“”বিসমিল্লাহির রাহমানির রাহীম””
কেমন আছেন সবাই? আশা করি (আল্লাহর) রহমতে ভালই আছেন।.
আজকের টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন জে আজ অসাধার এক পোস্ট করবো।
.
আমারা YouTube এর ভিডিও ডাউনলোড করার জন্য কত Apps এই ডাউনলোড করি। যেমনঃ Vidmet, Snap Tube, Tube Mate, আরো কত App যে ডাউনলোড করি তার কোন ঠিক নেই।
.
আজ এমন একটি ট্রিকস নিয়ে হাজির হলাম যা দেখলে আপনার মাথা ঘুড়ে যেতে পাড়ে।
.
তবে কথা না বলে কিছু স্কিনসট দেখে ধারনা করে নিন।
.
.
.
.
.
এবার হয়তো অবাক হয়ে গেলেন!
.
এখন কথা হলো YouTube এরকম সেটআপ করবো কিভাবে?
.
তারজন্য সবাইকে আমার (২ পর্বের ভিডিও) দেখে কাজ করতে হবে।
.
প্রশ্নঃ ঐ মিয়া ভিডিও দিলেন কেন? স্কিন সট দিয়া করলে কি হতো?
.
উঃ ভাইরে এটা স্কিনসট দিয়া করা জায়না কারন YouTube এ এরকম সেট করার সময় একটু ভুল হলে পড়তে পাড়েন বড় বিপদে। তাই ভিডিও দিলাম। (তবে কোন ক্ষতি হবে না নিশ্চিন্তে করতে পারবেন।)
.
তাহলে এখনো দেরি কেনো তাড়াতারি দেখে নিন।
.
ভিডিও লিংকঃ
.
A Good News For YouTube Android App 2017।( Part-1)। সবাই ভিডিও দেখুন কোন প্রবলেম হলে কমেন্টে জানাবেন ধন্যবাদ।
.
[বি:দ্র] এটি কিভাবে করবেন এটা নিয়ে ট্রিকবিডি তে আরেকটি পোস্ট করা হবে। ততখন সবাই ভালো থাকবেন।