Site icon Trickbd.com

[Mega Post] মোবাইল দিয়ে Youtube থেকে টাকা ইনকাম করার সম্পূর্ণ কোর্স। (Complete Guide.সবাই বুঝতে পারবেন-Bug Fixed)

Unnamed

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। এবং আগামীতে ভাল থাকবেন এই কামনা রইল।

আজ আমি আপনাদের সামনে ইউটিউব থেকে টাকা ইনকামের ৪ টি পর্ব একসাথে নিয়ে হাজির হয়েছি।

আর ৪ টি পর্ব এজন্য Mix করেছি, যাতে নতুনদের জন্য বুঝতে সমস্যা না হয়। অতএব পোষ্ট টি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন।

        ১ম পর্ব…

আমরা এ পর্বে যা যা করবোঃ

১.একটি ইউটিউব চ্যানেল খুলবো

২. চ্যানেলটি একটু সাাজাবো।

৩.চ্যানেলটি ভেরিফাই করবো।

তো চলুন!! ” প্রথমে google chrome অপেন করুন।অপেন করার পর ডান পাশের তিনটি ডট আইকনে ক্লিক করে Reguest Desktop site এ ঠিক চিন্হ দিয়ে দিন নিচের ছবির মত। 

তারপর আপনি google এ যান এবং আপনার একটি gmail অ্যাকাউন্ট লগিন করে নিন। আর ইমেইল না থাকলে নতুন একটি gmail খুলে নিন।

gmail লগিন করার পর ডুকবেন youtube এ। ডুকার পর আপলোড আইনকেন ক্লিক করুন। নিচের ছবির মত।

ক্লিক করার আপনার চ্যানেলের নাম চাইবে, যেটি ইচ্ছে দিতে পারেন। নিছের ছবির মত। 

নাম দেওয়ার পর create channel এ ক্লিক করুন। ক্লিক করার পর একটি নতুন উইন্ডো অপেন হবে, আপনি নিচের ছবিগুলোর অনুসরণ করুন।


চ্যানেলেটা কি সমপর্কে হবে একটু সাজিয়ে লেখবেন। এখানের কাজ শেষ হলে video manager এ ক্লিক করবেন।

ক্লিক করার আরেকটি পেজ অপেন হবে, আপনি channel এ ক্লিক করুন। নিচের ছবির মত।

তারপর আরেকটি নতুন পেজ আসবে। নিচের ছবির মত।

আপনি Verify এ ক্লিক করুন।
ক্লিক করার আপনি আপনার দিয়ে চ্যানেলটি ভেরিফাই করে নিন। নিচের ছবিগুলোর মত।


যদি ভেরিফাই করতে পারেন তাহলে নিচের ছবির মত দেখতে পারবেন।

প্রথম পর্বের কাজ শেষ।

প্রথম পর্বের কিছু দিক নির্দেশনা।

১. আপনি শুধু google chrome দিয়েই ইনকাম করতে পারবেন। অন্য কোনো ব্রাউজার দিয়ে পারবেন না।

২. আপনি যেই বিষয়ে একটু বেশি বুঝেন ঐই বিষয়েই ভিডিও বানাতে পারেন।

৩.ইনকাম করতে আপনাকে প্রথম কয়েক মাস একটু মেহনত করতে হবে।

৪. আপনাকে একটু ধৈর্য ধরতে হবে।

         দ্বিতীয় পর্ব…

এ পর্বে যা যা থাকছে..

১.নিয়ম নীতি মেনে ভিডিও আপলোড।

২.আপনার ভিডিও থেকে টাকা ইনকাম।

৩.google adsense এর জন্য আবেদন।

তো প্রথমে আমরা ভিডিও আপলোড দিবো।
প্রথমে google chrome অপেন করে Reguest desktop site এ টিক চিন্হ দিয়ে দিন।

তারপর www.youtube. com এ যান। যাওয়ার পর ডানপাশের আপলোড আইকনে ক্লিক করুন। নিছের ছবির মত।

ক্লিক করার পর একটি আপলোড পেজ অপেন হবে।আপনি Select files to upload এ ক্লিক করুন। নিছের ছবির মত।

