পোস্টের শুরুতে কিছু কথাঃ

আজকের পোস্টের টাইটেল দেখেই হয়তো বা বুঝে গেছো যে আজকের পোস্টটি কি নিয়ে হতে যাচ্ছে।

যাইহোক আমরা সবাই জানি, যারা কনটেন্ট লিখে বা ভিডিও হিসেবে বানায়।

তারা নিজেদের কনটেন্ট থেকে ইনকাম করার জন্য, সবচেয়ে বেশি যে পদ্ধতিটি অবলম্বন করে, তা হচ্ছে গুগল এডসেন্স।

অনেকে চায় নিজের ওয়েবসাইটটিকে মনিটাইজ করতে google এডসেন্সের মাধ্যমে।

আবার অনেকে নিজের ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে চায়।

আজকের এই পোস্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাত্র 30 মিনিটের মধ্যে আপনার ওয়েবসাইটের মধ্যে google এডসেন্স অ্যাপ্রুভ নিতে পারবেন।

কি অবাক হচ্ছেন?

আসলে অবাক হওয়ারই কথা। কিন্তু এর মধ্যেও কিছু লিমিটেশন আছে।

তো আমরা আমাদের ওয়েবসাইটে এই গুগল এডসেন্সটি নিব। এর জন্য আমাদের কোন রিকোয়ারমেন্ট দরকার নেই।

আমি নিজে নিয়েছি তারপরে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি।

তো এখান থেকে কিভাবে ইনকাম করা সম্ভব?

আমি মনে করি আপনার কাছের যদি ট্রাফিক সোর্স থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার এই গুগল এডসেন্সের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন।

তো অনেক বকবক করা হলো এবার মূল কাজের কথার মধ্যে আসে।

দেখুন যেহেতু আমরা Adsense খুব জলদি নিতে যাচ্ছি , তাই আমি আপনাকে বলতে চাই এখানে কিছু লিমিটেশন আছে।

আমরা আমাদের গুগল এডসেন্সটি অন্য একটি সাইটের মাধ্যমে নিব। যার ফলে আমাদের কে Subdomain দেওয়া হবে।

সাথে আমাদেরকে তাদের সাথে রেভিনিউ শেয়ার করতে হবে ।

আমরা আমাদের এডসেন্স একাউন্ট এর মধ্যে যত টাকা ইনকাম করব তার মধ্যে থেকে আমাদেরকে সেই কোম্পানিকে 20% দিয়ে দিতে হবে।

শুধু এতটুকুই না , আমাদের সাইটে কোডিং এর লিমিটেশন আছে । পাশাপাশি লিমিটেড ট্যামপ্লেট রয়েছে ।

আসা করি এতটুকু ক্লিয়ার হয়েছে ।

তো এইসব বিষয় মেনে যদি আপনি রাজি থাকেন AdSense নেওয়ার জন্যে তাহলে চলুন আমাদের Step 1 Website ক্রিয়েট করে ফেলি।

Step – 1 : Lets Create Our Website:

তো আমি আগেই বলেছিলাম আমরা অন্য একটি সাইট এর মাধ্যমে একটি সাইট বানাবো । এইটা কিছুটা ব্লগার এর মত ।

আমরা যেই সাইট ব্যবহার করব তার নাম হচ্ছে; https://exblog.jp/ 

ওকে আমি আগেই ক্লিয়ার করে দেই এই সাইটটি একটি জাপানিজ সাইট, তাই লেখা গুলো জাপানিজ আসবে তবে।

Thanks To Google Translate . আমরা গুগোল এর সাহায্য নিয়ে এটা ইংলিশ করে নিব।

 

এবারে আমরা Blog Open এ ক্লিক করি ।

আপনি চাইলে ডাইরেক্ট এই লিংক এ ক্লিক করলেও হবে । আমি লিংক দিয়ে দিলামঃ https://exblog.jp/new/input/

