আপনারা অনেকেই হয়ত বিটকয়েন সম্পর্কে জানেন। অনলাইনে বিটকয়েন আয় করার খুবই সোজা।
সোজা যেহেতু তাই আয়ও কম।
তবে আজ আপনাদের কয়েকটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যা থেকে আপনারা মোটামুটি ভালো মানের আয় করতে পারবেন।
নিয়মিত কাজ করলে আপনি প্রতি মাসে 3000-4000 হাজার টাকা আয় করতে পারবেন।
তবে আয় করার আগে আমাদের একটি বিটকয়েন এড্রেস খুবই দরকার। আপনি যেভাবে আপনার নিজস্ব টাকা একটি ব্যাংক একাউন্টে জমা রাখেন ঠিক সেভাবেই আমরা আমাদের অর্জিত বিটকয়েন একটি অনলাইন বিটকয়েন ব্যাংক একাউন্টে জমা রাখব। সেজন্য আমাদের একটি বিটকয়েন একাউন্ট প্রয়োজন। অনেকেই বিটকয়েন আয় করতে চান কিন্তু বিটকয়েন এড্রেস জিনিসটা কি সেটা বুঝেন না। তাই আজ আপনাদের সামনে আলোচনা করব কিভাবে একটি বিটকয়েন একাউন্ট মানে একটি বিটকয়েন এড্রেস পাব।
বিটকয়েন একাউন্টের জন্য প্রথমেই আপনাদের এই এড্রেসে যেতে হবে।
তারপর নিচের ছবিতে চিহ্নিত জায়গায় আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে Continue অপশনে ক্লিক করতে হবে।
টিক নিচের ছবির মতোই।
নতুন পেইজে নিছের ছবির মতো আসবে Continue অপশনে ক্লিক করতে হবে।
ব্যাস হয়ে গেল আপনার একটি বিটকয়েন এড্রেস।
নিচের ছবিতে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি Identifier ও একটি Password বক্স আসছে।
মনে রাখবেন Identifier নাম্বার আপনার লগইন করার সময় প্রয়োজন হবে।
Identifier নাম্বারটি আপনি কোথাও সেভ করে রাখেন। যাতে পরবর্তীতে আপনি সেটা ব্যবহার করতে পারেন।
Identifier ও Password দিয়ে Open Wallet এ ক্লিক করুন আপনার বিটকয়েন একাউন্টে লগিন হবে।
এখন আমরা বিটকয়েন একাউন্টটি বেরিফাইড করব।
নিচের ছবির মতো Account Setting এ যান
এই রকম আসবে। আপনার ইমেইল একাউন্টে একটি ভেরিফাইড কোড দেওয়া হয়েছে সেখান থেকে কপি করে কোডটি এনে বেরিফাই করুন।
হয়ে গেল আপনার একাউন্ট
নিচের ছবিতে চিহ্নিত জায়গাটুকুই হলো আপনার বিটকয়েন এড্রেস।এই এড্রেস ব্যবহার করে আপনি বিটকয়েন আয় করবেন।
সেন্ড অপশন থেকে আপনি বিটকয়েন ডলার হিসেবে সেন্ড করতে পারবেন।
একাউন্ড তো হলো এখন আয় করুন।
1. http://Freebitco.in থেকে বিটকয়েন ফ্রি আর্ন করুন (স্ক্রিনশর্ট সহ দেখুন এখানে)।
2. http://gemmaco.eu/ থেকে বিটকয়েন ফ্রি আর্ন করুন (স্ক্রিনশর্টসহ বিস্তারিত দেখুন এখানে)।
3. http://streambitcoin.com/ থেকে বিটকয়েন ফ্রি আর্ন করুন (স্ক্রিনশর্টসহ বিস্তারিত দেখুন এখানে)।