Site icon Trickbd.com

অল্প অল্প আয়ের মাধ্যমে গড়ে তুলি নিজের ক্যারিয়ার । ( পর্ব– ২)

হাই বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন । আজ আমি neobux সম্পর্কে আমার পর্বর্তী টিউন করবো।

ইতিমদ্ধ্যে অনেকে নিওবাক্স এ একাউন্ট করেছেন কিন্তু কিভাবে কাজ করবেন সেটা অনেকেই বুঝতে পারেন নি। আজ আমি দেখাবো কিভাবে আপনি একাউন্ট খুলবেন এবং কাজ শুরু করবেন।

তো চলুন শুরু করা যাক –

১/ প্রথমে এখানে ক্লিক করুন। এবার যে পেজ আসবে সেখান থেকে রেজিস্টার এ ক্লিক করুন তাহলে এই রকম একটা পেজ দেখতে পাবেন।

এখান এ আপনার সব ধরনের ইনফরমেশন দিয়ে সব গুলো ঘর পুরন করে কন্টিনিউ এ ক্লিক করুন। আপনার মেইলে একটা মেইল যাবে সেখান থেকে একাউন্ট কনফার্ম করুন।

২। এবার আপনার একাউন্টে লগিন করার পর নিচ্চের মত একটা পেজ দেখতে পাবেন।

এখান থেকে view advertisement এ ক্লিক করুন।

৩। এবার নীচের মত একটা পেজ আসবে । যেহেতু আমার সব গুলো এড ক্লিক করা হয়ে গেছে তাই এগুলো এখন সাদা দেখাচ্ছে। আপনাদের কাছে এগুলো বেগুনী কালার দেখাবে ।

৪। এবার এ পেজের সবগুলো এড এ আপনাকে ক্লিক করতে হবে। তো প্রথমে যে কোন একটা এড এ ক্লিক করলে নিচের চিত্রের মত একটা লাল কালারের বিন্দু এড এর মাঝে দেখতে পাবেন ।

এবার এই লাল বিন্দু তে ক্লিক করুন তাহলে একটি নতুন পেজ আসবে । অখানে ৮–১০ সেকেন্ড অপেক্ষা করুন। এবার ক্লোজ লেখা আসলে ক্লোজ করে দিন। তাহলে আবার এই পেজে চলে আসবে। এভাবে প্রতিদিন নিয়মিত কাজ করুন।

মনে রাখবেন অবশ্যই প্রতিদিন আপনাকে কাজ করতে হবে । তা না হলে আপনি কিন্তু পরবর্তি দিনের কাজ পেতে পারেন অথবা নাও পেতে পারেন।

যেহেতু কাজ মাত্র ১৫–২০ মিনিটের তাই সবাই চেস্টা করবেন প্রতিদিন কাজ করার।

তো যারা আজ প্রথম আমার এই পোস্ট টি দেখছেন তারা আমার আগের টিউনটি দেখে নিতে পারেন। তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে না।

আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সাথে থাকার জন্য।

Exit mobile version