Site icon Trickbd.com

মাত্র ১ উপায়ে বুঝবেন চলমান সাইট কখন স্ক্যাম করতে পারে?

Unnamed

প্রথমে বলেছিলাম যে ২ উপায়ে জানতে পারবেন পিটিসি সাইট ভুয়া কিনা (ক্লিক)

আজ বলবো একটি চলমান সাইট কখন ভুয়া হয়ে যায় কিভাবে বুঝবেন? কখন স্ক্যাম করবে কিভাবে বুঝবেন?

এর মাত্র একটিই সেরা পথ। অন্য পথে দেখতে গেলে পেমেন্ট আটকে যাবে আর উঠাতে পারবেন না। উপায় টি হলো যখনই দেখবেন সাইট থেকে ডিপোজিট বোনাস ঘোষনা শুরু হয়েছে। তা হতে পারে ২% বা ৫% বা ১০%. এই ছবি টি ডেমো, এই মুহুর্তে কোন সাইটে ঢুকে সময় নস্ট করতে চাইনি তাই ফটোশপ ডেমো দিলাম এজন্য দু:খিত।

এরা নিম্নের ১% বা ২% থেকে শুরু করে। অনেক বার ডিপোজিট করায়, টাকাও উইথড্র করতে দেয় এভাবে বিশ্বাস বাড়িয়ে নেয় ইউজার দের, অপর দিকে % ও বাড়াতে থাকেন একসময় ১০০% বা ৩০০% ও বোনাস দিবে বলে। হাজার হাজার বোনাস নিয়ে সাইট আপডেট অফ। তারপর পেমেন্ট পেন্ডিং, তারপর সাইট উধাও।।কেউ kayads ইউজার থাকলে সাপোর্ট মারবেন কারণ সে অভিজ্ঞ।। যেহোক

আরেকটা উপায় আছে যে advertise link বেড়ে যায়। যেমন সাধারণত ১০ টা করে এড দেয় পিটিসি গুলো। হটাত দেখলেন ১৫-২০-২৫-৪০ টা দেয়, এমনকি ৬০-৭০ টাও এড আসছে। তখন কি করনীয়?? কাজ চালিয়ে যাবেন? নাহ!!!
== এখন কাজ বাদ দিন আর শিওর ধরে নিন কাম শেষ, আপনি ডিপোজিট করে থাকলে ফুল ধরা, না করলে হাফ ধরা।

ভালো থাকবেন।।