Site icon Trickbd.com

EASILY – ক্যাপচা এন্ট্রি করে কিভাবে আয় করা যায়। সবাই পারবেন আসাকরি……

Unnamed

ক্যাপচা এন্ট্রি কী?

এটা খুবই সিম্পল একটা কাজ। বিভিন্ন ওয়েবসাইটে লগিন করতে গেলে দেখবেন একটা কোড আসে যেটা পাশে বা উপরের বক্সে টাইপ করে লগিন বা রেজিস্ট্রার করতে হয়। সেইটাকে বলে ক্যাপচা।

এখানে আপনি যখন কাজ শুরু করবেন তখন আপনাকে এই ধরণের কাজ করতে হবে। একটা একটা করে ক্যাপচা আসবে আর আমি দেখে দেখে শুধু টাইপ করবেন আর এন্টার চাপবেন।

আজ একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব।যেখানে ফ্রি
রেজিস্ত্রেশন করে কাজ করতে পারবেন।ওয়েবসাইট এর নাম Protypers.com

প্রোটাইপারস কি?

প্রোটাইপারস হচ্ছে ক্যাপচা এন্ট্রি কাজের ক্ষেত্র। এখানে রেজিস্ট্রার করে আপনি ক্যাপচা ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন। এদের ইন্টারফেস খুবই সুন্দর এবং সহজ। এখানে সাইনআপ করতে কোনো টাকা/পয়সা লাগে না।
সম্পূর্ণ ফ্রি প্রোটাইপারস রেজিস্ট্রেশন।

কীভাবে প্রোটাইপারসে কাজ করবো?

খুবই সহজ। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে লগিন করুন। তারপর “Start Working” বাটনে
ক্লিক করলে নতুন একটি পেজ
ওপেন হবে। ইমেজ লেখার পাশের ইমেজটি নিচের টেক্সট বক্সে দেবেন এবং এন্টার চাপবেন।

প্রতিটি ক্যাপচা এন্ট্রি করার জন্য ১৫ সেকেন্ড সময় পাবেন। তবে সাধারণত ৩-৫ সেকেন্ডেই হয়ে যায়।

আপনি যদি আরও দ্রুত কাজ

করতে চান তাহলেও এখানে ব্যবস্থা আছে। ওদের হাইস্পিড ওয়ার্ক বেটা সংস্করণ-এ ক্লিক করলে আরও দ্রুত ক্যাপচা পাবেন যদি আপনার নেট স্পীড ভালো হয়ে থাকে।

প্রোটাইপারস পেমেন্ট কীভাবে পাবো?

প্রোটাইপারস ৫ ধরণের পেমেন্ট মেথড সাপোর্ট করে। এতো বেশি পরিমাণ পেমেন্ট মেথড আর
কোনো ক্যাপচা ডাটা এন্ট্রি সাইটে আছে বলে আমার জানা নেই। অন্তত আমি যখন কাজ করতাম
তখনতো ছিলোই না। এগুলো হচ্ছে- পেপাল, ওয়েবমানি, ওয়েস্টার্ন ইউনিয়ন, পারফেক্ট মানি এবং পেয়যা (এলার্টপে)। প্রতিটি পেমেন্ট মেথড নিয়ে ভবিষ্যতে বিস্তারিত লেখার ইচ্ছে আছে।

যাইহোক, আপনি এই ৫টা পেমেন্ট মেথডের যেকোনো একটা ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে প্রতি সপ্তাহেই টাকা
উইথড্র করতে পারেন। মিনিমাম পেআউট মাত্র ১ ডলার।

প্রোটাইপারস-এর সুবিধা ক্যাপচা ডাটা এন্ট্রির সবচেয়ে বড়
সমস্যা হলো এখানে খুব ধীর গতিতে ক্যাপচা আসে।
ফলে এক হাজার এন্ট্রি করতে অনেক সময় লেগে যায়। কিন্তু
প্রোটাইপারসে এই সমস্যা একেবারেই নেই। আপনি যতো দ্রুত কাজ করতে পারবেন ততো
দ্রুত ক্যাপচা পেয়ে যাবেন। এটা অনেক বড় একটা সুবিধা
বলেই আমার কাছে মনে হয়। এছাড়াও এখানে কাজ
করতে পারেন নিশ্চিন্তে।

পেমেন্ট মিস হওয়ার কোনোই সম্ভবনা নেই।

ক্যাপচা ডাটা এন্ট্রিতে আয়ের পরিমাণ এটা যেহেতু আপনার দক্ষতা অর্থাৎ কী পরিমাণ কাজ করছেন তার উপর নির্ভর
করে সুতরাং আপনি যতো কাজ করবেন সেই অনুযায়ী টাকা পাবেন। এখানে প্রতি ১০০০ হাজার ক্যাপচা এন্ট্রি
করার জন্য মিনিমাম ০.৫০ ডলার এবং সর্বোচ্চ ১.৩৫ ডলার দিয়ে থাকে।

প্রোটাইপারসের অসুবিধা কাজের মূল্য খুবই কম। অবশ্য সব ডাটা এন্ট্রির কাজই কম মূল্যের। পরিশ্রমের তুলনায় কাজের আউটপুট খুবই সামান্য।

সুতরাং, কাজ শুরু করার আগে আবারও ভেবে নিন। যাই
হোক,ভাল থাকুন,সুস্থ থাকুন…নতুন। কিছু শেখার
আগ্রহকে পুঁজি করে এগিয়ে
যান অনেক অনেক দূর।এই শুভ কামনায় আজকের
মত বিদায় নিচ্ছি। আল্লাহ। হাফেজ ।

ভালো থাকবেন.. TrickBD.com-র সাথে থাকুন.. 🙂

** যদি আপনি পোস্টটি থেকে সামান্যতম উপকার পেয়ে থাকেন, তাহলে আমার সাইটটি প্লিজ ভিজিট করুণ – BDprozukti.Tk