Site icon Trickbd.com

[Exclusive Tune] মোবাইল খরচ মেটান ঘরে বসে, এন্ড্রোয়েডের মাধ্যমে! আর দুই দিনে রিচার্জ নিন ১০ টাকা!! সবাই পারবেন!!! (স্ক্রিনশট সহ) [আপডেটেড পোস্ট]

Unnamed

হ্যালো ফ্রেন্ডজ,

কেমন আছেন সবাই? আশা করি ভালো। এখানে সবাই প্রায় স্টুডেন্ড। আমাদের সবাইকেই মাসিক হাত খরচের জন্য বাবা মার কাছে হাত পাততে হয়। কেমন হয় যদি এখন থেকে আপনি আপনার নিজের হাত খরচ টুকু at least মোবাইল খরচ টুকু নিজেই আয় করতে পারেন? খুব একটা খারাপ হয়না, তাই না? তো চলুন দেখি কিভাবে বিট কয়েন আয় করে ফ্রিতে রিচার্জ নিয়ে আপনি নিজের মোবাইল খরচ টুকু নিজেই চালাতে পারবেন।

বিট কয়েন আয় করে ফ্রিতে রিচার্জ নিয়ে এর আগে ট্রিক বিডিতে অনেক পোস্ট হয়েছে। কিন্তু কয়েদিন আগেই ফ্রি বিট কয়েন সাইটে কিছু চেঞ্জ হয়েছে। তাই অনেকেই এটা ইউজ করতে পারছেন না। তাই নতুন করে বিস্তারিত এই পোস্ট করছি। এছাড়া আগের পদ্ধতিতে বিটকয়েন আয় করতে আপনাদের লেগে যাবে অনেক সময়। তাই কিভাবে তাড়াতাড়ি বেশি বিট কয়েন আয় করতে পারবেন এবং দ্রুত ফোনে রিচার্জ নিতে পারবেন সেটা জানাতেই আজকে আমার এই পোস্ট।

বিট কয়েন আয়ের জন্য সবার প্রথমে লাগবে একটি বিটকয়েন ওয়ালেট।
বিট কয়েন ওয়ালেট খুলতে এই লিংক এ যান।

তারপর নিচের স্ক্রিনশট অনুযায়ী একটি বিট কয়েন একাউন্ট খুলুন। আপনার অর্জিত বিট কয়েন এখানেই জমা হবে।

১. ইমেইল, পাসওয়ার্ড, নাম দিয়ে Create Account করুন।

২. আপনার ইমেইল একাউন্টে একটি মেইল যাবে। মেইলটি ওপেন করে লিংকে ক্লিক করুন-

৩. ভেরিফাই করার পর ইমেইল, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন-

৪. সাইন ইন করার পর যদি কোন দেশে আছেন তা সিলেক্ট করতে বলে তাহলে এখানে বাংলাদেশ না দিয়ে USA দিন এবং যেকোন একটি state সিলেক্ট করুন।

৫. উপরের মেনু থেকে Account এ যান। তারপর Get bitcoin address এ চাপ দিন-

৬. ছবির মত লেখাটি কপি করুন। এটাই আপনার বিট কয়েন এড্রেস।

৭. এবার এই লিংক থেকে FreeBitcoin BD অ্যাপটি ডাউলোড করে নিন। সাইজ ৩.৯ মেগাবাইট মাত্র।

৮. অ্যাপটি ওপেন করুন। ফাকা ঘরে ইমেইল, পাসওয়ার্ড এবং একটু আগে কপি করা বিট কয়েন এড্রেসটি দিন-

৯. Solve Media সিলেক্ট করুন-

১০. ক্যাপচা বসিয়ে সাইন আপ করুন-

১১. এরপর লগ ইন করুন-

১২. এবার আবারো Solve Media সিলেক্ট করে, ক্যাপচা দিয়ে ROLL এ ক্লিক করুন।

এতে আপনি সর্বনিম্ন ৩৫০ থেকে সর্বোচ্চ ৩৫০০০০ পয়েন্ট পেতে পারেন।
১ ঘন্টা পর পর একবার করে ROLL করতে পারবেন।
১০০০০ এর বেশি হলেই withdraw করতে পারবেন।

Withdraw করতে Withdraw বাটনে চাপুন-

Withdraw করলে তা আপনার কয়েনবেস একাউন্টে জমা হবে।
ব্যালেন্স চেক করতে-

এখন দেখুন কিভাবে অর্জিত বিটকয়েন দিয়ে ফোনে রিচার্জ করবেন

১. প্রথমে এই লিংকে এ যান। কোন সিমে রিচার্জ করবেন তা সিলেক্ট করুন-

২. এরপর নাম্বার বসান +88 সহ। আর কত টাকা রিচার্জ করবেন তা সিলেক্ট করুন-

৩. এরপর Checkout এ চাপ দিন-

৪. যে এড্রেসটি আসবে সেটি কপি করুন-

৫. এখন Coinbase সাইটে গিয়ে Send/request এ চাপ দিন-

৬. এবার স্ক্রিনশট অনুযায়ী সবকিছু বসিয়ে Send Funds এ চাপ দিন-

২ মিনিটের মধ্যে আপনার ফোনে রিচার্জ চলে আসবে!!

কিছু কথাঃ

* FreeBitcoin BD অ্যাপটি ওপেন করে যদি দেখেন IP Banned দেখাচ্ছে কিংবা আপনি রোল না করার স্বত্বেও টাইমার চলছে তাহলে অ্যাপ ক্লোজ করে দিন। তারপর নেট কানেকশন অফ করে আবার অন করুন। তারপর অ্যাপ ওপেন করুন। সমস্যা সমাধান হয়ে যাবে।

* আপনি প্রতি ঘন্টায় ১ বার Roll করতে পারবেন

* প্রতি রোলে ৩৫০-৩৫০০০০ পয়েন্ট পাবেন

* প্রতি সপ্তাহে লটারি হয়। লটারিতে জিতলে সর্বোনিম্ন ৫০০ টাকার পয়েন্ট থেকে সর্বোচ্চ ১০০০ ডলার জিততে পারেন।

* রিওয়ার্ড পয়েন্ট জমিয়ে জিতে নিতে পারেন আইফোন সহ নানা পুরষ্কার!!

কোন সমস্যা হলে নিচে কমেন্ট করুন।
ধন্যবাদ!