আসসালামু আলাইকুম, বন্ধুরা ও বোনেরা সবাইকে ট্রিকবিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আমার আজকের পোস্ট অনলাইনে আয় সেরা সাইট ফাইভার নিয়ে ২ টি বিষয় নিয়ে ঃ
- ফাইভারে কিছু সাবধানতা যা না জানলে একাউন্ট হারাতে পারেন (বাতিল হবে)
- সাথে থাকছে যে ৩ দেশের ক্রেতা দের এড়িয়ে চলবেন।
- ফাইভারে কিছু সাবধানতাঃ
- কারো কাছে কখনোই ফোন নাম্বার চাইবেন না, ইমেইল চাইবেন না, ফাইভার বাদে আর বাইরে কোথাও যোগাযোগ করা যায় এমন উপায় সে চাইলেও সেন্ড করবেন না।
- কারো কাছে কখনোই ফোন নাম্বার দিবেন না না, ইমেইল দিবেন না, ফাইভার বাদে আর কোথাও যোগাযোগ করা যায় এমন উপায় খোজ করবেন না। আর “@” এটা দিলেই আপনাকে লাল সংকেত দেখাবে , সেন্দ করলেই একাউন্ট হারাবেন, এটা তারা খুব কড়া করে প্রচলন করেছে।
- সারাদিন অনলাইনে থাকতে হবেনা, শুধু ১০ মিনিট পর পর ইমেইল চেক করবেন বা ১ ঘন্টা পর পর, মেইল পেলেই ফাইভারে লগিন করবেন, তারপর ইনবক্স থেকে রিপ্লে দিবেন, কিন্তু ইমেইল পড়ে ইমেইল এর রিপ্লে থেকে রিপ্লে দিবেন না।
- আপনি যে কাজই করবেন তার দাম তার কাছে সরাসরি চাইবেন না। যেমন এটা বলবেন না ইনবক্সে ” আমি এই কাজের জন্য ১০ ডলার বা ৫ ডলার চাই”। ইনবক্সে অফার দেওয়া সিস্টেম আছে, নিচের স্ক্রিনশট দেখুন, অফারে আপনি দাম লিখে দিবেন , সে রাজি হইলে এক্সেপ্ট করে নিবে, না হইলে সে বলবে আরো দাম কমান। তখন আবার নতুন দামে অফার দিবেন।
# যে মেসেজ পেয়েছেন তার নিচে লেখা আছে লাল মার্ক দেখুন :
- যে ৩ দেশের ক্রেতা দের এড়িয়ে চলবেন। কেননা এদের কাজ করে দিলেও এরা কাজ হয়নি বলে অর্ডার বাতিল করায় ও টাকা তার কাছে ফেরত যায়, কিন্তু কাজ তো সে ঠিক ই পেয়ে গেলো । এবং ইউজ করতে থাকলো। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ও অনেক এক্সপার্ট দের থেকে জানা। যারা অনলাইনে কাজ করে আস্ক করে জানতে পারেন।
- দেশ ৩ টি হলো ঃ
- ভারত বা ইন্ডীয়া।
- পাকিস্তান।
- ফিলিপাইন।
পারলে দক্ষিন এশীয় দের এড়িয়ে চলবেন। মেসেজ পেলেই আগে যাবেন প্রফাইলে, কোন দেশ দেখে তারপর কাজের কথায় আসবেন। কাজ করলে করতে পারেন এদের সাথে কিন্তু সে কাজ ফেরত নিলে আপনার খারাপ লাগবে। ফাইভার ওডেস্ক অনেকের প্রফাইলে ই তো লেখা থাকে যে, “আমি কোন ইন্ডীয়ান এর সাথে যোগাযোগ করবো না।” ……………
আমার ছোট্ট টিউটোরিয়াল চ্যানেলে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন
সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার কিছু উপকার হবে