Site icon Trickbd.com

আপনার ইউটিউব চ্যানেল রাংকিং করে সার্চ রেজাল্ট এ দেখতে চান, তাহলে পোস্ট টি দেখুন।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আসাকরি সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালই আছি। ইউটিউব হচ্ছে লাইফটাইম একটা আর্নিং এর মাধ্যম, যদি আপনি ধর্য্য ধরে একবার সফলতার দিকে এগিয়ে যেতে পারেন তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না শুধু সফলতার দিকেই অগ্রসর হতে থাকবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমে অনেক ধর্য্য ও পরিশ্রম করতে হবে। আমি আর এই সব বিষয়ে বলতে চাচ্ছি না কারণ যারা ইউটিউব এ কাজ করতেছেন তারা সবাই এইসকল বিষয়ে জানেন। তাই মুল কাজের দিকে অগ্রসর হই।

আমি আজ যে বিষয় টি পোস্ট করতে যাচ্ছি এটা সকল ইউটুবার দের জন্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে নতুন ইউটুবার দের জন্য এবং যারা এই বিষয় টি জানেন না। আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন এবং সেই চ্যানেলে কাজ ও শুরু করেছেন। কিন্তু কথা হচ্ছে আপনার চ্যানেল এর নাম দিয়ে সার্চ করলে ইউটিউব এ আপনার চ্যানেল দেখাচ্ছে না। হ্য এই রকম অনেক প্রশ্নই অনেকে করে। এর কারন হচ্ছে আপনার চ্যানেল টি খুলার সময় আপনি যে নাম টি ব্যবহার করেছেন সেই নামে অর্থাৎ রিলেটিভ নামে অনেক একাউন্ট আছে যার কারনে আপনার নতুন চ্যানেল টি সার্চ দিলে আপনার চ্যানেল টি আসে না। এক্ষেত্রে আপনি যে কাজ করবেন তার ২ টি ট্রিক আমি দিচ্ছি মনোযোগ দিয়ে বুঝে যেনে নিন। তবে ২ নং ট্রিক্স টি অবশই অবশ্যই ভাল করে খেয়াল করবেন।
ট্রিক্স ১ঃ
চ্যানেল খুলার আগে প্রথমেই আপনি ইউটিউব এ আপনার চ্যানেল এর নাম টি সার্চ করে নিবেন। অর্থাৎ যে নাম টি দিয়ে আপনি চ্যানেল খুলতে চাচ্ছেন। যে নামে দেখবেন সার্চ রেজাল্ট কম আসে সেই নামে অথবা আপনার পছন্দের নামটি সামান্য মোডিফাই করে দিবেন। যেমনঃ আপনার চ্যানেল এর নাম দিতে চাচ্ছেন earn mony এই রকম কিছু, কিন্তু এই নামে সার্চ দিলে হাজার হাজার রেজাল্ট আসবে যার মধ্যে আপনার চ্যানেল খুজে পাওয়া অসম্ভব। আপনি যদি এই টাকে সামান্য মোডিফাই করে earn mony 2017 এই রকম কিছু এড করে দিন তাহলে দেখবেন আপনার চ্যানেল এর নামের সার্চ রেজাল্ট অনেক কমে আসবে, আর সেক্ষেত্রে আপনার চ্যানেল খুজে পাওয়া সহজ হবে।
ট্রিক্স ২ঃ
এই টা খুবই গুরুত্ব পূর্ন একটা বিষয়। আপনার চ্যানেল যে নামেই থাক না কেন এখন আপনার চ্যানেল কে সার্চ রেজাল্ট এ শো করাতে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। আর কাজ টা করলে আপনার চ্যানেল এর রাংকিং সার্চ রেজাল্ট এ দেখাবে। প্রমাণ সরুপ দেখুন,

উপরের স্ক্রিনশট এ দেখতে পাচ্ছেন আমি earning bd tips লিখে সার্চ করেছি সেক্ষত্রে ২ টা চ্যানেল শো করেছে
১/ earning bd tips & tricks

২/ earning bd tips
উল্লেক্ষ যে আমি যে নাম লিখে ইউটিউব এ সার্চ করেছি তার সাথে ২নং চ্যানেল এর নামের হুবুহু মিল থাকা সত্বেও ১নং চ্যানেল টি সবার উপরে শো করেছে। কারণ ১ নং চ্যানেল টিতে চ্যানেম ট্যাগ করা আছে। এই চ্যানেল এর নামের কোন word ও যদি কেউ সার্চ করার সময় মিলে যায় সেক্ষেত্রে আমার এই চ্যানেল টি সার্চ রেজাল্ট এ শো করবে। তবে আগেই বলে রাখি কাজ করার সাথে সাথে ফল আসা করবেন না।
এক্ষেত্রে কাজ টি করার জন্য ১মে আপনার chrom browser টি ওপেন করে আপনার ইউটিউব চ্যানেল টি লগিন করুন। তারপর ব্রাউজার টি ডেস্কটপ ভার্সন করে নিন। তার পর স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন।

তার পর

চ্যানেল এ ক্লিক করুন

এডভান্স এ ক্লিক করুন

এখন দেখুন চ্যানে কিওয়ার্ড নামে একটা ফাকা বক্স আছে

উক্ত বক্সে আপনার চ্যানেল এর নাম সহ আরও কিছু নাম লিখুন যেগুলো ইউটিউব এ বেশি বেশি সার্চ হয়। যেমন আমি লিখেছে earning bd tips & tricks, earn money, onlinr earn এই রকম। এইটা আপনার চ্যানেল এর ট্যাগ হিসেবে কাজ করে। আপনার চ্যানেল এর নাম ব্যতিত ঐ বক্সে আরও যে নাম গুলো দিয়েছেন সেগুলো লিখে ইউটিউব এ সার্চ করলেও আপনার চ্যানেল শো করবে। তবে একবারেই ভাইবেন না কাজ হবে। আস্তে আস্তে আপনার চ্যানেল এর রাংক বারতে থাকবে কারণ আপনার মত অনেকেই এই রকম চ্যানেল ট্যাগ ব্যবহার করেছে।
সর্বশেষে পেজ এর নিচে গিয়ে সেভ করে দিন

আপনার চ্যানেল এর ভিডিও যত বারতে থাকবে এবং ভিউ যত বারতে থাকবে সাথে সাথে রাংকিং ও তত বারতে থাকবে।
Exit mobile version