সবাই কেমন আছেন আশাকরি ভালোই আছেন ।আমাদের জাদের ব্লগ বা ওয়েব সাইট আছে তাদের অনেক কাজে প্রিপেইড বা মাস্টার কার্ডের দরকার পরে তাই রাখতে হয় । কান্তু যাদের নেই তাদের জন্য এই পোস্ট ।আমরা জানি যে মাস্টার কার্ডের মধ্যে Payoneer সবচেয়ে প্রচলিত কারন এটা দিয়ে প্রায় সব ধরনের অনলাইন প্রেমেন্ট করা যায় । তাই অমি এটা নিয়ে পোস্ট করলাম। Payoneer থেকে খুব সহজেই কার্ড নেয়া যায়। কান্তু অনেকে নাকি কার্ড পায়না ।তাই আপনারা কিভাবে সহজে কার্ড পেতে পারেন তা বলব । পথমে যা লাগবে তা হলো রেফারেল কারন রেফারেলের কার্ড অনেক দ্রুত পাওয়া যায় আর বোনাসও পাওয়া জায় । প্রথমে সাইন আপ করুন
এখান থেকে
সাইন আপ অবস্যই PC দিয়ে করতে হবে।আর সাইন আপ করতে যা লাগবে , আপনার ভেটার আইডি কার্ড,Gmail id,আপনার পোস্ট অফিশের নাম ইংরেজিতে ও পোস্টাল কোড জানা না থাকলো পোস্ট অফিস থেকে সংগ্রহ করুন । তাহলে শুরু করা যাক । প্রথমে আপনার Gmail id দিন ।তারপর আপনার ভোটার আইডি তে যে নাম আছে তা দিতে হবে ।আইডির নাম্বার টা দিন । আপনার ওখানে প্রথমে আপনার পোস্ট অফিশ যে ঠিকানা তা দিন কারন আপনার গ্রাম তারা ট্রেস করতে পারবে না ।তারপর কমা দিয়ে থানার নাম দিন আরেকটা Box পাবেন জেটাতে আপনার জেলার নাম দিবেন ।পোস্টাল কোড দিন । তারপর অপনার পাসওয়ার্ড দিন । অমি কাজগুলো এলোমেলো করে দিলাম কান্তু অপনারা তা ঠিক করে নিবেন । আশাকরি আপনি আপনার কার্ড পেয়ে যাবেন । তবে বোনাস পেতে হলে ১০০ ডলার লোড করতে হবে ।কারন কার্ড একটিভ করতে তার বাদসরিক ফি দিতে হয় ২৯ ডলার আর তা না দেওয়া পর্যন্ত আপনার কার্ড ব্যাবহার এর যোগ্য হবে না তাই যদি আপনার কার্ড ব্যাবহার করতে হয় তাহলে ১০০ ডলার লোড দেওয়াই ভালো হবে কারন এতে আপনার মাত্র ৪ ডলার খরচ হবে কার্ড একটিভ এর জন্য কারন আপনি ১০০ ডলার লোড পর ২৫ ডলার বোনাস পাবেন ।
অনেক নতুন সব ফিচার ও সুবিধা নিয়ে সাইটটি তৈরী করা হয়েছে একবার ঘুরে আশবেন আশাকরি ভালো লাগবে BlogBD24.Com