পাবেন স্পেশাল ক্যাশব্যাক । এই অফার অনুযায়ী নগদের মাধ্যমে পেমেন্ট করলে ৬০৯০ টাকার হেলথ প্যাকেজ ৫০০০ টাকায় । অথাৎ৬০৯০ টাকায় ১০৯০ টাকা ক্যাশব্যাক অফার পাবেন ।

মেয়াদ : অফারটি ৩১ ডিসেম্বর,
২০২২ পর্যন্ত চলবে অথাৎ এই বছরের শেষ পযন্ত ।

নগদের অফিসিয়াল পেজ থেকে এ সম্পকে আপনারা বিস্তারিত দেখতে পারেন এবং নগদ টিমকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন ।

বিস্তারিত: স্কয়ার হসপিটালের চিকিৎসা পেমেন্টে ক্যাশব্যাক


হেলথ টেস্টে ক্যাশব্যাক :-


Thyrocare(থাইরোকেয়ার) Bangladesh-এ
যেকোন হেলথ টেস্ট
সার্ভিসের পেমেন্ট
নগদের মাধ্যমে পরিশোধ করলেই পাচ্ছেন ২৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক । অথাৎ ১০০ টাকায় ক্যাশব্যাক পাবেন ২৫টাকা । এই অফারটি ৩১ আগস্ট, ২০২২

পর্যন্ত চলবে ।

বিস্তারিত জানুন এবং জিজ্ঞাসা করুন আপনার প্রশ্নটি নগদের ওয়েবসাইট থেকে: থাইরোকেয়ারের সাস্থ্য পরীক্ষায় নগদ পেমেন্টে ২৫% ক্যাশব্যাক

আজ এখান থেকেই বিদায় নিচ্ছি । সবাইকে সালাম জানাই ।