ক্লিক করার পর আপনার ফাইল ম্যানেজার অপেন হবে, আপনি যেই ভিডিওটা আপলোড দিবেন সেইটা সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর দেখবেন ভিডিওটি আপলোড হচ্ছে। নিচের ছবির মত।

তারপর এই ছবিটির অনুসরণ করুন।

title


আপনার ভিডিওটির নাম অথবা ভিডিওটির কি কাজের তা সংক্ষিপ্তভাবে সাজিয়ে লেখবেন।

তবে শর্ত হলো আপনাকে আপাতত টাইটেল ইংলিশে লেখতে হবে। কারন google adsense বাংলা সাপোর্ট করেনা।

তবে google adsense এপ্রোভ হওয়ার পর সবই বাংলায় লিখতে পারবেন। আপাতত title.discription. tag ইংলিশেই লেখবেন।

Discription


আপনার ভিডিওটি কি কাজের বা ভিডিও তে কি আছে তা সাজিয়ে লেখবেন।

Tag


ট্যাগ হলো একটি গুরুত্বপূর্ণ বিষয় কারন এই ট্যাগ দ্বারায় ইউটিউব আপনার ভিডিও খুজে দিবে। অতএব ট্যাগ ভেবে-চিনতে দিবেন।

তার পর সুন্দর একটি thumbnail দিবেন, কারন thumbnail দেখেই viewer রা ভিডিও দেখে।


সব কিছু দেয়া সমপন্ন হলে আমার সাথে মিলিয়ে দেখুন।

সর্বশেষে publieh এ ক্লিক করবেন।
নিচের ছবির মত।

তারপর দেখবেন আপনার আপলোড কৃত ভিডিও এর শেয়ার লিংক শো করছে, নিচের ছবির মত

এখন video manger এ ক্লিক করুন।
নিচের ছবির মত।

পরে video manager এ আপনার ভিডিও টি দেখতে পাবেন।

এখন আমাদের ভিডিও আপলোড সমপন্ন হলো। তো এখন দেখাবো কিভাবে আপনারা ভিডিও থেকে টাকা ইনকাম করবেন।

শুনুন ভাই!!!! আগে জেনে নিন ইউটিউব থেকে টাকা ইনকাম টা কিভাবে হয়।

ইউটিউব থেকে ইনকাম হয় ad click থেকে অর্থাৎ যখন আপনার google adsense অ্যাকাউন্ট এপ্রোভ হবে তখন তারা আপনার ভিডিও তে বিভিন্ন কোম্পানির Ad দিবে, তারপর যদি কোনো viewer আপনার Ad এ ক্লিক করে তখন আপনার ইনকাম হবে অন্যথায় নয়।

অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে, ভাই কতো view তে কতো ডলার ?

আসলে ভাই view এর উপর নির্ভর করে টাকা ইনকাম হয়না, তবে বলা যায় যে যতো বেশি view ততো বেশি ad শো করবে আপনার ভিডিও তে।

আসুন কাজে ঝাপিয়ে পড়ি ,

তো ভাই Youtube থেকে ইনকাম করতে হলে প্রথমে Monetization ইনাবল করে নিতে তারপর google adsense এর জন্য আবেদন করতে হবে।

আসুন দেখে নেই monetization ফাংশন কোথায় আছে এবং কিভাবে তা enable করবেন।

প্রথমে ডানপাশের ফটোতে ক্লিক করুন।
নিচের ছবির মত।

setting আইকনে ক্লিক করুন নিচের ছবির মত

ক্লিক করার নতুন একটি পেজ আসবে। আপনি view additional features এ ক্লিক করুন। নিচের ছবির মত

ক্লিক করার পর monetization ফাংশন দেখতে পারবেন। নিচের ছবির মত।

এখানে লেখা আসছে যে, আপনার দেশের জন্য monetization প্রযোজ্য না। তো এখন আমরা কান্ট্রি চেন্জ করে monetization এনাবল করবো।

বাম পাশের advanced এ ক্লিক করুন।
নিচের ছবির মত

তারপর কান্ট্রি United States দিয়ে দিন।
নিচের ছবির মত।

তারপর নিচ থেকে save এ ক্লিক করুন।
নিচে ছবির মত।

এখন আমরা monetization এনাবল করবো। আবার status an features এ ক্লিক করুন। নিচের ছবির মত।

এখন দেখেন monetization এনাবল করার অপশন আসছে।

আপনি এনাবলে ক্লিক করুন।

এখন সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারন আমি আর স্কিনশর্ট দিয়ে লিখতে পারছিনা। আরো ৩০ টা স্কিনশর্ট বাকী আছে। তো আপনারা অনুগ্রহ করে ভিডিও টি দেখে বাকী কাজ গুলো সমপন্ন করে নিন।

       তৃতীয় পর্ব…

      এ পর্বে যা যা থাকছে….

