Site icon Trickbd.com

[Mega Post]নিজেই তৈরি করে নিন একটি বিটকয়েন ওয়ালেট। আর অনলাইনে লেনদেন করুন খুব সহজেই। [Screenshot+Video Tutorial]

Unnamed

হ্যালো বন্ধুরা! সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন? আজ আপনাদের দেখাবো যে কিভাবে নিজের একটি ব্যক্তিগত বিটকয়েন ওয়ালেট খুলবেন। বেশি বাড়াবাড়ি না করে কাজ শুরু করা যাক।

প্রথমে www.coinbase.com এ যান। তাহলে নিচের স্ক্রিনশটের মতো আসবে।

Enter your email address এ আপনার একটি ইমেইল এড্রেস দিন এবং Get Started এ ক্লিক করুন। তারপর নিচের স্কিনশটের মতো একটি ফরম আসবে।

ফরমটি পূরণ করে Create account এ ক্লিক করুন। এবার নিচের পেইজটি আসবে।

অর্থাৎ আপনার ইমেইলে একটি Verification link চলে যাবে। মেইলটি ওপেন করে link এ ক্লিক করুন। তাহলে নিচের পেইজটি আসবে।
অর্থাৎ আপনার একাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। হয়ে গেল আপনার একটি বিটকয়েন ওয়ালেট! এখন কাজ হচ্ছে ওয়ালেট এড্রেস খুজে বের করা। এর জন্য CoinBase এর ড্যাশবোর্ডে যান। তারপর Account থেকে BTC Wallet এ ক্লিক করুন। তাহলে নিচের স্ক্রিনশটের মতো আসবে।

এখান থেকে Show Address এ ক্লিক করলেই আপনার বিটকয়েন ওয়ালেটের এড্রেস দেখতে পাবেন। আর এই এড্রেস দিয়েই আপনি বিভিন্ন ওয়েবসাইটে লেনদেন করতে পারবেন।
তাহলে আজকে এখানেই শেষ করছি। কারো বুঝতে কোনো অসুবিধা হলে আমার বানানো মাত্র ৫ মিনিটের ভিডিওটি দেখতে পারেন।

https://youtu.be/_H0ocvjYNfc

ভিডিওটিতে ধাপে ধাপে সবকিছু বিস্তারিত বুঝানো হয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

My site: PriyoTunesBD.Com