Site icon Trickbd.com

[Online Earning]কিভাবে ব্লকচেইন বিটকয়েন ওয়ালেট খুলতে হয়?[পর্ব ০১]

Unnamed

সম্মানিত ভিসিটর আশা করি ভালো আছেন।আমিও ভালো
আছি।আমি মূলত এসইও নিয়ে ধারাবাহিক টিটোরিয়াল
দিতেসি বা টিউন লিখতেসি।আর আপনারা হইতো আমার
টিটোরিয়ায়ল/টিউন থেকে নানাবিধ তথ্য পাচ্ছেন।
এসইওর জন্য অথবা এসইও শুরু করার জন্য আপনাকে ইত্যাদি
বিষয় গুলো খুব ভালো মতে জানতে হবে।তাছাড়া
আপনারা এসইও করতে নানাবিধ সমস্যার মুখামুখি হবেন।
অহ,আমিতো শুধু অন্য দিক নিয়ে লিখা শুরু করলাম কাজের
কথায় আসি আজকে আমি আপনাদেরকে দেখাবো
কিভাবে ব্লকচেইন থেকে বিটকয়েন ওয়ালেট/এক্যাউন্ট
খুলতে হয়। চলুন তার জন্য আপনাকে আপনার ব্রাউজার এ

যেতে হবে।তারপর ওয়েব এড্রেস এর জায়গায় লিখবেন
https://blockchain.info/
তারপর নিচের স্ক্রিনশুট এর মতো
ওয়ালেট লেখাতে ক্লিক করুন।ওয়ালেটে ক্লিক করার পর নিচের স্ক্রিনশুট এর মতো ইন্টারফেস আসবে।তখন Create Your Wallet এ ক্লিক করুন।
Create Your Wallet এ ক্লিক করার পর নিচের স্ক্রিনশুট এর
মতো ইন্টারফেস আসবে।সেখানে ইমেইল ও পাসওয়ার্ড
এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন
চেক বক্স এ টিক দিয়ে Continue তে ক্লিক করুন।
তারপর আপনার ইমেইল গিয়ে দেখাবেন একটা মেইল
এসেছে ব্লকচেইন থেকে ঐ ইমেইল টি ভেরিফাই করুন
এইভাবেই আপনি খুব সহজে বিটকয়েন ওয়ালেট/এক্যাউন্ট
খুলতে পারবেন।

বিঃদ্রঃ আমাদের কাজ শেষ তারপরও না বুঝলে কমেন্ট করেন। শুধু না বুঝলে না উপকার হলে কমেন্ট করবেনা কেন? ধন্যবাদ।।।

ভালো লাগলে অবশ্যই Comment
করবেন । সবাই কে ধন্যবাদ ।

নিয়মিত আমার টিউন পেতে TrickBD এর সাথে থাকুন।

প্রতিদিন এইরকম আরও টিপ্স পেতে আমার সাইট থেকে ঘুরে আসুন – 24TuneBD.Ga
01758143289