এবারে আপনি লিংক এ গেলে নিচের মত form পাবেন ।

Blog URL: এখানে যেই নামে সাইট বানাতে চান সেই নাম দিন।

Excite ID: আপনার ইউজার নেম এইটা।

password: পাসওয়ার্ড দিন

Reenter password): আবারো দিন পাসওয়ার্ড

email address: আপনার মেইল দিয়ে দিন ।

date of birth: আপনার জন্ম তারিখ অবশ্যই জেনো ১৮ বছর পার হয় ।

post code: এখানে জাপানের যেকোনো শহরের Post code দিতে হবে। ( এই লিংকে আপনি পোস্ট কোড নিতে পার্বেন )  মনে রাখবেন কোনভাবেই *Hyphen (-) দেওয়া যাবে না Code লিখার সময় ।

এবারে সাইট খোলা হয়ে গেলে লগিন করে নিব আমরা।

আপনি আপার Username & Password দিয়ে লগিন করে ফেলেন ।

ওকে লগিন করলে আপনাদের সামনে এমন ইন্টারফেস আসবে ।  মনে রাখবেন অবশ্যই এই সাইটের ভাষা কিন্তু জাপানিস ভাবে আসে তাই আপনাকে ইংরেজি করতে হবে।

আমি শুধু আপনাদেরকে এখানে বেসিক জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা নিজেরা ঘাটাঘাটি করে দেখে নেবেন।

আমি সাইটে আর্টিকেল পাবলিশ করার জন্য কোথায় ক্লিক করতে হবে  নিচের দেখানো স্ক্রিনশটে মার্ক করে দেওয়া আছে।

ওকে সেখানে গেলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ।

এবারে আসি আমরা আমাদের সাইটটিকে কিভাবে ডিজাইন করব।

আমরা আমাদের সাইটের মধ্যে নিজেদের তৈরি করা টেমপ্লেট ব্যবহার করতে পারব না।  আমরা excite.jp এর তৈরি করা কিছু প্রি বিল্ড টেমপ্লেট ব্যবহার করতে পারব। এর জন্য আমাদেরকেঃ Design Setting এ আসতে হবে।

এখানে অনেক টেমপ্লেট দেওয়া আছে আপনি আপনার মন মত বাছাই করে সেট করে দিবেন।

তো এখানে আমাদের সাইট বানানোর কাজ তো শেষ হলো।  এবারে আমাদের এডসেন্স নেওয়ার পালা।

তো এডসেন্স নেওয়ার জন্য আমি আপনাদেরকে recommend করব। দুই থেকে তিনটি পোস্ট করে নিন।

চাইলে ChatGPT ব্যবহার করেও পোস্ট করতে পারবেন কোন সমস্যা নেই।

 

পোস্ট করা শেষ হলে আমরা এখন আমাদের এই কাজের দ্বিতীয় স্টেপ এর মধ্যে যাব। মানে এই স্টেপে আমরা আমাদের এডসেন্স একাউন্ট ক্রিয়েট করব।

Step – 2 : How To Create AdSense Account ?

AdSense Account ক্রিয়েট করার জন্যে আমাদের সবার প্রথমে একটি জিমেল দরকার পরবে। যদি আগে থেকে থাকে তাহলে কথাই নেই , আর যদি আগে থেকে AdSense Account থাকে তাহলে আপনি এই স্টেপ বাদ দিতে পারেন।

ওকে AdSense Account ক্রিয়েট করার জন্যে আপনার ব্রাউজারে জিমেল লগিন করেঃ এই লিঙ্ক এ ক্লিক করুন।

সাইন ইন লেখা তে ক্লিক করে আপনার জিমেল সিলেক্ট করে নিন। এই স্টেপে অনেকের কাছে ডাইরেক্টলি সাইটের ডিটেলস এবং আপনার ডিটেলস চাওয়া হতে পারে।

আমরা এখনই যে সাইটটি বানালাম এই বক্সের মধ্যে আমরা সেই সাইটের লিংকটি দিয়ে দিব।

আমি এখানে আমার সাইটের লিংক দিয়েছিলামঃ https://themeplugin.exblog.jp/

আমার সাইটে আপনারা যদি একটু ভিজিট করে দেখেন তাহলে জানতে পারবেন যে আমার সাইডে এডসেন্স এপ্রুভ করা আছে।

এরপর আমাদের কাছে পার্সনাল ডিটেইলস চাওয়া হবে , সেইটা আমাদের NID Card অনুযায়ী পুরন করে দিতে হবে ।

