Site icon Trickbd.com

[প্রতিদিন ইনকাম করুন 100$+ 🤑🤑] TrickBd Binary Trading Course (class – 1)

Unnamed

আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে অনেক ভাল আছেন। আজকে লিখতে বসলাম নতুন টপিক নিয়ে। এটা হচ্ছে বাইনারি ট্রেডিং। তাহলে চলুন বন্ধুরা আজকের পোস্ট শুরু করা যাক।

 

 

পোস্ট টেবিল : 

1. কিভাবে করব এবং কেন করব? 

2. ট্রেডিং হালাল নাকি হারাম?

4. ট্রেডিং এর বেসিক।  

5. Bot / ইন্ডিকেটর 

 

1. কিভাবে করব এবং কেন করব :

বাইনারি ট্রেডিং বহুল পরিচিত। এটি শিখতে হলে আপনাকে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। এবং মার্কেটের ভিতরে প্রচুর টাইম দিতে হবে। তাই আমি আজকে এই কোর্স শুরু করতে যাচ্ছি। এখানে আপনারা A to Z সব পাবেন। একদম বেসিক থেকে এডভান্স সব দিয়ে দিব। বাইনারি ট্রেডিং করার জন্য অনেক অ্যাপস আছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব quotex অ্যাপ্লিকেশনটিতে করতে। কারণ আমি অনেকদিন ধরে এখানে করতেছি। এ পর্যন্ত কোন ফল্ড হয়নি।

 

2. ট্রেডিং হালাল নাকি হারাম :

হালাল-হারাম নিয়ে আজ কথা বলবো না। কারণ যুক্তিদাতার যুক্তি কখনো শেষ হবে না। ট্রেডিং বলতে বুঝায় , এ কারেন্সি দিয়ে অন্য কারেন্সি কিনে নেওয়া। এবং সেটার দাম কমা এবং বাড়ার উপর নিজের লাভ ডিপেন্ড থাকে। তাই আপাত দৃষ্টিতে এটা হালাল। আর আপনি এটাকে জুয়াও বলতে পারবেন না। কারণ আপনার উইন হওয়ার কারণে অন্য কারো লস হচ্ছে এমন নয়। জুয়া সাধারণত এভাবেই হয়, আপনি যখন উই হবেন আপনার বিপরীত পক্ষ লস হবে। কিন্তু ট্রেড করার সময়, আপনি উইন হন অথবা লস হন তাতে অন্য কারো যায় আসে না। আশা করি বোঝাতে পেরেছি।

 

3. ট্রেডিং এর বেসিক :

আমরা এখন এখান থেকে ট্রেডিং শেখা শুরু করব। তাই এখন সবাই মনোযোগ দিয়ে পড়বেন। এবং আমি যা দিব সেটা প্রতিদিন মার্কেটে এপ্লাই করবেন। এবং এপ্লাই করার পরে যদি কিছু বুঝতে না পারেন আমাকে অথবা আমার গ্রুপে মেসেজ দিবেন। আমি যথাসাধ্য বুঝানোর চেষ্টা করব।

 

আজকে আপনাদেরকে হোম পেজ পরিচিতি করে দিব। এখানে এক ও দুই নম্বর চিহ্নিত করা অংশটি হচ্ছে মূল অংশ। আপনি ৬ নম্বরে যে গ্রীন এবং রেড দাড়ি গুলো দেখতে পারছেন , সেগুলোকে ক্যান্ডেল বলা হয়। আর এই ক্যান্ডেল ওপরে যাবে নাকি নিচে যাবে এটা আপনাকে এনালাইসিস করে বের করতে হবে। যদি আপনার অ্যানালাইসিস অনুযায়ী মনে করেন উপরে যাবে তাহলে দুই নম্বর তথা up বাটনে ক্লিক করতে হবে। আর যদি মনে হয় নিচে যাবে তাহলে ডাউন। আপনি যত ডলারের ট্রেড প্লেস করবেন তার 90% + আসতে পারে। অর্থাৎ এক ডলারের ট্রেড প্লেস করলে 0. 9 ডলার আপনার প্রফিট হবে। তিন নম্বর হচ্ছে ইনভেসমেন্ট। অর্থাৎ আপনি কত ডলারের ট্রেড প্লেস করতে চাচ্ছেন। ৫ নম্বর হচ্ছে মার্কেট। এখানে অনেকগুলো মার্কেট পেয়ে যাবেন। আমাদের এনালাইসিস করে যেটা পারফেক্ট হবে সেটা নিতে হবে। আমি সব দেখিয়ে দিব। সাত নম্বর হচ্ছে চলমান ট্রেন। বর্তমানে কতটা চলতেছে সেটা দেখাবে। আর আট নাম্বার হচ্ছে আপনার টাকা। এখানে আপনি প্র্যাকটিস করার জন্য 10 হাজার ডেমো পেয়ে যাবেন। মনে রাখবেন demo অ্যাকাউন্ট এবং রিয়াল একাউন্টের মধ্যে কোন পার্থক্য নেই। মার্কেট একটাই। তাই ডেমো দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্রাইভেসির কারণে আমি আমার ডলার হাইড করে রেখেছি। আপনাদের এখানে শো করবে। এই ছিল হোম পেজ।

5. Bot / ইন্ডিকেটর :

ট্রেডিং অনেক ভাবেই করা যায়। রোবট বা ইন্ডিকেটরের সাহায্যে সিগন্যাল পাওয়া যায়। আর এই কোর্সে আমি সব দেখাবো। সবাই ধৈর্য ধরেন। প্রথমে আমরা স্টাটেজি শিখব। তারপরে সেটা বটে এপ্লাই করে সঠিক ট্রেড নেওয়া শিখব।

App link : click here 

তাহলে বন্ধুরা আজকের পোস্ট এখানেই শেষ করি। যেকোনো হেল্প প্রয়োজন হলে আমাকে নক করুন ।

Telegram ID : @Limon358358

ট্রেডিং রিলেটেড সবকিছু জানতে এবং যেকোনো সাহায্য এবং সিগন্যাল পেতে আমার চ্যানেলে যুক্ত হন

Telegram channel : click here

ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী পোষ্টের জন্য ট্রিকবিডির সাথেই থাকুন।

IMG credit : Bing ai