Site icon Trickbd.com

আপনার ইউটিউব চ্যানেলে ১০ হাজার ভিউ থাকার পর ও Ad শো করছেনা? তাহলে এদিকে আসুন। (For New Youtuber!)

Unnamed

হাই ট্রিকবিডির বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভাল আছো। আশা করছি ট্রিকবিডির সমস্ত মেম্বার রোজাদার।


আজ আমি আপনাদের সামনে একটি সমস্যার সমাধান নিয়ে উপস্থিত হয়েছি ।


সমস্যাটা হলো আমরা যারা ইউটিউবে নতুন এবং আমদের চ্যানেলে ইউটিউবের নিয়মানুযায়ী ১০ হাজার ভিউ থাকে কিন্তু Ad শো করে না!

এ সমস্যায় অনেকেই ভুগছেন! অনেকেই আমাকে জানিয়েছেন, তাই আপনাদের রিকোয়েষ্টে ছোট্ট একটি টিপ্স লেখে ফেললাম।

ইউটিউবের নতুন নিয়ম হলো আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর মোট ভিউ ১০ হাজার হতে হবে। তাছাড়া আপনার ভিডিও তে এড শো করবেনা।

কারন ইউটিউব ১০ হাজার ভিউ হওয়ার পর রিভিউ করে, রিভিউ করার পর যদি আপনার চ্যানেলে কোনো সমস্যা (Copyright, Community Guidelines) না পাই তাহলে তারা আপনার ভিডিওতে এড দিবে।

তো ১০ হাজার ভিউ হওয়ার পর তারা একটু সময় নেই রিভিউ করতে, অনেক সময় অনেক দেরী করে তাই আমরা তাদের কাছে Feedback সেন্ড করবো। যার ফলে তারা সাথে সাথে (After 4-5 Hourss) তারা রিভিউ করে এড দিয়ে দিবে।

তো চলুন আমরা তাদের কাছে feedback করিঃ

প্রথমে আপনি আপনার চ্যানেলের CREATOR STUDIO থেকে Video Manager-এ যান।

(নিচের ছবির মত)

তারপর Video Manager পেজ অপেন হওয়ার পর Help and Feedback– ক্লিক করুন।( নিচের ছবির মত)

তারপর Send Feedback-এ ক্লিক করুন।

এখন আপনি আপনার সমস্যার কথা লিখে Send-লেখাতে ক্লিক করুন। আমার মত ও লিখতে পারেন।
(আমি যা লিখে ছিলাম)


Hello Youtube!! I Have 10 Thousand Views. But Ads Not Showing.

Please Slove This Problem.


(নিচের ছবির মত)

ব্যাস কাজ শেষ!!! এখন ৪-৫ ঘন্টা অপেক্ষা করুন, অটোমেটিক ভাবে আপনার ভিডিও তে Ad আসা শুরু করবে।


আজকের মত বিদায়!! সামনের পোষ্টে ইনশা-আল্লাহ দেখা হবে!! আর পরবর্তী পোষ্ট কি হবে বা পরবর্তী কি নিয়ে লিখবো নিচে মন্তব্য করে জানাতে পারেন।

সৌজন্যেঃ টিপ্স সিটি।

সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।

Follow Me On Facebook