আমার আগের পোস্ট ওয়েব ব্রাউজারে কিভাবে ক্যাপচা ডাটা এন্ট্রি করা যায় সে বিষয়ে,
[This is Web version post with full screenshot]
এখানে কিভাবে পেমেন্ট মেথড এড করবেন – শেষে দেয়া আছে , ভাল করে খেয়াল করে পড়বেন । এসকল ছোট ছোট পেমেন্ট পেজা তে দিবেন না। পেঁজা খোলা না থাকলে এক ঝামেলা, ভেরিফাই করতে আরও ঝামেলা। ২ বার ভেরিফাই করা লাগে, ব্যাংক স্টেটমেন্ট দিয়ে পেমেন্ট ভেরিফাই , আইডি দিয়ে একাউন্ট ভেরিফাই, আর পেমেন্ট; পেয়জা তে দিবেন না, কারন পেয়জা তে ১ ডলার দিতে পেজার ফি ০.৩৫ ডলার, বাকি থাকবে ০.৭৫ ডলার। তারপরও পেজ এর থেকে ডিবিবিএল ,বিকাশে আনতে ৩ -৫ ডলার ফি, সব শেষ, পে আঊট করবেন বিটকয়েনে।
আজ দেব ক্যাপচা এপ কিভাবে ইউজ করবেন, আমার আগে একজন বলেছে এইটা কিন্তু কিভাবে ইউজ করতে হয় বলেন নি, আর কিভাবে ইন্সটল বা কোন কিছু স্ক্রিনশট ও দেননি। তাই আমি আজ বিস্তারিত লিখছি। (এটি কম্পিউটার বা ল্যাপটপ / এক কথায় উইন্ডোজ ব্যাবহার কারীদের জন্য এই পোস্ট)
- পেমেন্ট দিবেন বিটকয়েনেঃ
বিটকয়েন দিয়ে কিভাবে রিচার্জ করবে তা দেখুন এই লিংকে (সাথে থাকছে কিছু বিটকয়েন বিগ আর্ণিং সাইট, হাজারের ভেতর যে কয়টায় আমি এখন কাজ করছি)। মাত্র ৪ টায় কাজ করলে মাসে ৩০০ টাকা কমপক্ষে রিচার্জে আন্তে পারবেন, অথবা আমার মত ফ্রেন্ড দের কাউকে রিচার্জ করে দিয়া টাকা আটা নিয়ে নিতে পারেন কোন ঝামেলা ছাড়াই।
কখন কাজ করলে বেশি ডলার আসবেঃ সবসময় না, নির্দিষ্ট সময় বেশি আসেঃ
সবসময় আর ব্রাউজার আপনাকে প্রতি ৩০০০ ক্যাপচায় ১ ডলার দিবে। কিন্তু নির্দিষ্ট সময়ে আর এপ দিয়ে কাজ করলেই প্রতি ১০০০ ক্যাপচায় ১ ডলার আসবে। সময় ৪০ মিনিট থেকে ১ ঘন্টা লাগে। ১ ঘন্টায় ৭৭ টাকা সমস্যা কি?
যাহোক কখন বেশি কযাপচা পাবো তা ক্যাপচা সাইট এডমিন দের প্রশ্ন করলে আমাকে এই মেসেজ দিয়েছেঃ
“Sometimes there is a lot of workers and few recaptchas and you have to wait for a long time between recaptchas.
## To get more captchas you can:
1) solve all types of captchas – that way you will earn money instead of waiting;
2) work after 2:00 PM UTC in this time we have a lot of recaptchas – this is a great time to solve recaptchas without the need to wait for a long time.”
হিসাব করে দেখলাম Bangladesh সময় রাত ৮ -১২ টার পর পড়ে ( আমার সঠিক হিসাব করতে ভুল হচ্ছে, কেউ জানলে কমেন্টে জানান, আমি এড করে দেব) এসময় কাজ করলে অপেক্ষা ছাড়াই অনেক ক্যাপচা পাবেন ও বেশি রেটে।
“The time on solve captcha page means that we expect more captchas and rate will increase in the time indicated. ”
নিচে ছবি দেখুন, এই সময় শেষ হলে ০০ ঘন্টা ০০ মিনিট হলে ক্লাজ করতে হবে,
কিভাবে সফট ওয়ার ডাউনলোড ও ইন্সটল দিবেনঃ
সাইটে ঢুকে উপরে ডান পাশে লেখা “ওয়ার্ক থট ২ক্যাপচাবোট”
লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি।
ক্লিক করে ডাউনলোড করুন। এটি যেকোন ফোল্ডারে (পিসি এর) ফরম্যাট .exe তে সেভ হবে।
তারপর নিচের সিস্টেমে ইন্সটল করুন।
এবার যেখানে ডাউনলোড করেছিলেন সেখানে গিয়ে ইন্সটল করুন।
এরপর এপ ওপেন করে প্রথমে “গো ইমেইল” এ ক্লিক করে ইমেইল লগইন করবেন, নিচে ছবি দেখুন, আর
তারপর দেখবেন একই যায়গাতে “গো ২ক্যাপচা” লেখা – সেখানেই ক্লিক করে আবার আই ক্যাপচা সাইটে যা দিয়ে একাউন্ট করেছিলেন তাই দিয়ে একাউন্ট লগইন করেবন। ছবি দেখুন
এবার সাইটের নিয়মে ক্যাপচা পূরণ করুনঃ ওহ বলাই হয়নি, এই ক্যাপচা পূরণের বহু উপকারীতা আছে, চাকরী বাকরি সহ কোন সাইটে একাউন্ট করতে ক্যাপচা লাগে, এখানে অভ্যাস থাকলে আর পরে ভুল হবেনা , ঘাবড়াতেও হবেনা।
সাউন্ড অন এর ডান পাশে যে বক্স “নরমাল ক্যাপচা+রিক্যাপচা” এটা সিলেক্ট করুন, তাহলে বেশি ক্যাপচা আসবে আস তাড়াতাড়ি আসবে।
কোন যোগাযোগ: আমার ব্লগে কন্টাক্ট ফর্ম আছে।
স্কাইপ : smkhalidbd
ফেসবুকে যাওয়া পড়েনা বেশি তাই দিলাম না। না গিয়েও আইডি ব্লকড তাই দিয়ে কি লাভ 🙁