আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?

আজকে বড় একটা পোস্ট করতে যাচ্ছি। আর এই বিষয়টা এখন সকলের চাহিদা। আর সেটা হলো ওয়েব Login Textnow কিভাবে খুলবেন। আর এটা দিয়ে Whatsapp ও হবে আনলিমিটেড। সমস্ত প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিবো আজ।

চলুন শুরু করা যাকঃ

প্রথমত আপনাদের বেসিক কিছু সেটিংস করতে হবে। যেমন:

ফোনের সেটিংসে যাবেন তারপর Additional Settings

আমার ফোনে এভাবে থাকলেও অন্যদের ফোনে Date & Time থাকতে পারে। সেটায় যাবেন।

এখান থেকে Region কে United States করে দিবেন।

আবার Time ও United States New York করে দিবেন।

ফোনে ফ্লাইট মোড অন করে দিবেন। অবশ্যই Wifi দিয়ে হতে হবে।

এখন আপনাদের iP লাগবে। আইপি আপনারা কিনেও নিতে পারেন আবার ফ্রিতেও নিতে পারেন।

আইপি কিনার জন্য আপনারা বিভিন্ন সাইট ইউজ করতে পারেন। আমি Dichvusocks ইউজ করতেছি।

আর ফ্রি আইপি নেওয়ার জন্য একটি অ্যাপ আছে Play store এ Socks pRoxy লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।

আইপি নেওয়ার পর আপনারা Super Proxy অ্যাপ এ আইপি কানেক্ট করবেন।

আইপি কানেক্ট হবার আপনাদের একটি ব্রাউজার লাগবে এর নাম হচ্ছে DuckDuck Go

ডাউনলোড করে ওপেন করুনঃ

এরপর Textnow Wireless লিখে সার্চ করুনঃ

এখন এটাকে Desktop ভার্সন করে দিবেনঃ

এরপর wireless এর যেই লিংকটা আছে সেটায় ক্লিক করুন।

এখন এই পেইজে Get Sim খুঁজে বের করুন আর সেটায় ক্লিক করুন।

নতুন একটি পেইজ বের হবে সেখানে আপনাদের Email, Full Name, Street, city, State, Zip Code, Number ইত্যাদি দিতে হবে।

ইমেইলের জায়গায় আপনারা যেকোন একটা মেইল দিবেন Temp মেইল হলেও হবে।।

আর বাকী সব কম্পলিট করার জন্য Fakexy সাইট থেকে ফেইক US এড্রেস নেইম পেয়ে যাবেন। সেখান থেকে কপি করে নিবেন।

নাম্বারের জায়গায় যেকোনো নাম্বার দিলেই হবে। Fakexy থেকে আপনারা নাম্বারও পেয়ে যাবেন।

এর পর কার্ড দিতে হবে। আপনারা আনলিমিটেড কার্ড কোথায় পাবেন?

মজার বিষয় হলো সব সময় একটা কার্ডেই হয়ে যায় তাই নিচে একটা কার্ড ডিটেইলস দিয়ে দিবো।

সেটাই ইউজ করবেন। 😀

💳 Card: 5195359728021241|01|2026|416

এরপর Complete Order এ ক্লিক করবেন। এরপর কিছুক্ষন লোড নিবে।

লোড নেওয়ার পর আপনারা দেখতে পাবেন signup করার ৩ টা অপশন। Sign Up With Facebook, Google, Apple.

আপনারা যেকোনো একটা দিয়ে করে নিতে পারবেন। আনলিমিটেড জিমেইল তো আর সহজে হয় না তাই আপনারা ফেইসবুক দিয়ে করবেন। কারন ফেইসবুক আনলিমিটেড খোলা সহজ। নয়ত ২/৩ টাকা করে কিনতে পাওয়া যায় কিনে নিবেন 😴

এরপরেও ফেসবুক আনলিমিটেড না হলে আমাদের টেলিগ্রামে ভিডিও দিয়ে দিবো আনলিমিটেড ফেসবুকের।

নিচের মত ক্যাপচা আসতে পারে। আসলে ট্যাপ করে ধরে রাখবেন।

যাইহোক এখন আপনাদের লগিন হয়ে যাবে। লগিন হলে নিচের মত Logout লেখা থাকবে। এর মানে একাউন্ট লগিন হয়েছে।

এরপরে আপনাদের নতুন ট্যাব খুলে সেখানে Textnow Message লিখে সার্চ দিতে হবে।

আবার Desktop ভার্সন করে নিবেনঃ

তারপর এই লিংকে প্রবেশ করবেন।

দেখতে পাবেন নাম্বার এরিয়া কোড চাইবে।

এখান থেকে কানাডার যেকোন এরিয়া কোড দিয়ে নাম্বার নিবেন। কারণ কানাডার সব নাম্বার দিয়েই Whatsapp হবে।

