ফেসবুক বিজ্ঞাপন কি?
পত্রিকা,টিভি,রেডিও অন্যান্য মাধ্যমের মত ফেসবুকও এমন এক
মাধ্যম,যার মাধ্যম আপনি আপনার কোম্পানী/পেইজ/ওয়েবসাইট/
প্রোডাক্ট এর বিজ্ঞাপন দিয়ে মুহুর্তের মধ্যে লাখো মানুষের
কাছে আপনার বিজ্ঞাপনটি পৌঁছে দিতে পারেন।
ফেসবুকে কেন বিজ্ঞাপন দিব?
বাংলাদেশেও এখন অন্যান্য উন্নত দেশের মত সুযোগ
বেড়েছে, আজ থেকে কয়েক বছর আগেও মানুষের হাতে
তেমন মোবাইল ফোন ছিল না। এখন ধনী গরীব সবার হাতেই
অন্তত ১টি করে মোবাইল পাওয়া যায়। আজকাল অনেক মানুষ
ইন্টারনেট মানেই ফেসবুক কে বুঝে থাকে। মনে করে
ফেসবুকই ইন্টারনেট। বিষয়টা বিজ্ঞদের কাছে হয়তো হাস্যকর
মনে হবে। কিন্তু এটাই সত্যি।
আর এখন অনেকে আছে যারা ১০ টাকা খরচ করে কাগজের
পত্রিকা হাতে ধরে খবর পড়ে না,কারন যুগ পাল্টে গেছে, এখন
মাত্র একজন মিনিটের মধ্যে ফেসবুকে প্রবেশ করলেই
বাংলাদেশের সকল পত্রিকার খবর একসাথে পেয়ে যায়,আর
যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম,আর ফেসবুকে প্রবেশ
করলেই খুব সহজেই সকল বন্ধুর সাথে যোগাযোগ করতে
পারে।তাই কোন কাজ করুক বা না করুক অন্তত ১বার এর জন্য হলেও
ফেসবুক একাউন্ট চেক করবে।
আর আমাদের দেশে গতানুগতিক অ্যাড দেয়া হয় পেপার-পত্রিকায়,
যা কিনা কোন নির্দিষ্ট শ্রেণী বা বয়সের মানুষের কাছে পৌঁছে
দেয়া সম্ভব নয়।
আপনি অ্যাড দেয়ার সময় নিশ্চয়ই চাবেন এমনটা।
আপনি আপনার ব্যাবসা/পণ্য এর বিজ্ঞাপন দেয়ার সময় অবশ্যই ঠিক
সেই নির্দিষ্ট মানুষ দেরই টার্গেট করা উচিৎ।
এতে আপনার লক্ষপূরন অনেকটা নিশ্চিত হয়ে যায়।
এবং এটা শুধু ফেসবুকেই সম্ভব। ফেসবুকে সবার পেশা, ভাষা,
আগ্রহ ইত্যাদি অনুযায়ী শ্রেণী ভাগ করা যায়।
যাতে করে আপনি আপনার বিজ্ঞাপন পৌঁছে দিতে পারবেন আপনার
তাই আপনি আপনার কোম্পানী/পেইজ/ওয়েবসাইট/প্রোডাক্ট
এর বিজ্ঞাপন দিয়ে মুহুর্তের মধ্যে লাখো মানুষের কাছে
আপনার বিজ্ঞাপনটি পৌঁছে দিতে পারেন।
সংক্ষেপেঃ
০১. ফেসবুক পেইজে লাইক বাড়তে
০২. লাইক বাড়ানোর মাধ্যমে অনেক মানুষ আপনার পেইজের
সঙ্গে সম্পৃক্ত হবে
০৩. পেইজে কোন পোস্ট দিলে তা লাইক দেওয়া
ব্যবহারকারীরা দেখতে পারবেন
০৪. অ্যাপ্লিকেশনের বিজ্ঞাপন দিলে অনেক ব্যবহারকারী
অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে
০৫. ইভেন্টের বিজ্ঞাপন দিলে অনেক ব্যবহারকারী ইভেন্টে
অংশ নিবে
০৬. কোন সংবাদের বিজ্ঞাপন দিলে ওয়েবসাইটে ভিজিটর বা পাঠক
বাড়বে।
ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আপনাকে যা যা করতে
হবেঃ
১. Title যা লিখবেন তা স্পেসসহ ২৫ ক্যারেক্টার হতে হবে
২. Body তে যা কিছু লিখবেন তা স্পেসসহ ৯০ ক্যারেক্টার হতে
হবে
৩. ছবির pixel 600*225 হতে হবে
৪. আপনি সর্বোচ্চ ৬টি ছবি দিতে পারবেন পেজের অ্যাডের
জন্য
৫. আপনাকে Location, Age, Gender (target audience) বলে
দিতে হবে
আপনি আপনার পেজ প্রোমোটের জন্য উপরে উল্লেখিত
যেকোনো একটি প্যাকেজ নিতে পারেন।
ফেসবুক কিভাবে চার্জ করেঃ
ফেসবুক মুলত চার্জ করে তিনটিভাবে
১. Cost Per 1000 Impressions (CPM)ঃ আপনার বিজ্ঞাপনের ১০০০
ইম্প্রেশনের উপর নির্ভর করে ফেসবুক একটা চার্জ করে।
২. Cost Per 1000 People Reachedঃ আপনার বিজ্ঞাপনে প্রতি ১০০০
মানুষ বিজ্ঞাপনটি দেখেছে, তার উপর ভিত্তি ফেসবুক একটা চার্জ
করে
করছে বা কতটি likes আসছে, তার উপর ভিত্তি করে ফেসবুক
একটা চার্জ করে।
তবে Facebook Page Promote করতে চাইলে ফেসবুক একটি
price rate বলে দেয় likes এর জন্য সেটি নিচে দেওয়া হলঃ
$5 = 400BDT = Est 44 – 176 Likes per day
$10 = 800BDT = Est 88 – 353 Likes per day
$15 = 1200 BDT = Est 132 – 529 Likes per day
$20 = 1600BDT Est 176 – 706 Likes per day
$25 = 2000BDT Est 221 – 882 Likes per day
আপনি ইচ্ছা করলে এর চেয়েও বেশি টাকার অ্যাড দিতে পারেন।
অপনার কাছে কার্ড নেই । কিভাবে বুস্ট দিবেন ?
ফেসবুক বুস্টের জন্য কার্ড থাকা জরুরী। কিন্তু কার্ড পেতে
অনেক ফরমালিটি আছে ও সময়ের ব্যবহার। আমার কাছে
পেওনিয়ার কার্ড নেই। কিন্তু গিফট কার্ড ব্যবহার করে আমি আমার
পেইজে বুস্ট দিয়ে থাকি। আপনার কাছে কার্ড না থাকলে
অন্যের কার্ড ব্যবহার করতে পারেন। কিন্তু তা মোটেও নিরাপদ
নয়। যদি আপনি নিরাপদে বুস্ট দিতে চান তাহলে নিজের কার্ড ব্যবহার
করুন, নতুবা গিফট কার্ড ব্যবহার করুন। গিফট কার্ডের ব্যবহার
সবচেয়ে নিরাপদ ও সবচেয়ে সহজ।
সময় পেলে আমার সাইটে ঘুরে আসবেনSomaiBD.Com
Need Any Help Call Me 01758143289