Site icon Trickbd.com

মোবাইল দিয়ে ইউটিউব থেকে মাসে ২০-২৫ হাজার টাকা ইনকাম করুন। [৫ম পর্ব]

Unnamed

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?
আশা করি ভাল আছেন।

দীর্ঘ দিন অপেক্ষার ফলে আপনারা পেয়ে গেলেন ইউটিউব থেকে ইনকাম করারর ৫ম পর্বের একাংশ।


আজকের পর্বে দেখাবো কিভাবে আপনার Google Adsense এর পিন ভেরিফাই করবেন।

বেশি কথা বলবো না… কাজের কথায় চলে যায়।


আপনারা যারা আমার ইউটিউবের ধারাবাহিক পোষ্ট দেখে ইউটিউব চ্যানেল খুলেছেন এবং আপনার গুগল অ্যাডসেন্সে ১০$ হয়ে গেছে । তাদের জন্য আজকের এই পোষ্ট।

 

গুগল অ্যাডসেন্সের নিয়ম হলো ১০$ হলে তারা আপনার পোষ্ট অফিসে চার সংখ্যা বিশিষ্ট একটি পিন পাঠাবে, যে পিনের মাধ্যমে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই করা হয়ে গেলে যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট যোগ করে টাকা তুলতে হবে। আর ১০০$ এর কমে টাকা withdraw করা যাবে না।

 

(কিভাবে ব্যাংক যোগ করবেন পরবর্তী পোষ্টে দেখাবো ! সময় স্বল্পতার কারনে পুরো পোষ্ট লিখতে পারলাম না )


তো চলুন কাজে চলে যায়….

 

আসলে পিন তারা তৈরী করে আপনার পোষ্ট অফিসে পাঠিয়ে দিবে, আপনার কিছুই করা লাগবেনা! শুধু ২-৪ সপ্তাহ অপেক্ষা করতে হবে।

যখন আপনার ইউটিউবে ১০$ বা তার বেশি $ জমা হবে তখন তারা পরবর্তী মাসের ১২-১৩ তারিখে পিন জেনারেট করে ফেলে, আর পোষ্ট অফিসে এবং আপনার হাতে পৌছতে পৌছতে ২-৪ সপ্তাহ লেগে যায়।


তো কিভাবে দেখবেন আপনার পিন জেনারেট হয়ছে কি না? আর যদি হয়ে থাকে তাহলে কত তারিখে হয়েছে?


এজন্য আপনি প্রথমে যাবেন
www.google.com/adsense যাওয়ার পর Sign-in করে নিবেন। যদি আপনার পিন জেনারেট হয়ে থাকে তাহলে Adsense অ্যাকাউন্টের উপরে লাল রঙের একটি লেখা থাকবে। লেখাটি হলোঃ Your payments are currently on hold because you have not verified your address. (নিচের ছবির মত)

আপনি Action-এ ক্লিক করুন। ক্লিক করার আপনি সবকিছু দেখতে পারবেন, অর্থাৎ কত তারিখে পিন জেনারেট হয়েছে এবং পিন আসতে কতদিন লাগতে পারে। (নিচের ছবির মত)

উক্ত পিকচারে সবকিছু লেখা আছে, অর্থাৎ কার নামে চিঠি আসবে, কোন ঠিকানায় চিঠি আসবে ইত্যাদি। আপনি পোষ্ট অফিসের সাথে নিয়মিত যোগাযোগ করুন, একদিন পেয়ে যাবেন। (২৮ দিনের ভিতরে)


কিছু কথাঃ অনেকেরই প্রথমবার আসে না! যদি প্রথম বার না আসে তাহলে আপনার পোষ্ট অফিসে চেন্জ করে অন্য পোষ্ট অফিসের ঠিকানা দিন! আর এমন পোষ্ট অফিসের ঠিকানা দিবেন যে পোষ্ট অফিসের সাথে অনলাইন সংযুক্ত আছে।

যদি আপনার প্রথমবার,দ্বিতীয়বার এবং তৃতীয় বার ও চিঠি না আসে তাহলে পিন ছাড়া ও অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়! যদি বেচেঁ থাকি তাহলে পোষ্ট করার পোষ্ট করার চেষ্টা করবো।

আজ এই পর্যন্তই।


সৌজন্যেঃটিপ্স সিটি

সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।

ফেসবুকে আমি।