১.মোবাইল দিয়ে google adsense-এর জন্য আবেদন।

২.কিভাবে বুঝবেন যে আপনার ইনকাম হচ্ছে।

প্রথমে আমরা google adsense এর জন্য আবেদন করে নেয়।কারন google adsense ছাড়া ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন না।

প্রথমে google chrome গিয়ে Request Desktop Site টিক চিন্হ দিয়ে www.youtube. com এ প্রবেশ করুন।

তারপর নিচের স্কিনশর্ট গুলো অনুসরণ করুন।


তারপর Monetization Enable এ ক্লিক করুন।

তারপর Setup Adsense ক্লিক করুন।

তারপর Next এ ক্লিক করুন।

তারপর আপনাকে ডাইরেক্ট google এ নিয়ে যাওয়া হবে। আপনি আপনার google অ্যাকাউন্টে লগিন করে নিন। আমার লগিন করা অাছে তাই yes চাচ্ছে ।

তারপর আপনার youtube চ্যানেলের url এবং content lenguage দেখাবে। আপনি শুধু Save And Continue এ ক্লিক করুন।

তারপর একটি ফরম আসবে। আপনারা এই ফরমটি খুব মনোযোগ দিয়ে পূরণ করুন।আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি যে, আপনারা কিভাবে এই ফরমটি পূরণ করবেন।

Country


Bangladesh

Time Zone


Dhaka

Account Type


যদি আপনি Businessman না হোন তাহলে Individual দিবেন। আমার জানা মতে আপনারা কেউ Businessman না, অতএব Individual ই দিন।

Name And Addresses


নামটা কিন্তু খুবিই important, আপনি আপনার ঐ নাম দিবেন যে নাম আপনার। National Id তে আছে অথবা Voter Id তে আছে। নাম ভুল হলে টাকা উঠাতে সমস্যা হবে।(যারা নাম ভুল দিয়ে ফেলেছেন তারা আমার সাথে যোগাযোগ করুন।)

আর যদি আপনার আইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার বাবা, মা অথবা অন্য কারো আইডির নাম দিন।

Address Line 1


যদি আপনি গ্রামে থাকেন তাহলে Address Line 1 এ আপনার এলাকার নাম এবং পোষ্ট অফিসের নাম দিবেন।

আর যদি শহরে থাকেন তাহলে আপনার বাসার নাম্বার দিবেন।

Address line 2


আপনার থানার নাম দিবেন।

City


অাপনার সিটির নাম দিবেন।

Postal Code


আপনি আপনার এলাকার পোষ্টাল কোড দিবেন। যদি আপনার এলাকার পোষ্টাল কোড না জানেন তাহলে নিচে কমেন্ট করুন

primary contact


আপনি আপনার ঐ নাম দিবেন যে নাম আপনার National Id তে আছে অথবা Voter Id তে আছে।

তারপর আপনার ফোন নাম্বার এবং আপনার ইমেইল দিবেন। তারপর সবগুলো তে yes দিয়ে Submit my application তে ক্লিক করুন।

সবগুলো লেখা শেষ হয়ে গেলে আমার সাথে মিলিয়ে দেখেন।


এখন যদি আপনার পূরণকৃত ফরমটি সঠিক থাকে তাহলে Google থেকে আপনাকে ১০-১২ ঘন্টা পরে একট একটি মেইল দেয়া হবে। নিচের ছবির মত।

তারপর আবার ২-৩ ঘন্টা পর youtube থেকে আপনার কাছে আরেকটি মেইল আসবে।

এই ফটো তে লেখা আছে দেখেন Monetise My video অর্থাৎ আপনার ভিডিও তে Ad শো করানোর জন্য বলতেছে।

তো কিভাবে ad show করাবেন এবং কিভাবে বুঝবেন যে আপনার ইনকাম হচ্ছে এর জন্য এই ভিডিওটি দেখে নিন।

        চতুর্থ পর্ব….

