Site icon Trickbd.com

টার্গেটেড ভিজিটর কিভাবে আনবেন

Unnamed

যারা ইন্টারনেট মার্কেটিং এর সাথে জড়িত তারা সবাই জানেন যে, টার্গেটেড ভিজিটর কি
অমূল্য সম্পদ। ভিজিটর আছে তো আপনার আর্ন আছে, ভিজিটর নাই আর্ন নাই। কিন্তু সব ধরণের ভিজিটর কাঙ্খিত নয়, কেবলমাত্র
টার্গেটেড ভিজিটরই আপনার কাম্য। ট্রাফিক এক্সচেঞ্জ, পিটিসি, অটো সার্ফ, সেফলিস্ট
এর মাধ্যমে আপনি রাতারাতি হাজার হাজার ভিজিটর আনতে পারেন। কিন্তু এসব ভিজিটরে আপনার কোন উপকার হবে না।

এরা ভিজিটর থেকে
সাবসক্রাইবার বা বায়ার এ
রুপান্তর হবে না। তাই প্রকৃত
পক্ষেই যারা ইন্টারনেটে আর্ন
করতে চান তারা ট্রাফিক


এক্সচেঞ্জ, পিটিসি, অটো
সার্ফ, সেফলিস্ট এর মাধ্যমে
কখনোই আপনার এ্যাফেলিয়েট
লিংক প্রমোট করবেন না।
ভাল ট্রাফিক পেতে হলে
আপনাকে অবশ্যই ব্লগিং, ফোরাম
পোস্টিং, ক্লাসিফাইড এড
পোস্টিং এবং সোশ্যাল বুক
মার্কিং করতে হবে।

আপনি যদি
ভাল ব্লগ লিখতে পারেন তবে শুধু
প্রতিদিন একটা করে ব্লগ পোস্ট
দিয়ে, সেগুলো সোশ্যাল বুক
মার্কিং এবং ফোরাম পোস্টিং
এর মাধ্যমে ব্যাকলিংকিং তৈরী
করে দিয়েই হাজার হাজার
ভিজিটর এক দিনেই আনতে
পারেন। শুধু ব্লগ পোস্টিং এর
মাধ্যমে প্রতি মাসে লক্ষাধিক
টাকা আর্ন করা সম্ভব।

আপনি যদি ফোরাম পোস্টিং এর
কৌশলগুলো ভাল করে রপ্ত করতে
পারেন এবং সঠিক ফোরামে
সুন্দর পোস্ট দিয়ে সেখানে আপনার
লিংকটা ভিজিট করতে ভিজিটরকে উৎসাহিত করতে পারেন তাহলে শুধু ফোরামে
পোস্ট দিয়েই আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারেন।

আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। আমার এক ছাত্র প্রতিদিন অভিযোগ করে স্যার এতো এতো পোস্ট দিলাম কিন্তু ফলাফল শুন্য।

আমি জিজ্ঞাসা করি কয়দিন পোস্ট দিয়েছো? বলে ২ দিন দিলাম রেজাল্ট হয় না তাই আর
দেই না।

আসলে বিষয়টা এমন না।
রেজালন্ট হলেই আপনি কাজ
ভালভাবে করবেন এটা নয়; বরং
কাজ ভালভাবে করলেই রেজাল্ট
হবে। কাজ করছেন কিন্তু রেজাল্ট
পাচ্ছেন না, তার মানে হচ্ছে
কাজ সঠিকভাবে হচ্ছে না। যাইহোক যারা অনলাইনে আর্ন করতে চায় তাদের ৯৮% ফেল করে আর ২% সামনের দিকে এগিয়ে
যায়। অসীম ধৈর্য্য দরকার। আপনার যদি ধৈর্য্য থাকে, আমি আছি আপনাকে সহযোগিতা করতে।

♥আরো নতুন কিছু পেতে TipsAdd.Com ♥

Exit mobile version