দারাজ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সরবরাহ প্রতিষ্ঠান এবং অনলাইন দোকান। এই অনলাইন দোকান এ সব ধরনের পণ্য পাওয়া যাই। যে সব জিনিসপত্র মানুষ এ প্রয়োজন পরে যে সব জিনিসপত্র এখানে পাওয়া যাই। আর এই অনলাইন শপ থেকে বাংলাদেশ এর যে কোনো সিম অপারেটর এ মোবাইল রিচার্জ ও করা যাই খুব সহজেই.!
এখন দারাজ অ্যাপ বা দারাজ ওয়েবসাইট এ নতুন একাউন্ট খুলে যে কোনো সিম যে কোনো পরিমাণ এর প্রথম বার মোবাইল রিচার্জ করলে পাবেন 20% Discount.! অফারটি চলাকালীন শুধু মাত্র একবারি Discount পাওয়া যাবে.!
এই অফারটি পেতে হলে আপনাকে নতুন একাউন্ট খুলতে হবে। শুধু মাত্র নতুন একাউন্ট এর ক্ষেত্রে অফারটি পাবেন.!
- প্রথমে এ এখানে ক্লিক করে নতুন একাউন্ট খুলে নিন.!.
- তার পর এখানে ক্লিক করুন.!
তার পর যে নাম্বার এ মোবাইল রিচার্জ করবেন সে নাম্বারটি প্রদান করুন।
তার পর সিম অপারেটর সিলেষ্ট করে দিন।
তার পর আপনি কত টাকা মোবাইল রিচার্জ করবেন তা সিলেষ্ট করে দিন।
তার পর এই Box এ লিখুন TOPUPN50
এখন দেখেন ২০% ডিসকাউন্ট পেয়ে গিয়েছেন।
এবার Top Up Now তে ক্লিক করুন।
তার পর কিসের মাধ্যমে পেমেন্ট করবেন তা সিলেষ্ট করে দিয়ে আপনার মোবাইল ব্যাংকিং এর একাউন্ট নাম্বার দিয়ে দিন।
তার পর আপনার মোবাইল ব্যাংকিং একাউন্ট নাম্বার এ Verify Code যাবে প্রদান করুন।
তার পর আপনার মোবাইল ব্যাংকিং একাউন্ট এর পিন নাম্বার প্রদান করে লেনদেন সম্পন্ন করে নিন।
প্রমাণঃ
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!
বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন