আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসা করি ভালো আছে…. ভাইয়ারা আমি Author হওয়ার পরে এইটা আমার প্রথম পোস্ট ভুল এুটি হলে খমা করবেন…

under review, monitoring for possible review
and commercial use rightsYouTube Video
Monetize করতে গিয়ে বেশিরভাগ

ইউটিউবারদের অনেক কষ্ট করতে হয়। তার
মধ্য আবার অনেক ধরনের monetization
problems এ ভুগতে হয়। ইউটিউবের

বর্তমানের অন্যতম সমস্যা Under Review
এবং Monitoring For Possible Review এ
থাকা ভিডিও। কপিরাইটেড ভিডিও
আপলোড করলে এই দুটি সমস্যা প্রায়
বেশিরভাগ সময়ই দেখা যায় কিন্তু কিছু
কিছু সময় নিজের বানানো ভিডিও
আপলোড করলেও ভিডিওতে Under review
অথবা monitoring for possible review এর
চিহ্ন উঠে থাকে। কিছু সময় এই চিহ্ন ৩
দিনের মধ্যেই চলে যায় এবং ভিডিও
মনেটাইজ হয়ে যায়। কিন্তু বেশিরভাগ
ক্ষেত্রে ভিডিও ১ সপ্তাহ, ১ মাস কিংবা
আজীবনও Under Review এই থেকে যায়।
Monitoring For Possible Review এর অনেকটা
একইরকম অবস্থা।
Youtube Monetization পাঁচটি কারণে এই

দুটি সমস্যা হয়ে থাকে:

১. যখন ভিডিও এর কোন মিউজিক অন্য
কোন চ্যানেলের সাথে মিলে যায় কিন্তু
ঐ চ্যানেলের ভিডিও Content ID
সিস্টেমের অন্তর্ভুক্ত না হয়।

২. ইউটিউব ভিডিও Processing না করতে
পারলে।

৩. অতি দীর্ঘ Video Title।

৪. অধিক বড় ভিডিও।

৫. Edited Copyrighted Footage।
এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে হলে
অবশ্যই আপনাদের কিছু পদ্ধতি গ্রহণ করতে
হবে।

সমাধানঃ

১. Under Review দেখানোর পড়ে, ভিডিওটি
Demonetize করুন।

২. Edit অপশনে গিয়ে ভিডিও এর Simple
একটি Title দিন। টাইটেলটি ২-৩ শব্দের
মধ্যে হতে হবে। যেমনঃ Video 1 অথবা
Tutorial Video 1 অথবা 1st May ইত্যাদি।

৩. Video Description এ ৫-৬ শব্দের একটি
ছোট ব্যাখ্যা দিন।

৪. Keywords এর অংশটি ফাঁকা রাখুন।

৫. এবার ভিডিওটি পুনরায় Monetize করুন।
এখন ভিডিওটি মনেটাইজ হয়ে যাবে।
এখনো না হলে ভিডিও এর অন্যকোন ছোট
শর্ট টাইটেল দিন। এছাড়া চাইলে
ভিডিওটির বাড়তি কিছু অংশ এডিট করে
নিতে পারেন। আশা করি হয়ে যাবে।

অনন্য সমস্যাগুলোঃ Commercial Use Rights,
Disapproved Video, No Monetization Icon

Commercial Use Rights:

১. এরকম দেখালে প্রথমে আপনার
ভিডিওটি ডাউনলোড করে নিন অথবা
আপলোড করা ভিডিওটি আপনার
কম্পিউটার থেকে বের করুন।

২. ভিডিও এর ফরমেট পরিবর্তন করে AVI এ
রুপান্তরিত করুন। এক্ষেত্রে আপনি Format
Factory ব্যাবহার করতে পারেন!

৩. আগের ভিডিও ডিলিট করুন ও AVI

Format এর ভিডিওটি আপলোড করুন।
এবার আর আপনার ভিডিও এর Commercial
Use Rights ইউটিউব চাইবে না।

Disapproved Video:

ভিডিও এর ব্যাপারে ১০০ ভাগ নিশ্চয়তা
ছাড়া কখনও Commercial Proof Rights
সাবমিট করবেন না। তাহলেই আপনার
ভিডিও Disapprove করা হবে। অতঃপর
ভিডিও ডিলিট করা ছাড়া আর কোন
উপায় থাকবে না।

No Monetization Icon:

ভিডিও যদি কোন Third Party মিউজিক,
মুভি অথবা ভিডিও এর সাথে match খায়,
তবে আপনার ভিডিওতে কোন Monetization
Icon show করবে না। এগুলো থেকে বাঁচার
জন্য কপিরাইট এড়িয়ে চলুন।

ছোট খাটো অংশের জন্য যদি শুধু
কপিরাইট ধরে তাহলে ভিডিও কোন Video
Editing Software দিয়ে এডিট করে দেখতে
পারেন।

আর যদি সাউন্ড match খায় তবে Audacity
দিয়ে এডিট করে দেখতে পারেন।

নিজের ভিডিও নিজে করুন। নিজের
যোগ্যতা প্রমাণ করুন,!””!””!

10 thoughts on "ইউটিউব মনিটাইজেশন প্রবলেম থেকে মুক্তি পাওয়ার উপায়…..By..—(Loading)"

  1. sojibh007 Contributor says:
    আমার একটা youtube channel আছে।
    সেটাটে কমিউনিটি স্টাইক খাইছি ৩ মাস স্টাইক ছিলো এবং স্টাইক ৩ মাস হবার পরেও আবার ৩ মাস পার হলো তবে Monetezoson on হবতে পারলাম না।
    সবাই আমাকে help করবেন
    please help me
    1. Loading...... Contributor Post Creator says:
      apnar Fb Link den
  2. HkShiplo Contributor says:
    vai amr youtube channel ace… 20 tar motu video sarci… ekhon ami youtune channel theke tk ber korbo kibabe
  3. Loading...... Contributor Post Creator says:
    vai aieta neya post kora hoyese Apni dekhen
  4. Shadman Labib Author says:
    Amr channel a total 4.5k views! Monetize krte parbo?
    1. crystal Contributor says:
      vai amar o same pblm
  5. Sojib Hasan Contributor says:
    help me please
  6. Obak_ITS Subscriber says:
    plzz vai apnr fb link ta din
  7. Milon Contributor says:
    Amar channel monetization thik ase, dollar icon green ase. Age add show korto akhon kore na. Plz help me bro…
  8. MR ISLAM Contributor says:
    আমার adsende এ ডলার সো করতেছে না কেন?

Leave a Reply