স্বাগতম!

শুরু করছি আজকের পোস্ট।

আজকের পোস্ট টা হচ্ছে বিকাশ এর অফার নিয়ে ।

বিকাশ কিঃ বিকাশ বাংলাদেশের ব্যাংকিং সুবিধার আওতাধীন ও বহির্ভূত উভয় শ্রেণীর মানুষকে মোবাইল ফোনের মাধ্যমে পেমেন্ট এবং অর্থ স্থানান্তর পরিষেবাগুলি নিরাপদ, সুবিধাজনক এবং সহজ উপায় সরবরাহ করে। বিকাশ ২০১০ সালে, ব্র্যাক ব্যাংক লিমিটেড, বাংলাদেশ এবং ড়েসুলতন মোশন এলএলসি, ইউএসএ এর একটি যৌথ উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে।

যেহেতু অফারটি যেকোনো পরিমান টাকা ব্যাংক টু বিকাশ এর ক্ষেত্রে তাই সর্বনিম্ন ৫০ টাকা ব্যাংক থেকে এ্যাড মানি করলে পাওয়া যাবে ১৬ টাকা ক্যাশব্যাক। আজকের অফার হচ্ছে বিকাশ এ ব্যাংক থেকে ৫০ টাকা এ্যাড মানি করে নিয়ে নিন ১৬ টাকা ক্যাশব্যাক।
ক্যাশব্যাক পাবেন এ্যাড মানি করার পরবর্তী কার্যদিবসে।
– ব্যাংক টু বিকাশ-এ ১৬ টাকা ক্যাশব্যাক
ব্যাংক থেকে বিকাশ-এ ৫০ টাকা অ্যাড মানি (ব্যাংক টু বিকাশ) করলে ১৬ টাকা ক্যাশব্যাক, ১ বার।
ক্যাশব্যাক পাবেন লেনদেনের পরবর্তী কার্যদিবসের মধ্যে।
অফারটি ৩১ নভেম্বর, ২০২২ পর্যন্ত প্রযোজ্য।
তবে এই অফার সবার জন্য নয়। যাদের বিকাশ-অ্যাপে নোটিফিক্যাশন আসছে অথবা এসএমএস আসছে তারাই কেবল এই অফার এর জন্য যোগ্য থাকবে।
তাই অফার টি নেওয়ার আগে অবশ্যই একবার চেক করে নিবেন।

এখন প্রশ্ন যদি এরকম ই হয় তাহলে আপনার এই পোস্ট করার কি দরকার পড়লো, সবার তো তাহলে জানার কথা।
উত্তর না, এসএমএস বা নোটিফিক্যাশন আসার পরেও সবার ওখানে পৌছায় না। আবার কেউ কেউ হয়তো অনেক নোটিফিকেশন এর ভিরে দেখতেই পান না বা একসাথে সব নোটিফিক্যাশান ডিলেট করে দেন, তাই কেউ কেউ জানতে পারে না কিন্তু ট্রিকবিডি নিয়োমিতো ভিজিট করে, তাহলে এই অফার সম্পর্কে জানতে পারবে।
অফার টি আপনার জন্য প্রযোজ্য আছে কিনা তা জানার জন্য সিম্পলি বিকাশের লাইভ চ্যাট থেকে একটু জেনে নিবেন।
নিচের লেখাটুকু কপি করে লাইভ চ্যাটে পেস্ট করে দিয়ে জানতে চান, তাহলে আপনাকে জানিয়ে দিবে যে এই অফারটি আপনার জন্য আছে কিনা। জাস্ট এক মিনিটের ব্যাপার।
নামঃ (Your Name)
নাম্বারঃ (Your bKash Number)
বিকাশে যেকোনো পরিমাণ ব্যাংক টু বিকাশ এ ১৬ টাকা ক্যাশব্যাক, এই অফারটি কি আমার জন্য প্রযোজ্য??
অফারটি কি আমার জন্য আছে?


ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

আর হ্যা, পোস্টটি কারো অপছন্দ হলে অযাথা গালিগালাস করবেন না, এতে ট্রিকবিডি কমিউনিটি খারাপ হতে পারে। নতুন ইউজার রা ব্যাড রিভিউ করতে পারে। তাই আসুন সবাই সংযত ভাষায় কথা বলি।

একান্ত অপছন্দ হলে রিপর্ট করতে পারেন।

সৌজন্যেঃ Today Result

লেখক ওয়েবঃ NewsProBD
















10 thoughts on "ব্যাংক থেকে বিকাশ-এ ৫০ টাকা অ্যাড মানি (ব্যাংক টু বিকাশ) করলে ১৬ টাকা ক্যাশব্যাক। তো আর দেরি কেনো, এখুনি নিয়ে ‍নিন ১৬ টাকা ক্যাশব্যাক।"

  1. Avatar photo TAHER Author says:
    ওখানে লিখাই আছে শুধুমাত্র আপনার জন্য।
    এটা পোস্ট করে লাভ আছে?
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      আমি ভাবতেছি দেশে এত অভিজ্ঞ লোক থাকতে দেশের এই হাল কেন?
      এত বেশি বুঝলে তো হবে না রে ভাই।
      যাদের জন্য অফারটি আছে, তাদের সবাইকে বলবে অফারটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য।।।।।।
    2. Avatar photo TAHER Author says:
      আপনিও একটু বেশি বুঝিতেছেন।
      সরি, বুদ্ধিজীবী ভাই আমাদের ?
  2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    অফার টা শুধু আপনি পাবেন অন্য সবাই পাবে না সুতরাং পোস্ট না করলেও পারতেন
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      আমি ভাবতেছি দেশে এত অভিজ্ঞ লোক থাকতে দেশের এই হাল কেন?
      এত বেশি বুঝলে তো হবে না রে ভাই।
      যাদের জন্য অফারটি আছে, তাদের সবাইকে বলবে অফারটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য।।।
  3. mrfarhanisrak Levi Author says:
    এইটা তো সবার জন্য না।
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      আমি ভাবতেছি দেশে এত অভিজ্ঞ লোক থাকতে দেশের এই হাল কেন?
      এত বেশি বুঝলে তো হবে না রে ভাই।
      যাদের জন্য অফারটি আছে, তাদের সবাইকে বলবে অফারটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য।
    2. mrfarhanisrak Levi Author says:
      পোস্ট তো সবাই উদ্দেশ্যেই করেছেন।তাই না ?
    3. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      হ্যা, আপনি লাইভ চ্যাট থেকে দেখে নিতেন আপনার জন্য আছেন কিনা???
      যাদের জন্য অফারটি আছে, তাদের সবাইকে বলবে অফারটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য ।।।

Leave a Reply