স্বাগতম!

শুরু করছি আজকের পোস্ট।

আজকের পোস্ট টা হচ্ছে বিকাশ এর অফার নিয়ে ।

বিকাশ কিঃ বিকাশ বাংলাদেশের ব্যাংকিং সুবিধার আওতাধীন ও বহির্ভূত উভয় শ্রেণীর মানুষকে মোবাইল ফোনের মাধ্যমে পেমেন্ট এবং অর্থ স্থানান্তর পরিষেবাগুলি নিরাপদ, সুবিধাজনক এবং সহজ উপায় সরবরাহ করে। বিকাশ ২০১০ সালে, ব্র্যাক ব্যাংক লিমিটেড, বাংলাদেশ এবং মানি ইন মোশন এলএলসি, ইউএসএ এর একটি যৌথ উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে।

আজকের অফার হচ্ছে বিকাশ এ কার্ড  থেকে ৫০০ টাকা এ্যাড মানি করে নিয়ে  ৫০ টাকা ক্যাশব্যাক।
ক্যাশব্যাক পাবেন এ্যাড মানি করার পরবর্তী কার্যদিবসে।
– কার্ড টু বিকাশ-এ ৫০ টাকা ক্যাশব্যা
কার্ড থেকে বিকাশ-এ ৫০০ টাকা অ্যাড মানি (কার্ড টু বিকাশ) করলে ৫০ টাকা ক্যাশব্যাক, ১ বার
ক্যাশব্যাক পাবেন লেনদেনের পরবর্তী কার্যদিবসের মধ্যে।
অফারটি শুধু ২৮ নভেম্বর, ২০২২ এর জন্য প্রযোজ্য।
তবে এই অফার সবার জন্য নয়। যাদের বিকাশ-অ্যাপে নোটিফিক্যাশন আসছে অথবা এসএমএস আসছে তারাই কেবল এই অফার এর জন্য এলিজিবল থাকবে।
তাই অফার টি নেওয়ার আগে অবশ্যই একবার চেক করে নিবেন।

এখন প্রশ্ন যদি এরকম ই হয় তাহলে আপনার এই পোস্ট করার কি দরকার পড়লো, সবার তো তাহলে জানার কথা।
উত্তর না, এসএমএস বা নোটিফিক্যাশন আসার পরেও সবার ওখানে পৌছায় না। আবার কেউ কেউ হয়তো অনেক নোটিফিকেশন এর ভিরে দেখতেই পান না বা একসাথে সব নোটিফিক্যাশান ডিলেট করে দেন, তাই কেউ কেউ জানতে পারে না কিন্তু ট্রিকবিডি নিয়োমিতো ভিজিট করে, তাহলে এই অফার সম্পর্কে জানতে পারবে।
অফার টি আপনার জন্য প্রযোজ্য আছে কিনা তা জানার জন্য সিম্পলি বিকাশের লাইভ চ্যাট থেকে একটু জেনে নিবেন।


ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

আর হ্যা, পোস্টটি কারো অপছন্দ হলে অযাথা গালিগালাস করবেন না, এতে ট্রিকবিডি কমিউনিটি খারাপ হতে পারে। নতুন ইউজার রা ব্যাড রিভিউ করতে পারে। তাই আসুন সবাই সংযত ভাষায় কথা বলি।

একান্ত অপছন্দ হলে রিপর্ট করতে পারেন।

সৌজন্যেঃ Today Result






18 thoughts on "কার্ড থেকে বিকাশ-এ ৫০০ টাকা অ্যাড মানি (কার্ড টু বিকাশ) করলে ৫০ টাকা ক্যাশব্যাক। তো আর দেরি কেনো, এখুনি নিয়ে ‍নিন ৫০ টাকা ক্যাশব্যাক।"

    1. S Contributor says:
      ??
    2. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে
  1. Avatar photo Sk Shipon Author says:
    আমি নিয়েছি এই অফার।
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      ধন্যবাদ
  2. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
    যেসব অফার সবাই পাবে সে সব অফার নিয়ে পোস্ট করার চেষ্টা করবেন. ব্রো !
  3. Avatar photo MD Shakib Hasan Author says:
    যেটা সবাই পাবে সেটা নিয়ে পোস্ট করবেন
  4. Avatar photo ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    এইরকম অফার নিয়ে পোস্ট শুরু করলে ভাই প্রতিদিন 10/15 টা অফার পোস্ট করা যায়। যেই অফারগুলো সবাই পাবে এমন অফার পোস্ট করার চেষ্টা করুন।
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      আমার মনে হয় এ্যাড মানির অফারটা সবার জানা দরকার
    2. Tik kotha… Ekane onekei top commenter howar jonno esob post e encourage kore…. Trickbd admin asob dekeo na… Karon esob offer related post besi reach pai
    3. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      হতে পারে আপনার অসুবিধা কিন্তু অন্য আর এক জনের জন্য খুশির সংবাদ ও হতে পারে।
  5. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    কার্ড নাই ভাই সমস্যা এটাই
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      সেলফিন থেকে করেন পাবেন।
    2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
      সেলফিন থেকে কার্ড পাবো কিভাবে?
  6. Hridoyhasan Contributor says:
    টাইটেল ঠিক করুন,এটা সবার জন্য না।
    রিপোর্টেড
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      সব আলোচনা করা আছে, পোস্টে লেখার কি আছে???
      পোস্ট এ লিখে দিলে কি আপনি এই পোস্ট দেখতেন না????
      আসল ব্যাপার তো লাইভ চ্যাট এ যা পোস্ট এ আলোচনা করেছি, টাইটেল এ বললেই কি সব বোঝা যায়???

Leave a Reply