কারন আপনার কাছে NID Verification চাওয়া হবে ফিউচার এ ।

আপনার পার্সোনাল ডিটেলস কিভাবে পূরণ করতে হবে আমি এটা না দেখাই। কারণ আপনি নিজে এগুলো সাবমিট করতে পারবেন।

এবারে সবকিছু সাবমিট করা হলেঃ আপনার সাইটটি ভেরিফিকেশন করার জন্য একটি কোড দেয়া হবে। নিচের স্ক্রিনশট লক্ষ্য করুন।

এখন আমরা এই কোডটি কপি করে নিব। এবং কপি করা কোডটি আমাদের সাইট এ কানেক্ট করতে হবে।

এর জন্য আমরা excite.jp এর মধ্যে লগইন করে নেব । লগইন করা হলে আমরা বেসিক সেটিং এর মধ্যেই চলে আসব।

এখানে এসে একদম নিচে স্ক্রল করব।

এবার নিচে স্ক্রিনশট এ মার্ক করা বক্সে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় আমার কোড টি পেস্ট করেছি।

এটা দিয়ে দেওয়া হলে আমরা সেভ করে দিব ।

এরপরে আবারও আমরা এডসেন্স এর মধ্যে যাব।

এরপর আই হ্যাভ এডেড মাই পাবলিশার আইডি এ ক্লিক করে দিব এবং নেক্সট বাটনের মধ্যে ক্লিক করব।

তাহলে আমাদের কাজ শেষ এবার আমাদের সাইটে রিভিউ এর মধ্যে চলে যাবে। এবং মাত্র ত্রিশ মিনিটের মধ্যে আপনার সাইটের মধ্যে এডসেন্স চলে আসবে। আমার মানে অ্যাপ্রুভ হয়ে যাবে।

তো এত দূরের কাজ শেষ হলো।

এবারে আমরা তৃতীয় স্টেপ এর মধ্যে যাব।

Step – 3 : How To Indexing Exblog Jp In Google

আমরা আমাদের সাইট বানিয়েছি। সাইটটিকে এডসেন্স এর মধ্যে এড করেছি। কিন্তু সাইটটি Google এ তো এড করলাম না !

চলুন এই কাজটিও করে ফেলি। অবশ্য আমার দেখানো মেথড অনুযায়ী অ্যাড করার চেষ্টা করবেন। কারণ যেহেতু সাইটে অ্যাক্সেস কম তাই google analytics এর ব্যবহার করে আমাদের সাইটটিকে ইনডেক্স করতে হবে।

এর জন্য সবার প্রথমে আমাদের https://analytics.google.com/  আসতে হবে।

এখানে আসলে আমাদের Start Measuring লেখাতে ক্লিক করতে হবে।

Start Measuring লেখাতে ক্লিক করলে নিচের মত ফোন দেখতে পারবেন।

Account name এর জায়গায় যে কোন নাম দিলেই চলবে। এরপরে একদম নিচে চলে এসে নেক্সট বাটনে ক্লিক করব।

এরপরের স্টেপে কি করতে হবে সবকিছুই স্ক্রিনশট এর মধ্যে দেওয়া আছে।

ওকে আশা করি আপনারা এতগুলো স্ক্রিনশট দেখে সবকিছু বুঝে গেছেন কোন স্টেপে কি কি করতে হবে।

এবারে আমরা এখানে একটি MEASUREMENT ID পেয়ে যাব এটা কপি করে। আমাদেরকে আমাদের সাইটে এড করতে হবে।

খেয়াল আছে আগেরবার কোথায় গিয়ে আমরা আমাদের এডসেন্সের কোডটি পেস্ট করেছিলাম?

ঠিক সেভাবেই এবারও আমাদের সেই সেটিং এ যেতে হবে এবং নিচের স্ক্রিনশটে মার্ক করা জায়গাতে কোডটি পেস্ট করে সেভ করে দিতে হবে।

এবার আমরা

আবারো নেক্সট বাটনেরমধ্যে ক্লিক করব ।

Continue To Home এ ক্লিক করুন ।

তো এখান থেকে আমাদের গুগল সার্চ কনসোলে সাইট আড্ড করতে হবে । এর জন্য আমাদের সবার নিচে এডমিন সেকশনের বা সেটিং এর মধ্যে ক্লিক করতে হবে ।

