আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে,?আশা করি ভালো আমিও ভালো আছি ৷
এর আগে আমি 2 টি বিটকয়েন পিটিসি সাইট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এবং আর্নিং শুরু করে দিয়েছি, অনেকে হয়ত পেমেন্ট ও নিয়েছে ৷আর আমি এর আগে যে 2 টা বিটকয়েন পিটিসি নিয়ে কাজ করেছি তা ভেবে চিন্তা করে বিসস্ত মনে করেই আপনাদের মাঝে তা শেয়ার করেছি, আজ আবার ও নতুন একটি বিটকয়েন পিটিসি নিয়ে হাজির হলাম ৷
চলুন জেনে নিই সাইট সম্পর্কে!
★সাইট টি 2015 সাল থেকে পেমেন্ট দিচ্ছে নিয়মিত ৷
সাইটির পরিকল্পনা করা হয় 2013 সালে তবে
লান্চিং করে 2015 সালের আগস্ট মাসে ৷
★সাইটি প্রতি ঘন্টাই 21/22 টা অ্যাড দেই, আবার প্রতি ঘন্টাই অ্যাড নাও দিতে পারে ৷তবে অ্যাড পাবেন নিশ্চিত ৷
★সাইটির মিনিমাম পে-আউট ১৫,০০০ হাজার সাতোসি ছয়ানী আপনি শুধু বিটকয়েন এ নিতে পারবেন ৷
★পেমেন্ট ইনস্ট্যান্ট দেই, তবে কনো কনো সময় 12 বা ঘন্টা বা 21 ঘন্টা টাইম নেই, তবে চিন্তা করবেন না পেমেন্ট পাবেন শিওর ৷
★এমনি কাজ করে গেলে সাধারনত 7/8 দিন লাগবে 1$ হতে আর আপনার রেফার থাকলে আর্নিং বেশি হবে৷
★রেফারেল কমিশন 50% এবং আপগ্রেড মেম্বার দের জন্য 120%
আপনারা হয়ত জেনে গেলেন সাইট সম্পর্কে বিস্তারিত ৷
তো জেনে নিই কিভাবে কাজ করবেন ৷
প্রথমে এই লিংকে গিযে রেজিষ্টার করে নিন
তারপর আপনি নিজেই রেজিষ্টার করতে পারবেন ,আমি আগে যে সাইট গুলোর নাম দিয়েছিলাম রেজিষ্টার সিস্টেম টা সেরকমই ৷
রেজিষ্টার করা খুব সোজা আপনি নিজেই করতে পারবেন ৷
আমার রেফারেল লিংক এ জয়েন করলে আপনি 500 সাতোসি ফ্রী পাবেন,যা আপনার একাউন্ট এ এ্যাড হয়ে যাবে৷
নোটঃ আপনাদের দেখানোর জন্য আমার একটি নমুনা একাউন্ট যেখানে সব বলে দেওয়া আছে ৷
রেজিষ্টার কম্প্লিট হলে এররম ড্যাসবোর্ডে আপনি দেখতে পাবেন
তারপর ডান পাশে একটু উপরে 3 টি ডাগ টানা একটি আইকন দেখতে পাবেন, সেটাই ক্লিক করুন ৷
তারপর “View Ads” নামের একটি অপসন পাবেন সেটাই ক্লিক করুন নিচের মতো৷
তারপর নিচের মতো কয়েক টি অ্যাড দেখতে পাবেন৷
তারপর যেকনো একটি অ্যাড এ ক্লিক করুন ৷
করলে 20/30 সেকেন্ডের একটি লোডিং চলবে, লোডিং শেষ হলে আপনি একটি রি-ক্যাপচা পাবেন ৷
সেটা পূরন করবেন ৷
তারপর
তাহলে সেই অ্যাডের কাঙ্খিত সাতোসি আপনি পেয়ে যাবেন, এইভাবে আপনার একাউন্ট এ 15 হাজার সাতসি হলে আপনি উইতড্র নিতে পারবেন ৷
আপনার উইথ ড্র নিতে সমস্যা হলে আমাকে মেসেজ দিবেন, আমি Screenshot দিযে বুঝিয়ে দিব ৷
ফেসবুকে আমি
আমি 8 দিন আগে 25 k সাতোসি পেমেন্ট নিয়ে ছিলাম তার একটি প্রুফ৷
নোটঃ আমি কখনও মিথ্যা প্রুফ দিই নি,আর আমি হুট করে পোষ্ট করি না পেমেন্ট নিয়ে পোস্ট করি,আপনার যদি বিশ্বাস না হয় একবার কাজ করেই দেখুন 100% পেমেন্ট পাবেন ৷ধন্যবাদ৷