Site icon Trickbd.com

টেন মিনিট স্কুলের “২৪ ঘণ্টায় কোরআন শিখি” কোর্স কিনুন অতিরিক্ত ২৮.৮ % ডিস্কাউন্টে

Unnamed

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

আমরা অনেকেই মনে করে থাকি কোরআন শেখা অনেক কঠিন এবং সময়সাপেক্ষ; যার ফলে আমাদের ভেতরে কাজ করে খানিকটা ভয় এবং সংশয়। কিন্তু আমরা কি জানি, বাংলা ভাষার মাধ্যমে সহজে কোরআন শেখার অনেকগুলো পদ্ধতি রয়েছে?

ঘরে বসে অনলাইনেই মাত্র ৩০ টি ক্লাসের মাধ্যমে আপনিও অনেক সহজে কোরআন শিখতে পারবেন টেন মিনিট স্কুলের ‘২৪ ঘন্টায় কোরআন শিখি’ কোর্স থেকে।

কোর্সটিতে আপনার জন্য থাকছে:

-ভিডিও লেকচার, কুইজ, নোট

-জটিল নিয়মের পরিবর্তে সহজে কোরআন শিক্ষা

-বাংলা ভাষা ব্যবহার করে সহজে আরবি শেখা

-কোরআনের সহজ ও সাবলীল ভাষায় বিবরণ।

কোর্স লিংকঃ ”২৪ ঘন্টায় কোরআন শিখি”

28.8% off
প্রোমো কোডঃ
QURAN890

সময়সীমা:
31-03-2023

আসলে আমাদের কোরআন শেখাটা অনেক জরুরী। কিন্তু সময়ের অভাবে তেমন শেখা হয় না। তাই এই রমজানে মাত্র ৩০ টি ক্লাস ঘরে বসে করে আমরা কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ

দেখুন ভাই আমরা যারা ছাত্র আছি এই সময়ে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। রমজান মাস চলছে। এই অবসর সময়কে কাজে লাগিয়ে কোরআন শিখে নিতে পারলে আমাদের নিজেদেরই লাভ।

এখন হাতে প্রচুর সময় আছে বলেই আমার লেখাটি পোড়ছেন।ভাই হয়তো একদিন ভালো চাকরি বা ব্যবসা করবে কিন্তু হাতে সময় থাকবে না। তখন হয়তো আপসোস করবেন হায় রে তখন যদি কোরআন শিখে নিতাম।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কোরআন শেখার তাওফিক দান করুক আমিন।

আমার ওয়েবসাইটঃ
বিকল্প বিদ্যালয়