এবার আমরা এ সেটিং এর মধ্যে ঢুকলে দেখতে পারব google এডসেন্স লিংক। আমরা এখান থেকে আমাদের গুগল এডসেন্সটি লিংক করে নিব।

তার নিচেই আমরা দেখতে পারব Search Console links ।

এখান থেকে আমরা আমাদের সাইটটিকে google এর মধ্যে এড করে নিব।

এর জন্য আমি স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট দিয়ে দিয়েছি নিচে সেগুলো ফলো করলেই আপনারা বুঝতে পারবেন।

এবারে এখানে ওকে বাটানে ক্লিক করলে আমাদেরকে google search console এর মধ্যে নিয়ে আসবে।

এবারে আমরা Add Property তে ক্লিক করব।  এরপরে এখান থেকে আমাদের সাইটটি আমরা এড করে নেব।

 

কন্টিনিউ বাটনে ক্লিক করলে অটোমেটিক সাইড ভেরিফিকেশন হয়ে এড হয়ে যাবে।

এবারে আমাদেরকে সাইটের সাইট ম্যাপ এড করতে হবে। সাইট ম্যাপ এড করার জন্য । নিচের স্ক্রিনশট মতাবেক ক্লিক করুন।

এবং হলুদ মার্ক করার জায়গার মধ্যে sitemap.xml এই টেক্সটি লিখে সাবমিট করে দিন।

তো এখানে আমি আপনাদেরকে অন্য একটি স্ক্রিনশট দিয়ে সবকিছু বুঝানোর চেষ্টা করতেছি।

তাই কেউ মাইন্ড করবেন না কারণ আমি অলরেডি আমার সাইটের মধ্যে এডসেন্স নিয়ে নিয়েছি। আর যখন আমি এডসেন্স নিয়েছিলাম তখন আমি ভিডিও রেকর্ড করতে ভুলে গেছিলাম। তাই আমি আপনাদের জন্য আলাদাভাবে সবকিছু পোস্ট করতেছি লিখে লিখে।

তো আমাদের কাজ এখানে শেষ হচ্ছে, এখন আপনি অথবা যে কেউ চাইলেই নিজের একটি ওয়েবসাইট বানাতে পারবেন ফ্রিতে এবং পাশাপাশি অ্যাডসেন্সও এপ্রুভ নিয়ে নিতে পারবেন।

 

আপনার যদি অডিয়েন্স বা সাইটের মধ্যে ভিউ আনার মতো প্ল্যাটফর্ম থাকে তাহলে আপনি খুব সহজেই এই সাইট থেকে ইনকাম করতে পারবেন।

পোস্টটি লিখতে অনেক সময় লেগেছে তাই হয়তো বা কিছু কিছু জায়গায় বানান ভুল থাকতে পারে যদি এমনটা পান তাহলে ইগনোর করবেন প্লিজ।

আর যদি আপনাদের আলাদা করে অন্য কিছু জানার থাকে তাহলে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন।

আর একটা কথা মনে রাখবেন ট্রাফিক এক্সচেঞ্জ সাইট থেকে আপনার এডসেন্স আনা সাইট এর মধ্যে কখনো ট্রাফিক নেওয়ার চেষ্টা করবেন না। এতে আপনার AdSense সাসপেন্ড ও হতে পারে।

নেক্সটে এই সাইট নিয়ে কোন আপডেট থাকলে আমি আপনাদের সাথে শেয়ার করব।

ততক্ষণ পর্যন্ত যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই জয়েন করবেন

My Telegram Channel 

31 thoughts on "মাত্র ৩০ মিনিটে আপনার সাইটে Google AdSense নিয়ে নিন ! (সবাই নিতে পারবে একদম ফ্রি)"