     এই পর্বে যা যা থাকছে।

 ১.Google Adsense এ প্রবেশ।

২.google adsense-এআপনার মোট কত টাকা জমা হয়েছে ।

৩.কিভাবে টাকা তুলবেন।

তো চলুন কাজে ঝাপিয়ে পড়ি !!

প্রথমে আপনি google chrome দিয়ে www.google.com/adsense-এ প্রবেশ করবেন।

আর যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তারা Play Store থেকে Google Adsense সফটওয়্যারটা ডাউনলোড করে নিবেন।

Adsense সাইন ইন করার জন্য নিচের স্কিন শর্টদ্বয় ফলো করুন।


আপনি এখানে ঐ gmail দিয়ে Sign In করবেন যে Gmail দিয়ে অ্যাডসেন্সের জন্য আবেদন করেছিলেন। Sign In করলে নিচের মত একটি পেজ অপেন হবে।

এখানে আপনি আপনার Youtube এর সব তথ্য পাবেন। অর্থাৎ কত টাকা google adsense এ জমা আছে মোট কত জন্য আপনার Ad click করেছে, মোট কতজনে আপনার Page view করেছে।

আপনি Performance-এ ডেট সিলক্ট করে সব কিছু দেখতে পারেবন।

(Cpc, Impression,Page CTR ইত্যাদি এগুলো নিয়ে আরেকটি পোষ্ট করবো।)

এখন দেখাবো কিভাবে দেখবেন মোট কত টাকা জমা আছে আপনার Google Adsense-এ। প্রথমে বাম পাশ থেকে Performance Report এ ক্লিক করুন।

তারপর Default Report-এ ক্লিক করুন।

তারপর Add-এ ক্লিক করে Products এ ক্লিক করুন।

তারপর Hosted Content For Adsense- টিক চিন্হ দিয়ে Apply-এ ক্লিক করুন।

তারপর এখান থেকে Date Select করে আপনার মোট আর্নিং দেখতে পারবেন।


এখানে আপনি সব তথ্য নিচ থেকে দেখতে পারবেন।

আসুন!! এখন দেখে নেই কিভাবে টাকা উঠাতে হয়।

(বিঃদঃ) 100$ এর কমে টাকা উঠানো যায়না!! 10$ হলে আপনাকে Pin Verification করতে হবে। পরে ১০০$ হলে উঠাতে পারবেন। আর আমি এখন দেখাচ্ছি শুধু জানিয়ে দেওয়ার জন্য। অতএব বাম পাশ থেকে Setting- থেকে Payments- এ ক্লিক করুন।

তারপর ডান দিকে দেখবেন লেখা আছে Add Payment Method বাট লেখাটি হাইড করা আছে কারন ১০০$ এখনো হয়নি, ১০০$ হলেই আপনি যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট যোগ করে টাকা উঠাতে পারবেন। আর প্রতি মাসের ১৫ তারিখে youtube এর টাকা google adsense এ ট্রান্সফার করা হয়। তো আজকের পর্ব এতটুকুই।

(বিঃদ্রঃ এটি আমার এক বন্ধুর নতুন google adsense অ্যাকাউন্ট)

         কিছু কথা ঃ

আপনি হয়ত ভাবছেন ১০০$ কবে হবে !! শুনুন ভাই আমার এই বন্ধু প্রথম মাসে ইনকাম হয়েছে ২$ ডলারের মত, সামনের মাসে হয়ত ১০$, এর পরের মাসে হবে হয়ত $40 , এরকম আসতে আসতে সে হয়ত মাসে 100-200$ ইনকাম করতে পারবে।

অতএব প্রথম ১-২ মাস টাকার দিকে না তাকিয়ে নিজের মেহনতের দিকে তাকিয়ে কাজ শুরু করুন। একদিন ঠিকই দেখবেন আপনার মাসে ২০০-৩০০$ ইনকাম হচ্ছে।

