Site icon Trickbd.com

এ্যাডসেন্স কি এবং কি ভাবে এ্যাডসেন্স পাবেন ?

Unnamed

এ্যাডসেন্স কি?

এ্যাডসেন্স

হল বিশ্ব বিখ্যাত গুগলের একটি
এডভারটাইজিং এজেন্সি। বিভিন্ন পন্যের/সেবার
প্রচার ও বিক্রয়ের জন্য বিভিন্ন ব্যাক্তি ও
প্রতিষ্ঠান এই এ্যাডসেন্স এর নিকট চুক্তিবদ্ধ। তারা
তাদের পন্য/সেবার প্রচার ও বিক্রয়ের জন্য
এ্যাডসেন্সকে অর্থ প্রদান করে। এডসেন্স তাদের
পন্য/সেবার বিজ্ঞাপন বিভিন্ন সাইটে প্রচার করে।
এই প্রচার বাবদ এ্যাডসেন্স কর্তৃপক্ষ তার প্রাপ্য
অর্থে একটি অংশ সাইটের মালিক গনকে প্রদান করে।
তাহলে কথা হল এডসেন্স কেন? এডসেন্স এর মত আরও
অনেক এ্যাডভার্টাইজিং কোম্পানী আছে ! হা আছে
তবে- এডসেনস এর মত তাদের বিশ্ব ব্যাপী বিস্তৃত
নেটওয়ার্ক নেই।
অন্যান্য কম্পানীর থেকে তারা বেশি হারে সাইটে
মালিকগনকে প্রদান করে।
এডসেন্স এ রয়েছে মাল্টি ইনকামের ব্যবস্থা।
আপনি কি এ্যাডসেন্স পাবেন?

হ্যাঁ আপনিও পেতে পারেন এ্যাডসেন্স। পুর্বে
এ্যাডসেন্স পাওয়া যতটা সহজ ছিল বাংলাদেশ থেকে
এখন এ্যাডসেন্স পাওয়াটা ততটা কঠিন। আপনাকে
বেশ কতকগুলি শর্ত পালন করতে হবে। শর্ত গুলি নিম্ন
রুপ…….
আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট থাকতে হবে( ফ্রি
ব্লগ থেকে আবেদন করতে হলে আপনা অবশ্যই গুগলের
ব্লগার.কম একটি ব্লগ খাকতে হবে।)
২০ থেকে ২৫ টি কন্টেন্ট থাকতে হবে।
আর্টিকেলগুলো বা কন্টেন্টগুলো ইউনিক হতে হবে
অর্থাৎ কোন কাট, কপি, পেস্ট কন্টেন্ট গ্রহনযোগ্য নয়।
সাইট টি তে মেনু হিসাবে সমৃদ্ধ হোম পেইজ, এ্যাবাউট
আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি/পলিসি ইত্যাদি
থাকতে হবে।
সাইটের ল্যাংগুয়েজ অবশ্যই বাংলা হলে চলবে না।
সাপরটেড ল্যাংগুয়েজ অর্থাৎ ইংলিশ হতে হবে। তবে
এডসেন্স প্রাপ্তির পর কৌশলে বাংলা ব্লগে/সাইটে
ও এটি ব্যবহার করা যাবে।
সাইটে যথেষ্ট ভিজিটর থাকতে হবে।
আপনার সাইটে বয়স কম্পক্ষে ৬ মাস হতে হবে।
সাইটে পেইজ র্যাঙক ভাল থাকতে হবে।
মোটামুটি ভাবে উপরোক্ত নিয়ম বা শর্ত পালন করে
আপনি এডসেন্স এর জন্য আবেদন
করলে আশা করা যায়
আপনি এ্যাডসেন্স নামক সোনার হরিণটি অবশ্যই
পাবেন। আবেদন করার আগে আরও ভালভাবে জেনে
নিন এ্যাডসেন্স এর শর্তা বলীসমুহ
আমরা অনেকেই উপরোক্ত নিয়ম কানুন আংশিক মেনে
আবেদন করি । ফলে আবেদন প্রত্যাখাত হয়। একবার
আবেদন প্র্ত্যাখাত হলে পুনরায় এ্যাডসেন্স
কোয়ালিফাই করা অত্যন্ত দুরহবে ।
.
.
সৈজন্যঃ- বিডিটেকব্লগ