    1. HridoySheikh7 Author Post Creator says:
      কেনো হবে না , কি লিখা আসে ?
  1. 420 Contributor says:
    20% income niye nile thakbe koto.. Ata thik kore bolun…r adsense koto din por pabo…shate shatei ki pabo naki
    1. HridoySheikh7 Author Post Creator says:
      20% ওরা নিবে আর ৮০% আপনার
    2. HridoySheikh7 Author Post Creator says:
      AdSense under 40 min approve hoye jabe
  2. কাব্য Author says:
    5 ghonta age apply korechi akhono adsense pailam na
    1. HridoySheikh7 Author Post Creator says:
      paben time lagar kotha na ato so. thik thak korcen to ! onekei paise amare telegram a knock diya janaise
  3. Md.Ebrahim Contributor says:
    Register Hoina ? topbanglatricks.blogspot.com Dekhenin Post
  4. Shakib Expert Author says:
    dollar add hobe ki amar adsense ei?? ora 80% kibhave katbe? kindly bolben
    1. HridoySheikh7 Author Post Creator says:
      apnar nijer adsense account theke sob dekhte parben. r apnar nijer account ai sob add hobe
  5. Silent Killer Author says:
    2 ঘন্টা + হলো…
    কেউ পেয়ে থাকলে জানিয়েন।
  6. Reek Contributor says:
    ধন্যবাদ। ২০ মিনিটেই Adsense এপ্রুভাল পেয়েছি। দেখার জন্য ভিজিট করতে পারেন, exbc.exblog.jp
    1. Md.Ebrahim Contributor says:
      Ki site
  7. Reek Contributor says:
    ধন্যবাদ। ২০ মিনিটেই Adsense এপ্রুভাল পেয়েছি। দেখার জন্য ভিজিট করতে পারেন, https://exbc.exblog.jp
    1. HridoySheikh7 Author Post Creator says:
      wlc
    2. কাব্য Author says:
      kivabe bujhlen apni adsense peyechen
  8. Dipzol Roy Dipu Contributor says:
    Vai ami to paichi… Link banglatrick.exblog.jp
    1. HridoySheikh7 Author Post Creator says:
      apnar adsense account a giye akhon Auto ads chalu kore den
  9. কাব্য Author says:
    website a ads show hoyar mane adsense paoya na. adsense website a giya dekhen keu approve peyechen ki na
  10. Silent Killer Author says:
    পাগলের সুখ মনে মনে, গাছের পাতা দিয়ে টাকা গুনে।
    আপনার এই পোষ্ট এর পর এই প্রবাদবাক্য টি ১০০% সত্য হয়ে গেলো। আপনি নিজে তো পাগল ই সেই সাথে কমেন্ট এ আরো কতো গুলো পাফলের দেখা মিললো।

    আরে ভাই, আপনার সাইটে যেই এড সো করতেছে সেটির এড একাউন্ট এর মালিক আপনি না।

    আপনার Adsense এ গিয়ে আগে দেখুন, একটিভ হয়েছে কি না।

  11. Silent Killer Author says:
    আরে ভাই, আপনার সাইটে যেই এড সো করতেছে সেটির এড একাউন্ট এর মালিক আপনি না। আপনার Adsense এ গিয়ে আগে দেখুন, একটিভ হয়েছে কি না।
    1. HridoySheikh7 Author Post Creator says:
      ajob kotha bolen ? ami emni emni post korlam naki ?
  12. কাব্য Author says:
    jatokhon porjunto adsense approve na hobe tatokhon site malik ar ads show korbe. ar jakhon adsense approve hobe takhon apnar ads show korbe
    1. Silent Killer Author says:
      আপনার টা হয়েছে?
  13. Silent Killer Author says:
    কাল রাতে এপ্লাই করেছি, এখনো হলো না। কিন্তু পোষ্টে তো সুন্দর করে লিখা আছে ৩০ মিনিটে হয়ে যাবে?

    পোষ্ট এর টাইটেল বদল করেন।

    1. HridoySheikh7 Author Post Creator says:
      nah vai ami jani na kno apnar hoy ni but amar matro 40min a asce even onekei amare telegram a knock dise jader 20 min aw asce
  14. MDSOHAN123 Contributor says:
    Registration hoy na
  15. Dark Contributor says:
    Not Working! ১দিন হয়ে গেলো এখনো এপ্রভাল পেলাম না।
  16. Sajid Blue Author says:
    কমেন্টে যে সবাই লাফাইতাছেন, ভিজিটর না থাকলে এপ্রুভাল নিয়ে কি করবেন?
  17. Nazmul Islam Author says:
    account hoy na kno
  18. Md Alamin Hossain Contributor says:
    post code dento kew??

Leave a Reply