নাম্বার শো করলে নাম্বার চেক করে নিবেন Whats app হবে কিনা।

চেক করার পর যেটা ভালো নাম্বার হবে সেটা সিলেক্ট করে Continue এ ক্লিক করবেন।

এরপর দেখুন আপনাদের নাম্বার নেওয়া হয়ে গেছে।

🎉🎉🎉🎉

অভিনন্দন আপনি সফল হয়েছেন 😊।

এখন এই নাম্বারে Whatsapp কোড পাঠান। Whatsapp এর Language আরবী করে নিবেন। আরবী না করলে কোড যাবে না। কারণ Textnow কম্পানি তাদের নাম্বারে OTP কোড নেওয়া ব্লক করে রেখেছে। কিন্তু ভূলবশত তারা English টা ব্লক করেছে এরাবিক টা করে নাই। বলতে গেলে এটা একটা গ্লিচ। তাই Whatsapp এরাবিক করে নিবেন।

তাহলেই কোড চলে আসবে।

এখান থেকে নেওয়া নাম্বারে আমি Whatsapp খুলতেছিঃ

এই যে দেখুন আরবী কোড চলে এসেছেঃ

আমার কানাডা Whatsapp 🤩

এখন আপনারা Whatsapp কোথায় বিক্রি করবেন?

এরজন্য বড় একটি Telegram Bot আছে সেখানে আপনারা সকল দেশের Whatsapp বিক্রি করতে পারবেন। বাংলাদেশের Whatsapp ও সেল দেওয়া যাবে। আর কোন বায়ার খোঁজা লাগবে না স্ক্যামের শিকারও হওয়া লাগবে না।

Bot Link: Whatsapp OTP Sell Bot

কিভাবে বিক্রি করবেন?

এখানে সহজেই বিক্রি করা যায়। শুধু + ছাড়া Country Code সহ নাম্বার দিবেন। এরপর Whatsapp এ কোড যাবে সেই কোড আপনাদের Proccessing মেসেজ কে Reply করে সেন্ট করতে হবে। নিচের মতঃ

আর পেমেন্ট instant পাবেন। সর্বনিম্ন ৩$ হলেই Withdraw দিতে পারবেন দিনে একবার।

যেকোন দেশের Telegram Sell দিতে চাইলে আমাকে নক দিয়েন 🙃

তো পোস্ট এই পর্যন্তই। যদি একাউন্ট খুলতে সমস্যা হয় নিচে কমেন্টে জানাবেন অথবা আমাদের টেলিগ্রামে ভিডিও দেওয়া আছে দেখতে পারেন। ❤️

নিত্য নতুন পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।

এমন মেথড আরো পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রামে.

Telegram: Team X Hridoymini

22 thoughts on "Web Login Textnow Method | আনলিমিটেড Whatsapp খুলে ইনকাম 🔥"

  1. কাব্য Author says:
    register a link ta dile valo hoto get sim pc te asteche na
    1. Hridoy Mini Expert Author Post Creator says:
      আসবে ভাই ভালো করে খুঁজুন ধন্যবাদ
  2. Farhan Ahmed Author says:
    ভালো কিছু area কোড দেন। যেটা Whatsapp support করে।
    1. Hridoy Mini Expert Author Post Creator says:
      কানাডার সকল এরিয়া কোড Whatsapp সাপোর্ট করে
  3. parves78 Contributor says:
    Sideline web method niya post korn vai
    1. Hridoy Mini Expert Author Post Creator says:
      জানলে জানাবো
  4. atikraz Contributor says:
    একটা whatsapp একাউন্ট খুলতে অলমস্ট কত সময় লাগবে?
    প্রতি আইডিতে কত পেমেন্ট করে?
    1. Hridoy Mini Expert Author Post Creator says:
      আইপির উপর,,,, সবার তো এক সময় লাগবে না। যে যত অভিজ্ঞ হবে তত কম সময় লাগবে।
  5. atikraz Contributor says:
    অনেক সুন্দর পোস্ট।
    গুছিয়ে স্পস্টভাবে বুঝিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ
  6. cawen82950 Contributor says:
    Vai, 1ta WhatsApp account e koto tk dey?
    1. Hridoy Mini Expert Author Post Creator says:
      12 tk তবে রেইট আপ ডাউন হয়,, কিছুদিন আগে ২৫ টাকা ছিলো।
  7. Sohel Rana Contributor says:
    3,4 ta wharts app khular por… r khola jay na, try 1h dekhay, er solution ki??
    1. Hridoy Mini Expert Author Post Creator says:
      সিম খুলে নিন
  8. কাব্য Author says:
    An error has occurred dekhay
    1. Hridoy Mini Expert Author Post Creator says:
      আইপি ভালো না। পেইড আইপি ইউজ করেন।
  9. Shakib Contributor says:
    Great post
    1. Hridoy Mini Expert Author Post Creator says:
      ধন্যবাদ
  10. tanver583 Contributor says:
    একটা টেক্সট নও দিয়ে কয়টা নম্বর নিতে পারব?
    1. Hridoy Mini Expert Author Post Creator says:
      মোবাইল আপ এ করলে দুইটা, আর ওয়েব এ একটা
  11. Shofikul Islam Author says:
    বাট এখানে অনেক বড় একটা সম স্যা হওয়ার চান্স আছে , ডেট আর ফরম্যাট কান্ট্রি জি এমটি পরিবর্তন করলে রিজন লক লাগার চান্স থাকে , এটা একরার হয়ে গেলে সেই ফোন ঠিক করতে ৫০০/৬০০ টাকা লাগবে। স্পেসালি এটা স্যামসাং ফোনে বেশি হয়।
    1. Hridoy Mini Expert Author Post Creator says:
      আপনার ভুল ধারনা

Leave a Reply