অ্যাডসেন্স এক নামেই জার পরিচয়।
টাকা বানানোর মেশিন বা
সোনার হরিণ নামে খ্যাত। হ্যাঁ
আমিও এর বিপক্ষে কথা বলছি না।
অ্যাড পাবলিশার হিসেবে Adsense
থেকে আমিও কিছু ডলার
কামিয়েছি। তবে Adsense এর বয়স
বাড়ার সাথে সাথে পরিবর্তন হচ্ছে
এর প্রাইভেট পলেসি ও বাড়ছে
জটিলতা। বর্তমানে youtube থেকে
সহজেই Adsense পাওয়া গেলেও
ওয়েব সাইট থেকে পাওয়া যায় না।
২০১৫ সাল পর্যন্ত যেটি খুব সবজেই
পাওয়া যেত। এখন নতুনরা কি করবেন?
বা যাদের Google Adsense অ্যাকাউন্ট
ব্যান হইছে তাদেরই বা কি করণীয়?
Adsterrt.Com
মূলকথায় আশা যাক, আমি আজ Google
Adsense বিকল্প কিছু অ্যাড নেটওয়ার্ক
নিয়ে কথা বলবো। যেগুলো কিছু
কিছু ক্ষেত্রে Google Adsense চেয়েও
বেশী রেভিনিউ দিয়ে থাকে।
Google Adsense নিয়ে থাকলেও এর
পাশাপাশি নতুন অ্যাড নেটওয়ার্ক
গুলো চালিয়ে রেভিনিউ
বাড়াতে পারবেন।
০১. Adsterra:
নতুনদের জন্য এটি অসাধারণ একটি
নেটওয়ার্ক ওয়েবসাইটে অ্যাড
পাবলিশ করার জন্য। CPC (সেন্স পার
ক্লিক) বেশ ভালো। Google Adsense
হিসেবে এটি অসাধারণ।
বাংলাদেশী ভিজিটরে প্রতি
ক্লিকে 00.01$ পাবেন তবে
বিদেশী প্রতি ক্লিকে সর্বোচ্চ
00.80$ পেতে পারেন। Adsterra অ্যাড
ব্যবহার করতে পারবেন। গুগোলের
মতো পেরা ক্ষেতে হবে না।
সুতরাং আপনার একটি ওয়েব সাইট
থাকলে এখনই আপনার ডোমেইন নেম
দিয়ে অ্যাপলই করুন।
ইন্সপয়ার এর জন্য একটি Adsterra
রেভিনিউ সিট দেয়া হলো।
অ্যাপ্রুভ হতে তেমন কোন ঝামেলা
করে না।
০২. MGID:
দ্বিতীয় স্থানে MGID এটি নেটিভ
অ্যাড কন্টেন্ট প্রদান করে। অর্থাৎ
অন্য ইংলিশ সাইটের নিউজ/ব্লগ
অ্যাড হিসাবে আপনার সাইটে
দেখাবে।এর রেভিনিউ Adsterra
অপেক্ষা কিছুটা কম হলেও, ব্যাংক
মাধ্যমে এর পেমেন্ট নিতে
পারবেন। রেভিনিউ 1000$+ হলে,
তবে পেপালের মাধ্যমে
যেকোনো অ্যামাউন্ট এ পেমেন্ট
নিতে পারবেন। মাসের
শেষে ৩০-৩১ তারিখের দিকে
পেমেন্ট দেয়। Adsterra এর
পাশাপাশি MGID পেমেন্ট ব্যবহার
করতে পারেন।
০৩. Revcontent:
তৃতীয় স্থানে রয়েছে রেভকন্টেন্ট
Revcontent. এটি MGID এর ন্যায় নেটিভ
অ্যাড কন্টেন্ট অ্যাড হিসেবে
ওয়েব সাইটে সো করে। এর
রেভিনিউ বেশ ভালো তবে এটি
বাংলাদেশী ভিজিটর এর ক্লিকে
MGID দেয় না। তাই বিদেশী
ভিজিটর ভালো থাকলে কেবল
মাত্র এটিতে অ্যাপলই করবেন।
একই সাথে MGID এবং Revcontent
ব্যবহার না করাই
করে। পেমেন্ট: পেপাল, ব্যাংক
অ্যাকাউন্ট। পরবর্তী মাসের শুরুতে
১তারিখে পেমেন্ট দেয়।
০৪.Content.ad:
ভালো ভিজিটর থাকলে এবং
হোমপেজ ইংরেজি হলে
কন্টেন্ট.অ্যাড এর জন্য অ্যাপ্লাই
করতে পারেন। তবে মনে রাখবেন এর
পলেসি সিস্টেম গুগল এর মতোই
কঠোর। ইনভেলিট ক্লিক এর জন্য
আপনার পুরো-মাসের রেভিনিউ
কেটে রাখতে পারে।
কন্টেন্ট.অ্যাড রেভিনিউ ভালো
দেয়।
তবে নিয়মিত আপনার সাইট ভিজিট
করবে যা বাংলা কন্টেন্ট
অয়ালাদের জন্য ঝুঁকিপূর্ণ। Adsterra এর
পাশাপাশি Content.ad ব্যবহার করা
যাবে।
সর্বশেষে বলবো Adsterra এগুলোর
ভেতর সবচেয়ে ভালো,পারসনালি
রিকমেন্ড করছি। তবে আপনি যেটিই
ব্যাহার করুন না কেন, ইনকামের
মূলমন্ত্র ভিজিটর। ভিজিটর বাড়লে
ইনকাম এমনিতেই বাড়বে। ইনভেলিট
ক্লিক/নিজে-ক্লিক করে
অ্যাকাউন্ট গুলো হারাবেন না।
সর্বোপরি বাংলাদেশের
রেপুটেশন নষ্ট করবেন না।
Agunbd.com এর এডমিন নিয়গ চলছে অাপনিও হতে পারেন এইসাইটের পার্টনার