উদাহরণ স্বরুপ ঃ আমাদের বাংলাদেশের সালমান মুক্তাদির সে এখন ইউটিউব থেকে মাসে 1000-1200$ করতে পারে, সে ও কিন্তু একদিন আমার এবং আপনার মত ছিল, তার ইনকামটা কিন্তু প্রথম মাস থেকেই শুরু হয়নি, সে ভালো ভাবে মেহনত করে মানসম্মত ভিডিও বানিয়েছে তাই আজ তার এই উন্নতি। অতএব ভালো ভাবে মানসম্মত ভিডিও তৈরী করুন দেখবেন দিন দিন View এবং Subscriber বৃদ্ধি পাচ্ছে।

মেহনত একটু বেশিই বাট টাকা কিন্তু লসের কোনো সম্ভাবনাই নাই, কারন আমি নিজে টাকা তুলি।

      পাঁচ নাম্বার পর্বে যা যা থাকছে….

১.কিভাবে পিন ভেরিফিকেশন (Address Verify) করবেন।

২. কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবেন।

৩. কিভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন।

৪.কিভাবে টাকা তুলবেন।

ব্যাস!!!! চারটি পর্ব বিস্তারিত আলোচনা করা শেষ।

পাঁচ নাম্বার নিয়ে কিছু কথা ঃ

আজ আমি আপনাদের সামনে ৫ নাম্বার পর্ব নিয়ে আসি নি, আজ আপনাদের সামনে আসছি শুধু পাঁচ নাম্বার পর্বের কখন আসবে তা আলোচনা করতে।

আর তা এ জন্যই কারন ৫ নাম্বার পর্বের জন্য ট্রিকবিডির সদস্যরা এত পরিমাণ মেসেজ ও কল দিচ্ছে যা বলার মত না!!!

শুনুন ভায়েরা!!!! আজ আমি আপনাদের সামনে যে উদ্যেশে উপস্থিত হয়েছি। আর তা হলোঃ
আমার google adsense pin verification ২০১৫ তেই করে ফেলেছি এবং যাবতীয় কাজ ও করে ফেলেছি। অর্থ্যাৎ পাঁচ নাম্বার পর্বের সব কাজ অলরেডি আমার অফিসিয়াল Adsense অ্যাকাউন্টে করে ফেলেছি। আর এটাই হলো সবচেয়ে বড় সমস্যা কারন আমি আর Adsense- এ সমস্ত কাজ করতে পারবোনা।

তবে সমস্যা নাই আমার ১ ফ্রেন্ডের Adsense অ্যাকাউন্ট আছে আমি তার অ্যাকাউন্ট দিয়েই আপনাদের সামনে পোষ্ট নিয়ে আসবো।
তবে বর্তমানে তার Adsense $5 এর মত অাছে। আপনাদের $10 হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারন $10 হওয়া ছাড়া Pin(Address) Verification করা সম্ভব না ।

(Pin Verification হলো আপনার পোষ্ট অফিসে google থেকে একটি চার পিন বিশিষ্ট চিঠি আসবে।)

অতএব $10 এর আগ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে এবং আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট $10 জমা হতে হবে।

নো প্রবলেম !!! নিশ্চিন্তে ভালো ভিডিও আপলোড দেন অতিতারাতারি $১০ ইনকাম হয়ে যাবে।

আমাদের পাঁচ নাম্বার পর্ব কিন্তু শুধু তাদের জন্যই প্রযোজ্য যাদের Adsense অ্যাকাউন্টে $10 জমা হবে।

অতএব পাঁচ নাম্বার পর্বের জন্য এতো তাড়াহুরা করার দরকার নাই।

তবে ইনশাআল্লাহ যথাসম্ভব তারাতারি আপনাদের সামনে পাঁচ নাম্বার পর্ব নিয়ে হাজির হবো।

অতএব মন দিয়ে কাজ করেন।

একটি কথা!! আমি আপনাদের সামনে নিয়মিত ইউটিউব সমপর্কে সুবিশাল টিউটারিয়াল নিয়ে হাজির হয়, তার একটি মাত্র কারন আর তা হলো আমার জানা বিষয় গুলো আপনাদের সাথে শেয়ার করা।

সৌজন্যেঃ টিপস সিটি।

সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
আমাদের চ্যানেলের লিংক।

Tips City-Subscribe Now

কারো কোনো সমস্যা হলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুন।

ফেসবুকে আমি।